ETV Bharat / sports

শামি-বুমরাদের লড়াই সত্ত্বে ক্রাইস্টচার্চে হোয়াইটওয়াশের আশঙ্কা - ক্রাইস্টচার্চে হোয়াইটওয়াশের রক্তচক্ষু ভারতের সামনে

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 90 রান তুলতে পেরেছেন পূজারা-পৃথ্বীরা ৷ হারিয়েছে ছয়টি উইকেট ৷ দেশের ব্যাটিং লাইন আপের কঙ্কালসার অবস্থা ফের ক্রিকেট বিশ্বের সামনে প্রকট ৷

india vs newzeland
নিউজ়িল্যান্ড
author img

By

Published : Mar 1, 2020, 7:56 PM IST

ক্রাইস্টচার্চ, 1 মার্চ : ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনটা গড়াল রোলার কোস্টারের মতো ৷ কখনও ভারত এগিয়ে রইল তো পরমুহূর্তেই কোহলিদের ব্যাকফুটে ঠেলল কিউয়িরা ৷ লড়াই চালানোর পথটা প্রশস্ত করে দিয়েছিল ভারতের বোলিং ব্রিগেড ৷ শামি-বুমরা-জাদেজাদের সৌজন্যে প্রথম ইনিংসে লিডও পায় ভারত ৷ তবুও দিনের শেষে হারের আশঙ্কা নিয়ে মাঠ ছাড়লেন বিরাটরা ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে দিনের শেষে 90 রান তুলতে পেরেছেন পূজারা-পৃথ্বীরা ৷ হারিয়েছে ছয়টি উইকেট ৷ দেশের ব্যাটিং লাইন আপের কঙ্কালসার অবস্থা ফের ক্রিকেট বিশ্বের সামনে প্রকট ৷

প্রথম ইনিংসে ভারতের 242 রানের জবাবে নিউজ়িল্যান্ড তোলে 235 রান ৷ মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজারা কিউয়িদের বেঁধে রাখে 235 রানে ৷ চারটি উইকেট নেন শামি ৷ তিনটি বুমরা ও দুটি জাদেজা ৷ ভারতকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসে দেশের বোলিং ব্রিগেড ৷ স্বল্প রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা ৷

দুই ওপেনারকে ফিরিয়ে ভারতকে ফের চাপে ফেলে দেয় কিউয়িরা ৷ দলীয় 8 রানে মায়াঙ্ক আগরওয়ালকে (3) ফেরান ট্রেন্ট বোল্ট ৷ বেশিক্ষণ টেকেননি অপর ওপেনার পৃথ্বী শ ৷ 14 রানে টিম সাউদির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুম্বইয়ের ব্যাটসম্যান ৷ 50 রানের গন্ডি পার হতেই ফেরেন কোহলি ৷ ভারতকে টানছিলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে ৷ 9 রানে ওয়াগনারের বলে আউট হন রাহানে ৷ সহ অধিনায়ক ফেরার পর বেশিক্ষণ টেকেননি পূজারাও ৷ বোল্টের ইন সুইংয়ে বোল্ড আউট হয়ে ফেরেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান ৷ রাহানে ফিরতেই ছয়নম্বরে উমেশ যাদবকে নামিয়ে দেওয়া হয় ৷ 1 রান করে বোল্টের শিকার হন উমেশ ৷ ছয় উইকেট হারিয়ে 90 রান তুলেছে ভারত ৷ ক্রিজে রয়েছেন হনুমা বিহারী (5) ও ঋষভ পন্থ (1) ৷

ক্রাইস্টচার্চ, 1 মার্চ : ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনটা গড়াল রোলার কোস্টারের মতো ৷ কখনও ভারত এগিয়ে রইল তো পরমুহূর্তেই কোহলিদের ব্যাকফুটে ঠেলল কিউয়িরা ৷ লড়াই চালানোর পথটা প্রশস্ত করে দিয়েছিল ভারতের বোলিং ব্রিগেড ৷ শামি-বুমরা-জাদেজাদের সৌজন্যে প্রথম ইনিংসে লিডও পায় ভারত ৷ তবুও দিনের শেষে হারের আশঙ্কা নিয়ে মাঠ ছাড়লেন বিরাটরা ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে দিনের শেষে 90 রান তুলতে পেরেছেন পূজারা-পৃথ্বীরা ৷ হারিয়েছে ছয়টি উইকেট ৷ দেশের ব্যাটিং লাইন আপের কঙ্কালসার অবস্থা ফের ক্রিকেট বিশ্বের সামনে প্রকট ৷

প্রথম ইনিংসে ভারতের 242 রানের জবাবে নিউজ়িল্যান্ড তোলে 235 রান ৷ মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজারা কিউয়িদের বেঁধে রাখে 235 রানে ৷ চারটি উইকেট নেন শামি ৷ তিনটি বুমরা ও দুটি জাদেজা ৷ ভারতকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসে দেশের বোলিং ব্রিগেড ৷ স্বল্প রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা ৷

দুই ওপেনারকে ফিরিয়ে ভারতকে ফের চাপে ফেলে দেয় কিউয়িরা ৷ দলীয় 8 রানে মায়াঙ্ক আগরওয়ালকে (3) ফেরান ট্রেন্ট বোল্ট ৷ বেশিক্ষণ টেকেননি অপর ওপেনার পৃথ্বী শ ৷ 14 রানে টিম সাউদির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুম্বইয়ের ব্যাটসম্যান ৷ 50 রানের গন্ডি পার হতেই ফেরেন কোহলি ৷ ভারতকে টানছিলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে ৷ 9 রানে ওয়াগনারের বলে আউট হন রাহানে ৷ সহ অধিনায়ক ফেরার পর বেশিক্ষণ টেকেননি পূজারাও ৷ বোল্টের ইন সুইংয়ে বোল্ড আউট হয়ে ফেরেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান ৷ রাহানে ফিরতেই ছয়নম্বরে উমেশ যাদবকে নামিয়ে দেওয়া হয় ৷ 1 রান করে বোল্টের শিকার হন উমেশ ৷ ছয় উইকেট হারিয়ে 90 রান তুলেছে ভারত ৷ ক্রিজে রয়েছেন হনুমা বিহারী (5) ও ঋষভ পন্থ (1) ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.