আবু ধাবি, 7 অক্টোবর : প্রবল চাপে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক ৷ কলকাতাকে জয়ে ফেরানো ও নিজের নেতৃত্ব বাঁচানো, দুটোই প্রয়োজন তাঁর ৷ গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয়েছে ৷ আজ KKR-এর প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস ৷ তিনটি ম্যাচে হারের পর গত ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে তারা ৷ শেন ওয়াটসন ও ফাফ ডুপ্লেসি রেকর্ড 181 রানের পার্টনারশিপ গড়ে তোলেন ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে যা কার্তিকের কপালে ভাঁজ ফেলেছে ৷
দলে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি ৷ তবুও যেন সুবিধা করতে পারছে না নাইটরা ৷ দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে ৷ সুনীল নারিনকে ওপেন করানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছে না ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ রাসেল ও মরগ্যানকে উপরের দিকে খেলানোর কথা বলা হচ্ছে ৷ দলের বোলাররা একটা ম্যাচে ভালো বোলিং করলে পরের ম্যাচেই প্রচুর রান দিয়ে ফেলছে ৷ শিবম মাভি, কমলেশ নাগারকোটি এমনকী প্যাট কামিন্সও রান দিয়েছেন ৷ সব মিলিয়ে চিন্তায় নাইট ম্যানেজমেন্ট ৷
চেন্নাইয়ের বিরুদ্ধে ওপেনিংয়ে পরিবর্তন হলেও হতে পারে ৷ শুভমন গিলের সঙ্গে টম ব্যান্টনকে খেলাতে পারে নাইটরা ৷ আবার গত ম্যাচে ভালো খেলা রাহুল ত্রিপাঠীকেও ম্যাচের শুরুতে পাঠানো হতে পারে ৷ সেক্ষেত্রে সুনীল নারিনকে নামতে হবে সাত নম্বরে ৷ তিনে নীতীশ রানা, চার নম্বরে মরগ্যান ৷ ব্যাট হাতে ছন্দে নেই অধিনায়ক দীনেশ কার্তিক নিজেও ৷ IPL-এ রাসেল অন্যতম ভরসা নাইটদের ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরিসংখ্যান বেশ ভালো রাসেলের ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে সাতটি ইনিংসে তাঁর সংগ্রহ 224 ৷ গড় 56 ও স্ট্রাইক রেট 164.71 ৷ 2018 মরশুমে চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজিত 88 রান করেছিলেন আন্দ্রে ৷ রয়েছে তিনটি অর্ধশতরান ৷ বল হাতেও চেন্নাইয়ের বিরুদ্ধে পাঁচটি উইকেট নেন ৷ ইকোনমি রেট 8.20 ৷
সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে 47 রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি মহেন্দ্র সিং ধোনি ৷ তবে নেমেছিলেন পাঁচ নম্বরে ৷ নাইটদের বিরুদ্ধে আবু ধাবির মাঠে হয়তো আর নীচের দিকে নামবেন না তিনি ৷ কারণ KKR-এর বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান চমৎকার ৷ 20টি ইনিংসে রান সংখ্যা 471 ৷ দলে রয়েছে ডোয়েন ব্র্যাভোর মতো অলরাউন্ডার ৷ রাসেল-ব্র্যাভোর মধ্যে লড়াইটা জমে উঠবে ৷ নজর থাকবে কামিন্স-ফাফ, শুভমন গিল-দীপক চাহার ডুয়েলের দিকেও ৷