মাউন্ট মাউনগানুই, 11 ফেব্রুয়ারি: কিউয়িদের সামনে 297 রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত ৷ সিরিজ় আগেই হারিয়েছে বিরাট ব্রিগেড ৷ মঙ্গলবার শেষ ম্যাচ জিতে মুখ রক্ষা করতে চায় ভারত ৷ বে-ওভালে ম্যাচ জিততে হলে নিউজ়িল্যান্ডকে 296 রানের আগেই বেঁধে ফেলতে হবে বুমরা, সাইনি, চাহ্বালদের ৷
সিরিজ়ের প্রথম ম্যাচে প্রায় সাড়ে তিনশো রান তাড়া করে জিতেছিল নিউজ়িল্যান্ড ৷ তাই ব্ল্যাক ক্যাপসের কাছে 296 রান টপকে যাওয়া বড় বিষয় নয় ৷ সর্বোপরি চোট সারিয়ে নিয়মরক্ষার ম্যাচে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ রস টেলর, টম ল্যাথাম, মার্টিন গাপটিলরা ফর্মে রয়েছেন ৷ ফলে পূর্ণ শক্তি নিয়েই মেন ইন ব্লুকে চুনকাম করার লক্ষ্য নিয়ে নামবে কিউয়িরা ৷
ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করছেন শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল ৷ বে-ওভালে পাঁচ নম্বরে নামা রাহুল 113 বলে 112 রানের ইনিংস খেললেন ৷ চারে নেমে শ্রেয়াসও 62 রানের ইনিংস খেলে যান ৷ এই জুটিতে ওঠে 100 রান ৷ এদিনও ব্যর্থ ভারতের টপ অর্ডার ৷ খাতা খুলেই আউট হন মায়াঙ্ক আগরওয়াল (1) ৷ কিছুটা চেষ্টা চালান পৃথ্বী শ (40) ৷ ভরসা দিতে পারেনি অধিনায়ক বিরাট কোহলির ব্যাটও ৷ মাত্র 9 রান করে কাইলি জেমিসনের বলে সাজঘরে ফেরেন তিনি ৷ আজ কেদার যাদবের পরিবর্তে প্রথম একাদশে ছিলেন মণীশ পাণ্ডে ৷ 42 রানের অবদান রাখেন কর্ণাটকী ব্যাটসম্যান ৷ শেষমেশ 7 উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে 296 রান তুলেছে ভারত ৷