ETV Bharat / sports

IPL-র প্রথম শিকার ধাওয়ান, আপ্লুত বাংলার শাহবাজ

author img

By

Published : Nov 3, 2020, 6:16 PM IST

দিল্লির বিরুদ্ধে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন শাহবাজ । 4 ওভারে দিলেন 26 রান । তুললেন 2টি উইকেট ।

IPL-এর  প্রথম শিকার ধাওয়ান, আপ্লুত বাংলার শাহবাজ
IPL-এর প্রথম শিকার ধাওয়ান, আপ্লুত বাংলার শাহবাজ

আবু ধাবি, 3 নভেম্বর : গত মরশুমে রণজি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে চমকে দিয়েছিলেন । IPL-এ পাওয়া সীমিত সুযোগেই নজর কাড়লেন বাংলার হয়ে খেলা শাহবাজ আহমেদ । সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 6 উইকেটে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । দল হারলেও সুযোগের সদ্ব্যবহার করেছেন শাহবাজ । মাঠে নামার সুযোগ পেয়ে 2টি উইকেট তুলে নেন তিনি । তার মধ্যে রয়েছে শিখর ধাওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট ।

বাংলার ক্রিকেটারদের মধ্যে চলতি IPL-এ নজর কেড়েছেন ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি । বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে নিয়েও অগাধ আশা ছিল বঙ্গ ক্রিকেটপ্রেমীদের । কিন্তু মাঠে নামার তেমন সুযোগই পাচ্ছিলেন না শাহবাজ । মূলত বাঁ হাতি স্পিনার হলেও ব্যাট হাতেও বেশ স্বচ্ছন্দ । ঘরোয়া ক্রিকেটেই তার ঝলক দেখিয়েছেন । সোমবারের দিল্লি ম্যাচের আগে RCB-র হয়ে একবারই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন । রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে কোনও উইকেট পাননি । দিল্লির বিরুদ্ধে সুযোগ পেতেই নিজেকে প্রমাণ করলেন তিনি । নিজের কোটার 4 ওভারে দিলেন 26 রান । তুললেন 2টি উইকেট । তার মধ্যে একটি উইকেট জাতীয় দলের ওপেনার শিখর ধাওয়ানের । অন্যটি দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ারের ।

শাহবাজের IPL-এর প্রথম শিকার শিখর ধাওয়ান । তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারলেও দিনটি শাহবাজের জন্য ছিল বেশ স্পেশাল । ম্যাচের পর তিনি বলেছেন, "IPL-এর আগে হওয়া অনুশীলন ক্যাম্প আমাকে খুব সাহায্য করেছে । আর IPL-এর প্রথম উইকেটটাই শিখর ধাওয়ানের হওয়ায় অনুভূতিটাও স্পেশাল ।"

হারলেও প্লে অফে পা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । লিগ পর্বের শেষ ম্যাচে যেরকম পারফর্ম করলেন তাতে কোয়ালিফায়ারে শাহবাজকে বাদ দিতে দু'বার ভাববে ব্যাঙ্গালোর ম্যানেজমেন্ট ।

আবু ধাবি, 3 নভেম্বর : গত মরশুমে রণজি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে চমকে দিয়েছিলেন । IPL-এ পাওয়া সীমিত সুযোগেই নজর কাড়লেন বাংলার হয়ে খেলা শাহবাজ আহমেদ । সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 6 উইকেটে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । দল হারলেও সুযোগের সদ্ব্যবহার করেছেন শাহবাজ । মাঠে নামার সুযোগ পেয়ে 2টি উইকেট তুলে নেন তিনি । তার মধ্যে রয়েছে শিখর ধাওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট ।

বাংলার ক্রিকেটারদের মধ্যে চলতি IPL-এ নজর কেড়েছেন ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি । বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে নিয়েও অগাধ আশা ছিল বঙ্গ ক্রিকেটপ্রেমীদের । কিন্তু মাঠে নামার তেমন সুযোগই পাচ্ছিলেন না শাহবাজ । মূলত বাঁ হাতি স্পিনার হলেও ব্যাট হাতেও বেশ স্বচ্ছন্দ । ঘরোয়া ক্রিকেটেই তার ঝলক দেখিয়েছেন । সোমবারের দিল্লি ম্যাচের আগে RCB-র হয়ে একবারই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন । রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে কোনও উইকেট পাননি । দিল্লির বিরুদ্ধে সুযোগ পেতেই নিজেকে প্রমাণ করলেন তিনি । নিজের কোটার 4 ওভারে দিলেন 26 রান । তুললেন 2টি উইকেট । তার মধ্যে একটি উইকেট জাতীয় দলের ওপেনার শিখর ধাওয়ানের । অন্যটি দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ারের ।

শাহবাজের IPL-এর প্রথম শিকার শিখর ধাওয়ান । তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারলেও দিনটি শাহবাজের জন্য ছিল বেশ স্পেশাল । ম্যাচের পর তিনি বলেছেন, "IPL-এর আগে হওয়া অনুশীলন ক্যাম্প আমাকে খুব সাহায্য করেছে । আর IPL-এর প্রথম উইকেটটাই শিখর ধাওয়ানের হওয়ায় অনুভূতিটাও স্পেশাল ।"

হারলেও প্লে অফে পা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । লিগ পর্বের শেষ ম্যাচে যেরকম পারফর্ম করলেন তাতে কোয়ালিফায়ারে শাহবাজকে বাদ দিতে দু'বার ভাববে ব্যাঙ্গালোর ম্যানেজমেন্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.