ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপে ভারতীয় মহিলা দলে বাংলার রিচা

আসন্ন মহিলা টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ 21 ফ্রেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ICC টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে নতুন মুখ শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ৷

image
বিশ্বকাপের দল ঘোষণা
author img

By

Published : Jan 12, 2020, 5:37 PM IST

Updated : Jan 12, 2020, 7:21 PM IST

মুম্বই, 12 জানুয়ারি : মহিলাদের আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল BCCI ৷ অধিনায়কের দায়িত্বে থাকছেন হরমনপ্রীত কউর ৷ দলে বাংলার একমাত্র প্রতিনিধি রিচা ঘোষ ৷

আগামী 21 ফ্রেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে মহিলাদের টি-20 বিশ্বকাপ ৷ আন্তর্জাতিক ম্যাচে ভালো খেলার সুফল পেলেন শেফালি বর্মা ৷ প্রথমবার ICC-র বড় ইভেন্টে সুযোগ পেলেন 15 বছর বয়সি হরিয়ানার এই স্কুলছাত্রী ৷

সম্প্রতি উইমেন চ্যালেঞ্জার ট্রফিতে 26 বলে 36 রানের ইনিংস খেলেছিলেন রিচা ঘোষ ৷ মেরেছিলেন চারটি চার ও একটি ছয় ৷ বছর ষোলোর রিচা ঘোষ বিশ্বকাপে পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি ৷


একনজরে মহিলা টি-20 বিশ্বকাপের ভারতীয় দল
হরমনপ্রীত কউর (অধিনায়ক) , স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, বেদা কৃষ্ণমূর্তি, রিচা ঘোষ, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড, শিখা পাণ্ডে , পূজা বস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি ৷

মুম্বই, 12 জানুয়ারি : মহিলাদের আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করল BCCI ৷ অধিনায়কের দায়িত্বে থাকছেন হরমনপ্রীত কউর ৷ দলে বাংলার একমাত্র প্রতিনিধি রিচা ঘোষ ৷

আগামী 21 ফ্রেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে মহিলাদের টি-20 বিশ্বকাপ ৷ আন্তর্জাতিক ম্যাচে ভালো খেলার সুফল পেলেন শেফালি বর্মা ৷ প্রথমবার ICC-র বড় ইভেন্টে সুযোগ পেলেন 15 বছর বয়সি হরিয়ানার এই স্কুলছাত্রী ৷

সম্প্রতি উইমেন চ্যালেঞ্জার ট্রফিতে 26 বলে 36 রানের ইনিংস খেলেছিলেন রিচা ঘোষ ৷ মেরেছিলেন চারটি চার ও একটি ছয় ৷ বছর ষোলোর রিচা ঘোষ বিশ্বকাপে পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি ৷


একনজরে মহিলা টি-20 বিশ্বকাপের ভারতীয় দল
হরমনপ্রীত কউর (অধিনায়ক) , স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হারলিন দেওল, দীপ্তি শর্মা, বেদা কৃষ্ণমূর্তি, রিচা ঘোষ, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড, শিখা পাণ্ডে , পূজা বস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি ৷

Howrah (West Bengal), Jan 12 (ANI): Prime Minister Narendra Modi, at inauguration of 150th anniversary celebrations of Kolkata Port Trust, slammed the erstwhile Congress government for not implementing suggestions of Babasaheb and Syama Prasad Mookerjee. "It was unfortunate for the country that after Dr. Syama Prasad Mookerjee and Babasaheb Ambedkar resigned from the government, their suggestions were not implemented as they should have been," said PM Modi.
Last Updated : Jan 12, 2020, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.