ETV Bharat / sports

রোহিত 'রেকর্ড' শর্মা

ফের রেকর্ড রোহিত শর্মার । বিশ্বের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রথম ম্যাচে ওপেন করতে নেমে দুই ইনিংসেই শতরান হাঁকালেন রোহিত । প্রথম ইনিংসে 176-এর পর দ্বিতীয় ইনিংসে তাঁর স্কোর 127 ।

রোহিত শর্মা
author img

By

Published : Oct 5, 2019, 4:05 PM IST

Updated : Oct 5, 2019, 7:12 PM IST

বিশাখাপটনম, 5 অক্টোবর : ফের রেকর্ড রোহিত শর্মার । প্রথম ম্যাচে ওপেন করতে নেমে বিশ্বের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসেই শতরান হাঁকালেন রোহিত । প্রথম ইনিংসে 176-এর পর দ্বিতীয় ইনিংসে তাঁর স্কোর 127 ।

প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু হল দ্বিতীয় ইনিংস । রোহিত 'কুল' শর্মা হিটম্যানের ভূমিকাই নিলেন । শুরু থেকে ধুমধাড়াক্কা ব্যাটিং । ময়ঙ্ক আগরওয়াল শুরুতে আউট হলেও প্রভাব পড়তে দেননি রোহিত । পূজারা শুরুতে মন্থর ব্যাটিং করছিলেন । পরে তিনিও হাত খোলেন । তবে, রোহিত প্রথম থেকেই ফোর্থ গিয়ারে । বিশাখাপটনমের মাঠে রাবাডা, মহারাজদের বলে চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন ।

প্রথম ইনিংসে ভারত তোলে 502 রান । সৌজন্যে ময়ঙ্কের 215 ও রোহিতের 176 । জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে 431 রান । অশ্বিন নেন 7 উইকেট । 71 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ভারতীয় দল । ব্যক্তিগত 7 রানের মাথায় আউট হন ময়ঙ্ক । তারপরই শুরু হয় রোহিত-ঝড় । পূজারাকে সঙ্গে নিয়ে দুরন্ত খেলতে থাকেন হিটম্যান । ব্যক্তিগত 81 রান করে আউট হন পূজারা । এরপর সেঞ্চুরি পূরণ করেন রোহিত । ব্যক্তিগত 127 রান করে আউট হন তিনি । প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্টাম্প হন রোহিত । বোলার সেই কেশব মহারাজ ।

চলতি টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট 13টি ছক্কা হাঁকান রোহিত । ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একটি টেস্টে ম্যাচে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডও এল তাঁর দখলে । এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্টে মোট আটটি ছক্কা হাঁকিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু ।

বিশাখাপটনম, 5 অক্টোবর : ফের রেকর্ড রোহিত শর্মার । প্রথম ম্যাচে ওপেন করতে নেমে বিশ্বের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসেই শতরান হাঁকালেন রোহিত । প্রথম ইনিংসে 176-এর পর দ্বিতীয় ইনিংসে তাঁর স্কোর 127 ।

প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু হল দ্বিতীয় ইনিংস । রোহিত 'কুল' শর্মা হিটম্যানের ভূমিকাই নিলেন । শুরু থেকে ধুমধাড়াক্কা ব্যাটিং । ময়ঙ্ক আগরওয়াল শুরুতে আউট হলেও প্রভাব পড়তে দেননি রোহিত । পূজারা শুরুতে মন্থর ব্যাটিং করছিলেন । পরে তিনিও হাত খোলেন । তবে, রোহিত প্রথম থেকেই ফোর্থ গিয়ারে । বিশাখাপটনমের মাঠে রাবাডা, মহারাজদের বলে চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন ।

প্রথম ইনিংসে ভারত তোলে 502 রান । সৌজন্যে ময়ঙ্কের 215 ও রোহিতের 176 । জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তোলে 431 রান । অশ্বিন নেন 7 উইকেট । 71 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে ভারতীয় দল । ব্যক্তিগত 7 রানের মাথায় আউট হন ময়ঙ্ক । তারপরই শুরু হয় রোহিত-ঝড় । পূজারাকে সঙ্গে নিয়ে দুরন্ত খেলতে থাকেন হিটম্যান । ব্যক্তিগত 81 রান করে আউট হন পূজারা । এরপর সেঞ্চুরি পূরণ করেন রোহিত । ব্যক্তিগত 127 রান করে আউট হন তিনি । প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্টাম্প হন রোহিত । বোলার সেই কেশব মহারাজ ।

চলতি টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট 13টি ছক্কা হাঁকান রোহিত । ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একটি টেস্টে ম্যাচে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডও এল তাঁর দখলে । এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্টে মোট আটটি ছক্কা হাঁকিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু ।

Mumbai, Oct 05 (ANI): Bollywood actor John Abraham and actress Sunny Leone attended an event for cancer patients in Mumbai on October 04. Filmmaker Ramesh Sippy and actor Jackie Shroff were also present during the event. Actress Preeti Jhangiani also graced the occasion in a traditional outfit. A fashion show was conducted on this occasion. Several other Bollywood celebrities have marked their presence to support the cause. John was seen wearing white shirt with black blazer while, Sunny was looking gorgeous in a crop top paired with embellished skirt.
Last Updated : Oct 5, 2019, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.