ETV Bharat / sports

"সুস্থ হচ্ছি", অনুরাগীদের আশ্বস্ত করলেন আফ্রিদি

author img

By

Published : Jun 18, 2020, 12:40 PM IST

সুস্থ হওয়ার দিকেই এগোচ্ছেন তিনি ৷ আশ্বস্ত করলেন কোরোনায় আক্রান্ত প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদি ৷

"সুস্থ হচ্ছি", অনুরাগীদের আশ্বস্ত করলেন আফ্রিদি
"সুস্থ হচ্ছি", অনুরাগীদের আশ্বস্ত করলেন আফ্রিদি

লাহোর, 18 জুন: কোরোনায় আক্রান্ত প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির অবস্থা সংকটজনক ৷ তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে এমনটাই ছড়িয়ে পড়েছিল ৷ অবশেষে নিজেই জানিয়ে দিলেন, সুস্থ হওয়ার পথেই এগোচ্ছেন তিনি ৷

গুজব থামাতে ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন আফ্রিদি ৷ বলেন, "আমার শারীরিক অবস্থা নিয়ে কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় নানারকম গুজব ছড়াচ্ছে ৷ সেই উদ্দেশ্যেই এই ভিডিয়ো তৈরি করা ৷ প্রথম দু-তিনটে দিন আমার জন্য খুব কঠিন ছিল ৷ কিন্তু ধীরে ধীরে আমার শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ ক্রমশ সুস্থ হওয়ার দিকে এগোচ্ছি ৷" তিনি আরও বলেন, "এই অবস্থায় আমার সন্তানদের দেখাশোনা করতে পারছি না ৷ ওদের জড়িয়ে ধরতে পারছি না ৷ এটাই সবচেয়ে বড় সমস্যা ৷ ওদের খুব মিস করছি ৷ নিরাপত্তার কারণে দূরত্ব বজায় রেখে আশপাশের মানুষদের সুরক্ষিত রাখাটা প্রয়োজন ৷ এই নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই ৷"

পাকিস্তানেও কোরোনা পরিস্থিতি খুব একটা ভালো নয় ৷ এই কঠিন সময়ে দুস্থদের সাহায্যের উদ্দেশে প্রচুর জায়গায় ঘুরতে হয়েছে শাহিদ আফ্রিদিকে ৷ সেখান থেকেই যে তিনি সংক্রমিত হয়েছেন তা বুঝতে পারছেন ৷ যদিও সংক্রমণ ধরা পড়ার আগে অনেকের সাহায্য করতে পেরেছেন এতেই স্বস্তিবোধ করছেন আফ্রিদি ৷ তাঁর কথায়, "সমাজসেবার জন্য আমাকে প্রচুর জায়গায় ঘুরতে হয়েছে ৷ সংক্রমণ যে সেখান থেকেই হয়েছে তাতে কোনও সন্দেহ নেই ৷ তবে ভাগ্য ভালো যে অনেক পরে আমার সংক্রমণ ধরা পড়েছে ৷ তার আগে আমি প্রচুর মানুষের সাহায্য করতে পেরেছি ৷"

গত সপ্তাহে টুইট করে নিজেই কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন আফ্রিদি ৷ গোটা ক্রিকেট জগত তাঁর আরোগ্য কামনা করেছে ৷

লাহোর, 18 জুন: কোরোনায় আক্রান্ত প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির অবস্থা সংকটজনক ৷ তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে এমনটাই ছড়িয়ে পড়েছিল ৷ অবশেষে নিজেই জানিয়ে দিলেন, সুস্থ হওয়ার পথেই এগোচ্ছেন তিনি ৷

গুজব থামাতে ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন আফ্রিদি ৷ বলেন, "আমার শারীরিক অবস্থা নিয়ে কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় নানারকম গুজব ছড়াচ্ছে ৷ সেই উদ্দেশ্যেই এই ভিডিয়ো তৈরি করা ৷ প্রথম দু-তিনটে দিন আমার জন্য খুব কঠিন ছিল ৷ কিন্তু ধীরে ধীরে আমার শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে ৷ ক্রমশ সুস্থ হওয়ার দিকে এগোচ্ছি ৷" তিনি আরও বলেন, "এই অবস্থায় আমার সন্তানদের দেখাশোনা করতে পারছি না ৷ ওদের জড়িয়ে ধরতে পারছি না ৷ এটাই সবচেয়ে বড় সমস্যা ৷ ওদের খুব মিস করছি ৷ নিরাপত্তার কারণে দূরত্ব বজায় রেখে আশপাশের মানুষদের সুরক্ষিত রাখাটা প্রয়োজন ৷ এই নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই ৷"

পাকিস্তানেও কোরোনা পরিস্থিতি খুব একটা ভালো নয় ৷ এই কঠিন সময়ে দুস্থদের সাহায্যের উদ্দেশে প্রচুর জায়গায় ঘুরতে হয়েছে শাহিদ আফ্রিদিকে ৷ সেখান থেকেই যে তিনি সংক্রমিত হয়েছেন তা বুঝতে পারছেন ৷ যদিও সংক্রমণ ধরা পড়ার আগে অনেকের সাহায্য করতে পেরেছেন এতেই স্বস্তিবোধ করছেন আফ্রিদি ৷ তাঁর কথায়, "সমাজসেবার জন্য আমাকে প্রচুর জায়গায় ঘুরতে হয়েছে ৷ সংক্রমণ যে সেখান থেকেই হয়েছে তাতে কোনও সন্দেহ নেই ৷ তবে ভাগ্য ভালো যে অনেক পরে আমার সংক্রমণ ধরা পড়েছে ৷ তার আগে আমি প্রচুর মানুষের সাহায্য করতে পেরেছি ৷"

গত সপ্তাহে টুইট করে নিজেই কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন আফ্রিদি ৷ গোটা ক্রিকেট জগত তাঁর আরোগ্য কামনা করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.