ধর্মশালা, 15 সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ ৷ সিরিজের প্রথম T-20 ম্যাচই ভেস্তে গেল ৷ ধর্মশালায় ভারতের সঙ্গে ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার ৷ কিন্তু তিন ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচটিই খেলা হল না আজ ৷ একটিও বল হয়নি ৷ গ্যালারিতে বসে থাকা দর্শকদের প্রার্থনা গেল বিফলে ৷ মুষলধারে বৃষ্টিতে রীতিমতো হতাশ পড়েন ক্রিকেট অনুরাগীরা ৷
কভারের উপরেও এতটা জল জমে যায়, কর্মী ডেকে পরিষ্কার করেও লাভ হয়নি ৷ অবিরাম বৃষ্টিতে টসের সময় পিছোতে থাকে ৷ শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান দর্শকরাই ৷
আজও সকাল থেকে আকাশের মুখ ভার ছিল ৷ আউটফিল্ডও জলে ভেজা ছিল ৷ আম্পায়াররা বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন ৷ নির্ধারিত সময়ের পরে প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে যায় ৷ কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ শুরু করা যায়নি ৷ জায়ান্ট স্ক্রিনে ঘোষণা করা হয় ম্যাচ বাতিলের কথা ৷
-
The rains continue and the match has officially been called off. See you in Chandigarh for the 2nd T20I #INDvSA pic.twitter.com/BjZ9Y7QAf2
— BCCI (@BCCI) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The rains continue and the match has officially been called off. See you in Chandigarh for the 2nd T20I #INDvSA pic.twitter.com/BjZ9Y7QAf2
— BCCI (@BCCI) September 15, 2019The rains continue and the match has officially been called off. See you in Chandigarh for the 2nd T20I #INDvSA pic.twitter.com/BjZ9Y7QAf2
— BCCI (@BCCI) September 15, 2019
প্রশ্ন উঠেছে, ম্যাচের স্থান নির্বাচন ঘিরেও ৷ বিশ্বকাপের পর এই প্রথমবার মুখোমুখি হওয়ার কথা দিল কুইন্টন ডি ককের দলের সঙ্গে ৷ আগামী বছর অস্ট্রেলিয়াতে T-20 বিশ্বকাপের আসর বসবে । তারই প্রস্তুতির জন্য 23টি ম্যাচের ব্যবস্থা করেছিল BCCI । ধর্মশালার ম্যাচ ভেস্তে যাওয়ায় আরও 22টি ম্যাচ পাবে ভারত । আগামী বুধবার মোহালিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় T-20 খেলতে নামবেন বিরাট কোহালিরা ৷