ETV Bharat / sports

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম T-20 - ক্রিকেট

অবিরাম বৃষ্টিতে টসের সময় পিছোতে থাকে ৷ শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান দর্শকরাই ৷

বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম T-20
author img

By

Published : Sep 15, 2019, 11:03 PM IST

ধর্মশালা, 15 সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ ৷ সিরিজের প্রথম T-20 ম্যাচই ভেস্তে গেল ৷ ধর্মশালায় ভারতের সঙ্গে ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার ৷ কিন্তু তিন ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচটিই খেলা হল না আজ ৷ একটিও বল হয়নি ৷ গ্যালারিতে বসে থাকা দর্শকদের প্রার্থনা গেল বিফলে ৷ মুষলধারে বৃষ্টিতে রীতিমতো হতাশ পড়েন ক্রিকেট অনুরাগীরা ৷

কভারের উপরেও এতটা জল জমে যায়, কর্মী ডেকে পরিষ্কার করেও লাভ হয়নি ৷ অবিরাম বৃষ্টিতে টসের সময় পিছোতে থাকে ৷ শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান দর্শকরাই ৷

আজও সকাল থেকে আকাশের মুখ ভার ছিল ৷ আউটফিল্ডও জলে ভেজা ছিল ৷ আম্পায়াররা বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন ৷ নির্ধারিত সময়ের পরে প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে যায় ৷ কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ শুরু করা যায়নি ৷ জায়ান্ট স্ক্রিনে ঘোষণা করা হয় ম্যাচ বাতিলের কথা ৷

প্রশ্ন উঠেছে, ম্যাচের স্থান নির্বাচন ঘিরেও ৷ বিশ্বকাপের পর এই প্রথমবার মুখোমুখি হওয়ার কথা দিল কুইন্টন ডি ককের দলের সঙ্গে ৷ আগামী বছর অস্ট্রেলিয়াতে T-20 বিশ্বকাপের আসর বসবে । তারই প্রস্তুতির জন্য 23টি ম্যাচের ব্যবস্থা করেছিল BCCI । ধর্মশালার ম্যাচ ভেস্তে যাওয়ায় আরও 22টি ম্যাচ পাবে ভারত । আগামী বুধবার মোহালিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় T-20 খেলতে নামবেন বিরাট কোহালিরা ৷

ধর্মশালা, 15 সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ ৷ সিরিজের প্রথম T-20 ম্যাচই ভেস্তে গেল ৷ ধর্মশালায় ভারতের সঙ্গে ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার ৷ কিন্তু তিন ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচটিই খেলা হল না আজ ৷ একটিও বল হয়নি ৷ গ্যালারিতে বসে থাকা দর্শকদের প্রার্থনা গেল বিফলে ৷ মুষলধারে বৃষ্টিতে রীতিমতো হতাশ পড়েন ক্রিকেট অনুরাগীরা ৷

কভারের উপরেও এতটা জল জমে যায়, কর্মী ডেকে পরিষ্কার করেও লাভ হয়নি ৷ অবিরাম বৃষ্টিতে টসের সময় পিছোতে থাকে ৷ শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান দর্শকরাই ৷

আজও সকাল থেকে আকাশের মুখ ভার ছিল ৷ আউটফিল্ডও জলে ভেজা ছিল ৷ আম্পায়াররা বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন ৷ নির্ধারিত সময়ের পরে প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে যায় ৷ কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ শুরু করা যায়নি ৷ জায়ান্ট স্ক্রিনে ঘোষণা করা হয় ম্যাচ বাতিলের কথা ৷

প্রশ্ন উঠেছে, ম্যাচের স্থান নির্বাচন ঘিরেও ৷ বিশ্বকাপের পর এই প্রথমবার মুখোমুখি হওয়ার কথা দিল কুইন্টন ডি ককের দলের সঙ্গে ৷ আগামী বছর অস্ট্রেলিয়াতে T-20 বিশ্বকাপের আসর বসবে । তারই প্রস্তুতির জন্য 23টি ম্যাচের ব্যবস্থা করেছিল BCCI । ধর্মশালার ম্যাচ ভেস্তে যাওয়ায় আরও 22টি ম্যাচ পাবে ভারত । আগামী বুধবার মোহালিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় T-20 খেলতে নামবেন বিরাট কোহালিরা ৷

Chennai, Sep 15 (ANI): Rajiv Gandhi assassination case convict, Nalini was sent back to women's prison in Vellore, on September 15. Nalini was out on parole for 51 days. Madras High Court had granted her parole to make arrangements for her daughter's marriage.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.