ETV Bharat / sports

ওয়ানডের পর টেস্ট থেকেও ছিটকে গেলেন হার্দিক

চোটের কারণে এবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকেও ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া ৷

image
হার্দিক পাণ্ডিয়া
author img

By

Published : Feb 1, 2020, 11:48 PM IST

মুম্বই, 1 ফ্রেব্রুয়ারি : ফের জাতীয় দল থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া ৷ চোটের কারণে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়েও দলে ছিলেন না তিনি ৷ শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একথা জানিয়ে দেওয়া হয় ৷

BCCI আরও জানান, হার্দিক এই মুহূর্তে লন্ডনে আছেন ৷ এরপর তাঁকে রিহ্যাবের জন্য ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বা NCA-তে পাঠানো হবে ৷ সেখানেই তাঁর ফিটনেস ফিরে পাওয়া পর্যন্ত থাকতে হবে হার্দিককে ৷

BCCI -এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, NCA-এর ফিজিও আশিসকৌশিক হার্দিকের সঙ্গে লন্ডনে গিয়েছেন ৷ সেখানে স্পাইনাল সার্জেন ডঃ জেমস অ্যালিবোনের কাছে হার্দিকের চোটের পরীক্ষা করা হবে ৷

ভারত ও নিউজ়িল্যান্ডের মধ্যে দুটি টেস্ট ম্যাচ হবে ৷ আগামী 21 ফ্রেব্রুয়ারি থেক শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ড প্রথম টেস্ট ৷ এই টেস্ট ম্যাচগুলি ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ৷ 7 ম্যাচ খেলে 7টি তেই জয় তুলে নিয়ে 360 পয়েন্ট নিয়ে ভারত আপাতত পয়েন্ট টেবিলের সবার উপরে আছে ৷

মুম্বই, 1 ফ্রেব্রুয়ারি : ফের জাতীয় দল থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া ৷ চোটের কারণে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়েও দলে ছিলেন না তিনি ৷ শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একথা জানিয়ে দেওয়া হয় ৷

BCCI আরও জানান, হার্দিক এই মুহূর্তে লন্ডনে আছেন ৷ এরপর তাঁকে রিহ্যাবের জন্য ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বা NCA-তে পাঠানো হবে ৷ সেখানেই তাঁর ফিটনেস ফিরে পাওয়া পর্যন্ত থাকতে হবে হার্দিককে ৷

BCCI -এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, NCA-এর ফিজিও আশিসকৌশিক হার্দিকের সঙ্গে লন্ডনে গিয়েছেন ৷ সেখানে স্পাইনাল সার্জেন ডঃ জেমস অ্যালিবোনের কাছে হার্দিকের চোটের পরীক্ষা করা হবে ৷

ভারত ও নিউজ়িল্যান্ডের মধ্যে দুটি টেস্ট ম্যাচ হবে ৷ আগামী 21 ফ্রেব্রুয়ারি থেক শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ড প্রথম টেস্ট ৷ এই টেস্ট ম্যাচগুলি ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ৷ 7 ম্যাচ খেলে 7টি তেই জয় তুলে নিয়ে 360 পয়েন্ট নিয়ে ভারত আপাতত পয়েন্ট টেবিলের সবার উপরে আছে ৷

New Delhi, Feb 01 (ANI): Minister of State for Finance, Anurag Thakur, offered prayers at his residence, ahead of the presentation of the Union Budget 2020-21 in the Parliament on Feb 01. PM Modi-led government will present its first full budget after taking charge for second consecutive term.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.