আবু ধাবি, 19 সেপ্টেম্বর : ইনস্টাগ্রাম লাইভে সেশনে চলছিল চেন্নাই সুপার কিংসের অনুশীলন । হাজারো ক্রিকেট অনুরাগীর সঙ্গে লাইভ দেখছিলেন সাক্ষী সিং ধোনি । কিন্তু স্বামীকে ঠিক দেখতে পাচ্ছিলেন না । তাই লাইভ চ্যাটে ধোনিকে দেখার আবদার করে বসলেন সাক্ষী । অনুরোধ রাখতেই ক্যামেরা ঘুরে যায় CSK অধিনায়কের দিকে ।
লাইভ চ্যাটে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণণকে উদ্দেশ করে সাক্ষী লেখেন, "রাসেল আমি মাহিকে দেখতে চাই ।" সঙ্গে সঙ্গে ক্যামেরা তাক করে ধোনিকে । এরপর সাক্ষী লেখেন, "ধন্যবাদ রাস । ওকে দেখতে পেয়েছি । শুভেচ্ছা রইল ।"
প্রতিবছর IPL-এ নিয়ম করে CSK-এর প্রতিটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকেন সাক্ষী ধোনি । হলুদ জার্সিতে ধোনি ঘরণিকে টিভির পর্দায় দেখতে বেশ পছন্দই করে দর্শকরা । সাক্ষীর পাশাপাশি জিভাও খুব পছন্দের ।গ্যালারিতে দাঁড়িয়ে ধোনির মেয়ে জিভার নানান কাণ্ড দেখতে ভালোবাসে নেটিজ়েনরা । কিন্তু কোরোনার কারণে মেয়েকে নিয়ে UAE যাওয়ার ঝুঁকি নেননি সাক্ষী । রাঁচির বাড়িতে বসেই এবছরের IPL উপভোগ করবেন তিনি ।