চেন্নাই, 27 জানুয়ারি: 2021 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম হতে চলেছে 18 ফেব্রুয়ারি। চেন্নাইয়ে নিলাম হবে বলে আইপিএল-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে।
টুইটে বলা হয়েছে, ''আইপিএল 2021-এর খেলোয়াড়দের নিলাম 18 ফেব্রুয়ারি হবে। স্থান: চেন্নাই।'' এ বছর টুর্নামেন্ট কোথায় হবে, তা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে। ভারতই এ জন্য সেরা পছন্দ হলেও এখনও তা স্থির হয়নি। ত্রয়োদশ সংস্করণ যথেষ্ট ভালোভাবে আয়োজন করার জন্য দ্বিতীয় পছন্দ হতে পারে অবশ্যই সংযুক্ত আরব আমিরশাহী।
একটি সূত্র এ ব্যাপারে জানিয়েছে, ''টুর্নামেন্ট আয়োজনের জন্য সবচেয়ে বেশি পছন্দের হবে ভারত। তবে পরিস্থিতি ঠিক কী রয়েছে তা দেখার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। ছবিটা পরিষ্কার হবে মুস্তাক আলি টুর্নামেন্টের পর। ইউএই দারুণ ছিল এবং আগের টুর্নামেন্টে যাতে সবকিছু ঠিকঠাক চলে, সে জন্য এমিরেটস ক্রিকেট বোর্ড সবরকম চেষ্টা চালিয়েছিল। কিন্তু তখন ইন্ডিয়ান টি-20 লিগ থাকবে এবং সরকারের অনুমতি থাকলে তা আয়োজনের চেষ্টা করব।''
আরও পড়ুন: রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে নিযুক্ত হলেন সাঙ্গাকারা
2020 সালে ইউএই-তে আইপিএল-এর ঝাঁ চকচকে টুর্নামেন্ট উপহার দিয়েছিল বিসিসিআই। করোনা ভাইরাস অতিমারীর সময়ে যাবতীয় কড়া বিধিনিষেধ মেনে যাতে খেলার আয়োজন করা যায়, তা নিশ্চিত করতে কোনও কসুর বাকি রাখা হয়নি। প্রথম ম্যাচে দর্শকের সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছিল। বিসিসিআই সচিব জয় শাহ টুইটারে এ কথা ঘোষণা করে জানান, ''আইপিএল-এ প্রথম ম্যাচে নয়া রেকর্ড। বিএআরসি অনুযায়ী, ম্যাচের ভিউয়ারশিপ অপ্রত্যাশিতভাবে 20 কোটি। যে কোনও দেশের যে কোনও খেলার লিগের উদ্বোধনী ম্যাচে সর্বাধিক ভিউয়ারশিপ। কোনও লিগ এত বড় আকারে শুরু হয়নি।'' 19 সেপ্টেম্বরের ওই ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়েছিল চেন্নাই সুপারকিংস।