ETV Bharat / sports

রাহুলের সেঞ্চুরি, 3-0 করতে কিউইদের করতে হবে 297

author img

By

Published : Feb 11, 2020, 8:10 AM IST

Updated : Feb 11, 2020, 12:08 PM IST

পরপর দুটো ম্যাচ হেরে হাতছাড়া হয়েছে একদিনের সিরিজ ৷ বে ওভালে শেষ একদিনের ম্যাচ এখন সম্মান রক্ষার লড়াই ৷

India vs NewZealand
টসে জিতে ফিল্ডিং বেছে নিলো কিউয়িরা

মাউন্ট মাউনগানুই, 11 ফেব্রুয়ারি: কিউয়িদের সামনে 297 রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত ৷ সিরিজ় আগেই হারিয়েছে বিরাট ব্রিগেড ৷ মঙ্গলবার শেষ ম্যাচ জিতে মুখ রক্ষা করতে চায় ভারত ৷ বে-ওভালে ম্যাচ জিততে হলে নিউজ়িল্যান্ডকে 296 রানের আগেই বেঁধে ফেলতে হবে বুমরা, সাইনি, চাহ্বালদের ৷

সিরিজ়ের প্রথম ম্যাচে প্রায় সাড়ে তিনশো রান তাড়া করে জিতেছিল নিউজ়িল্যান্ড ৷ তাই ব্ল্যাক ক্যাপসের কাছে 296 রান টপকে যাওয়া বড় বিষয় নয় ৷ সর্বোপরি চোট সারিয়ে নিয়মরক্ষার ম্যাচে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ রস টেলর, টম ল্যাথাম, মার্টিন গাপটিলরা ফর্মে রয়েছেন ৷ ফলে পূর্ণ শক্তি নিয়েই মেন ইন ব্লুকে চুনকাম করার লক্ষ্য নিয়ে নামবে কিউয়িরা ৷

ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করছেন শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল ৷ বে-ওভালে পাঁচ নম্বরে নামা রাহুল 113 বলে 112 রানের ইনিংস খেললেন ৷ চারে নেমে শ্রেয়াসও 62 রানের ইনিংস খেলে যান ৷ এই জুটিতে ওঠে 100 রান ৷ এদিনও ব্যর্থ ভারতের টপ অর্ডার ৷ খাতা খুলেই আউট হন মায়াঙ্ক আগরওয়াল (1) ৷ কিছুটা চেষ্টা চালান পৃথ্বী শ (40) ৷ ভরসা দিতে পারেনি অধিনায়ক বিরাট কোহলির ব্যাটও ৷ মাত্র 9 রান করে কাইলি জেমিসনের বলে সাজঘরে ফেরেন তিনি ৷ আজ কেদার যাদবের পরিবর্তে প্রথম একাদশে ছিলেন মণীশ পাণ্ডে ৷ 42 রানের অবদান রাখেন কর্ণাটকী ব্যাটসম্যান ৷ শেষমেশ 7 উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে 296 রান তুলেছে ভারত ৷

মাউন্ট মাউনগানুই, 11 ফেব্রুয়ারি: কিউয়িদের সামনে 297 রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত ৷ সিরিজ় আগেই হারিয়েছে বিরাট ব্রিগেড ৷ মঙ্গলবার শেষ ম্যাচ জিতে মুখ রক্ষা করতে চায় ভারত ৷ বে-ওভালে ম্যাচ জিততে হলে নিউজ়িল্যান্ডকে 296 রানের আগেই বেঁধে ফেলতে হবে বুমরা, সাইনি, চাহ্বালদের ৷

সিরিজ়ের প্রথম ম্যাচে প্রায় সাড়ে তিনশো রান তাড়া করে জিতেছিল নিউজ়িল্যান্ড ৷ তাই ব্ল্যাক ক্যাপসের কাছে 296 রান টপকে যাওয়া বড় বিষয় নয় ৷ সর্বোপরি চোট সারিয়ে নিয়মরক্ষার ম্যাচে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ রস টেলর, টম ল্যাথাম, মার্টিন গাপটিলরা ফর্মে রয়েছেন ৷ ফলে পূর্ণ শক্তি নিয়েই মেন ইন ব্লুকে চুনকাম করার লক্ষ্য নিয়ে নামবে কিউয়িরা ৷

ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করছেন শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল ৷ বে-ওভালে পাঁচ নম্বরে নামা রাহুল 113 বলে 112 রানের ইনিংস খেললেন ৷ চারে নেমে শ্রেয়াসও 62 রানের ইনিংস খেলে যান ৷ এই জুটিতে ওঠে 100 রান ৷ এদিনও ব্যর্থ ভারতের টপ অর্ডার ৷ খাতা খুলেই আউট হন মায়াঙ্ক আগরওয়াল (1) ৷ কিছুটা চেষ্টা চালান পৃথ্বী শ (40) ৷ ভরসা দিতে পারেনি অধিনায়ক বিরাট কোহলির ব্যাটও ৷ মাত্র 9 রান করে কাইলি জেমিসনের বলে সাজঘরে ফেরেন তিনি ৷ আজ কেদার যাদবের পরিবর্তে প্রথম একাদশে ছিলেন মণীশ পাণ্ডে ৷ 42 রানের অবদান রাখেন কর্ণাটকী ব্যাটসম্যান ৷ শেষমেশ 7 উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে 296 রান তুলেছে ভারত ৷


Mumbai, Feb 11 (ANI): Bollywood actors Kartik Aaryan and Sara Ali Khan were spotted at the airport in Mumbai. Sara looked stunning in her yellow salwar-kurta while Kartik wore white sweatshirt with blue denim. Both the actors are on promotional spree for upcoming film 'Love Aaj Kal' which will hit theatres on Feb 14. Actress Janhvi Kapoor was seen at Mumbai airport in white salwar-suit. She clicked pictures with her fans. Janhvi will be next seen in Karan Johar's multi-starrer film 'Takht'.

Last Updated : Feb 11, 2020, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.