ETV Bharat / sports

চোটের জেরে এক সপ্তাহ বিশ্রামে পন্থ, চিন্তা বাড়ল দিল্লির

author img

By

Published : Oct 12, 2020, 3:28 PM IST

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চোট পান ঋষভ পন্থ ৷ কাগিসো রাবাডার বলে বরুন অ্যারনের ক্যাচ ধরার সময় পন্থকে খোঁড়াতে দেখা যায় ৷

দিল্লি শিবিরে উদ্বেগ, এক সপ্তাহের জন্য বিশ্রামে পন্থ
দিল্লি শিবিরে উদ্বেগ, এক সপ্তাহের জন্য বিশ্রামে পন্থ

আবু ধাবি, 12 অক্টোবর : একে তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছে তার উপর দিল্লি ক্যাপিটালসের উদ্বেগ বাড়াল ফর্মে থাকা ঋষভ পন্থের চোট ৷ এক সপ্তাহ পন্থকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ৷ ফলে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দু'টি ম্যাচে পন্থকে পাচ্ছে না দিল্লি শিবির ৷

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চোট পান ঋষভ পন্থ ৷ কাগিসো রাবাডার বলে বরুণ অ্যারনের ক্যাচ ধরেন পন্থ ৷ বরুণ ফিরতেই 138 রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস ৷ 46 রানে ম্যাচ জিতে নেয় দিল্লি ৷ তবে ক্যাচ ধরার সময় পন্থকে খোঁড়াতে দেখা যায় ৷ ব্যাটিংয়ের সময়ও তাঁর সমস্যা হচ্ছিল ৷ যে কারণে গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দেখা যায়নি তাঁকে ৷ ম্যাচের পর পন্থের চোট নিয়ে শ্রেয়াস আইয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ঋষভকে কবে পাওয়া যাবে তা নিয়ে আমার কোনও ধারণা নেই ৷ চিকিৎসক ওকে সপ্তাহখানেকের জন্য বিশ্রামে থাকতে বলেছে ৷ আশা করছি ও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে ৷"

পন্থের অনুপস্থিতিতে মুম্বইয়ের বিরুদ্ধে 5 উইকেটে হেরেছে দিল্লি ক্যাপিটালস ৷ পয়েন্ট সমান থাকলেও নেট রান রেটের ভিত্তিতে দিল্লিকে ছাড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে দিল্লি ৷ বুধবার শ্রেয়াসরা খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৷ শনিবার তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস ৷ এই দুটো ম্যাচে পন্থকে পাচ্ছে না দিল্লি ৷

আবু ধাবি, 12 অক্টোবর : একে তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছে তার উপর দিল্লি ক্যাপিটালসের উদ্বেগ বাড়াল ফর্মে থাকা ঋষভ পন্থের চোট ৷ এক সপ্তাহ পন্থকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ৷ ফলে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দু'টি ম্যাচে পন্থকে পাচ্ছে না দিল্লি শিবির ৷

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চোট পান ঋষভ পন্থ ৷ কাগিসো রাবাডার বলে বরুণ অ্যারনের ক্যাচ ধরেন পন্থ ৷ বরুণ ফিরতেই 138 রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস ৷ 46 রানে ম্যাচ জিতে নেয় দিল্লি ৷ তবে ক্যাচ ধরার সময় পন্থকে খোঁড়াতে দেখা যায় ৷ ব্যাটিংয়ের সময়ও তাঁর সমস্যা হচ্ছিল ৷ যে কারণে গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দেখা যায়নি তাঁকে ৷ ম্যাচের পর পন্থের চোট নিয়ে শ্রেয়াস আইয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ঋষভকে কবে পাওয়া যাবে তা নিয়ে আমার কোনও ধারণা নেই ৷ চিকিৎসক ওকে সপ্তাহখানেকের জন্য বিশ্রামে থাকতে বলেছে ৷ আশা করছি ও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে ৷"

পন্থের অনুপস্থিতিতে মুম্বইয়ের বিরুদ্ধে 5 উইকেটে হেরেছে দিল্লি ক্যাপিটালস ৷ পয়েন্ট সমান থাকলেও নেট রান রেটের ভিত্তিতে দিল্লিকে ছাড়িয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে দিল্লি ৷ বুধবার শ্রেয়াসরা খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৷ শনিবার তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস ৷ এই দুটো ম্যাচে পন্থকে পাচ্ছে না দিল্লি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.