জয়পুর, 12 অগাস্ট: এবার IPL-এও ঢুকে পড়ল কোরোনা ৷ আগামী সপ্তাহেই আরব আমিরশাহী উড়ে যাওয়ার কথা রাজস্থান টিমের ৷ তার আগে কোরোনায় আক্রান্ত হলেন রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক ৷ টুইটারে নিজেই এ খবর জানিয়েছেন ব্লু ব্রিগেডের ফিল্ডিং কোচ ৷
দিশান্ত লেখেন, "আমার কোরোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে ৷ গত 10 দিনের মধ্যে আমার সংস্পর্শে আসা সকলকে টেস্ট করানোর অনুরোধ করছি ৷ BCCI-এর প্রোটোকল মেনে এখন 14 দিনের কোয়ারানটিনে থাকব ৷ এরপর আরও দুটো টেস্ট হবে ৷ পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই আরব আমিরশাহীতে রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগ দিতে পারব ৷"
আগামী সপ্তাহে মুম্বইয়ে গোটা রাজস্থান টিমের একত্রিত হওয়ার কথা রয়েছে ৷ সেখান থেকে UAE-র উদ্দেশে উড়ে যাবে গোটা দল ৷ তার আগে BCCI-এর নির্দেশিকা মেনে দলের প্রতিটি সদস্যের দুবার কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷ তাছাড়া খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্টের যারা আমিরশাহী যাবেন তাদের জন্য ফ্র্যাঞ্চাইজ়িটি নিজ উদ্যোগে আরও একবার টেস্ট করিয়েছে ৷ দলের ফিল্ডিং কোচের সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷
বোর্ডের গাইডলাইন মেনে উদয়পুরের বাড়িতে আইসোলেশনে রয়েছেন দিশান্ত ৷ তাঁকে হাসপাতালে ভরতি হওয়ার কথা বলা হয়েছে ৷ 14 দিন পর দিশান্তের আরও দুবার কোরোনা পরীক্ষা হবে ৷ দুটি রিপোর্ট নেগেটিভ এলে তবেই আমিরশাহীতে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি ৷