ETV Bharat / sports

ধাক্কা খেলেন মনোহর, ICC-র সর্বোচ্চ পদে বসছেন কলিন গ্রেভসই - ধাক্কা খেলেন মনোহর, ICC-র সর্বোচ্চ পদে বসছেন কলিন গ্রেভসই

মেয়াদ শেষ হলেও কোরোনার কারণে বোর্ড মিটিং না হওয়ায় এখনও ICC-র চেয়ারম্যান পদে রয়েছেন শশাঙ্ক মনোহর । তারপরই মনোহরের জায়গায় দায়িত্ব নেবেন বর্তমান ECB চেয়ারম্যান কলিন গ্রেভস । কিন্তু তার আগে গ্রেভসের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন শশাঙ্ক ।

Manohar
Manohar
author img

By

Published : May 25, 2020, 8:16 PM IST

দুবাই, 25 মে: কোরোনার মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় চেয়ারম্যান পদের নির্বাচন নিয়ে বেশ সরগরম ক্রিকেট দুনিয়া । শশাঙ্ক মনোহরের পর ECB চেয়ারম্যান কলিন গ্রেভসকে চেয়ারম্যান পদের জন্য মেনে নিয়েছে সবকটি ক্রিকেট বোর্ড । কিন্তু মনোহরের একটি দাবিতে ICC-র সর্বোচ্চ পদে গ্রেভসের বসা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল । যদিও ICC চেয়ারম্যানের সেই দাবি নস্যাৎ করে দিয়েছে এথিক্স অফিসার । ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান পদে কলিন গ্রেভসের বসা শুধু সময়ের অপেক্ষা ।

মেয়াদ শেষ হলেও কোরোনার কারণে বোর্ড মিটিং না হওয়ায় এখনও ICC-র চেয়ারম্যান পদে রয়েছেন শশাঙ্ক মনোহর । তারপরই মনোহরের জায়গায় দায়িত্ব নেবেন বর্তমান ECB চেয়ারম্যান কলিন গ্রেভস । কিন্তু তার আগে গ্রেভসের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন শশাঙ্ক । তাঁর বিশ্বাস, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মধ্যে যে টাকাপয়সার লেনদেন হয়েছে তা ICC নির্বাচনকে ঘিরেই হয়েছে । যদিও তাঁর এই দাবি মানতে চাননি এথিক্স অফিসার । গত 30 এপ্রিল চেয়ারম্যানের হয়ে ICC জেনারেল কাউন্সিল ও কোম্পানি সেক্রেটারির পাঠানো চিঠিতে এথিক্স অফিসারের সামনে ECB এবং CWI-এর মধ্যে লোন দেওয়া নেওয়ার বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছিলেন মনোহর । কিন্তু তাঁর দাবি খারিজ করে এথিক্স অফিসার জানিয়ে দিয়েছে, ওই টাকার লেনদেনের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই । তিনি বলেছেন, "এই চিঠিতে লেখা সমস্ত তথ্য দেখার পর আমি নিশ্চিত যে কারও দ্বারা কোনওভাবেই নিয়মভঙ্গ হয়নি ।"

কলিন গ্রেভস
কলিন গ্রেভস

পথের কাঁটা সরানোর জন্যই এই অভিযোগ । এই ঘটনার পর অন্তত তেমনই মত অতীতে শশাঙ্ক মনোহরের সঙ্গে কাজ করা BCCI-এর এক প্রাক্তন আধিকারিকের । তিনি বলেছেন, "প্রতিদ্বন্দ্বীকে সরানোর চেষ্টা ছাড়া আর কিছু নয় । এবার গ্রেভসের ICC চেয়ারম্যান হওয়ার পথ পরিষ্কার । যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন দক্ষ প্রশাসকের প্রয়োজন ছিল তখন তিনি ICC-র দিকে ঝুঁকেছিলেন । কলিনের প্রতি অভিযোগের একটাই কারণ, ও মনোহরের প্রতিদ্বন্দ্বী । আমার অন্তত সেরকমই মনে হয় ।"

দুবাই, 25 মে: কোরোনার মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় চেয়ারম্যান পদের নির্বাচন নিয়ে বেশ সরগরম ক্রিকেট দুনিয়া । শশাঙ্ক মনোহরের পর ECB চেয়ারম্যান কলিন গ্রেভসকে চেয়ারম্যান পদের জন্য মেনে নিয়েছে সবকটি ক্রিকেট বোর্ড । কিন্তু মনোহরের একটি দাবিতে ICC-র সর্বোচ্চ পদে গ্রেভসের বসা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল । যদিও ICC চেয়ারম্যানের সেই দাবি নস্যাৎ করে দিয়েছে এথিক্স অফিসার । ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান পদে কলিন গ্রেভসের বসা শুধু সময়ের অপেক্ষা ।

মেয়াদ শেষ হলেও কোরোনার কারণে বোর্ড মিটিং না হওয়ায় এখনও ICC-র চেয়ারম্যান পদে রয়েছেন শশাঙ্ক মনোহর । তারপরই মনোহরের জায়গায় দায়িত্ব নেবেন বর্তমান ECB চেয়ারম্যান কলিন গ্রেভস । কিন্তু তার আগে গ্রেভসের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন শশাঙ্ক । তাঁর বিশ্বাস, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মধ্যে যে টাকাপয়সার লেনদেন হয়েছে তা ICC নির্বাচনকে ঘিরেই হয়েছে । যদিও তাঁর এই দাবি মানতে চাননি এথিক্স অফিসার । গত 30 এপ্রিল চেয়ারম্যানের হয়ে ICC জেনারেল কাউন্সিল ও কোম্পানি সেক্রেটারির পাঠানো চিঠিতে এথিক্স অফিসারের সামনে ECB এবং CWI-এর মধ্যে লোন দেওয়া নেওয়ার বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছিলেন মনোহর । কিন্তু তাঁর দাবি খারিজ করে এথিক্স অফিসার জানিয়ে দিয়েছে, ওই টাকার লেনদেনের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই । তিনি বলেছেন, "এই চিঠিতে লেখা সমস্ত তথ্য দেখার পর আমি নিশ্চিত যে কারও দ্বারা কোনওভাবেই নিয়মভঙ্গ হয়নি ।"

কলিন গ্রেভস
কলিন গ্রেভস

পথের কাঁটা সরানোর জন্যই এই অভিযোগ । এই ঘটনার পর অন্তত তেমনই মত অতীতে শশাঙ্ক মনোহরের সঙ্গে কাজ করা BCCI-এর এক প্রাক্তন আধিকারিকের । তিনি বলেছেন, "প্রতিদ্বন্দ্বীকে সরানোর চেষ্টা ছাড়া আর কিছু নয় । এবার গ্রেভসের ICC চেয়ারম্যান হওয়ার পথ পরিষ্কার । যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন দক্ষ প্রশাসকের প্রয়োজন ছিল তখন তিনি ICC-র দিকে ঝুঁকেছিলেন । কলিনের প্রতি অভিযোগের একটাই কারণ, ও মনোহরের প্রতিদ্বন্দ্বী । আমার অন্তত সেরকমই মনে হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.