দুবাই, 5 অগাস্ট: ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হল নো বলের নতুন যুগ ৷ এখন থেকে ফ্রন্ট ফুট নো বলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন না মাঠ আম্পায়ার ৷ সেই দায়িত্ব থাকবে তৃতীয় আম্পায়ারের উপর ৷ ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ম্যাচ দিয়েই শুরু হয়েছে এই নিয়ম ৷
কীভাবে নেওয়া হবে এই সিদ্ধান্ত ? বোলার ওভারস্টেপিং করলে টিভি রিপ্লেতে দেখে সঙ্গে সঙ্গে তা মাঠ আম্পায়ারকে জানিয়ে দেওয়া হবে ৷ মাঠে অনেক সময়ই আম্পায়ারের চোখ এড়িয়ে যায় ওভারস্টেপিং ৷ এই নিয়ে অনেক বিতর্কও হয়েছে ৷ সম্প্রতি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজ়েও এমনটা দেখা গেছে ৷ তাই ফ্রন্ট ফুট নো বলের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চালাচ্ছিল ICC ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে,"ফ্রন্ট ফুট নো বলে প্রযুক্তির ব্যবহার হবে ৷ ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ় দিয়েই শুরু হচ্ছে নতুন নিয়ম ৷ ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে এর ব্যবহার হবে কি না সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে ৷"
-
Front foot no ball technology to be used in ICC World Test Championship series featuring England and Pakistan, with the support of both teams. Performance of the technology in these Tests will be reviewed before any decisions taken on its future use in Test cricket. pic.twitter.com/9j9N9Jows2
— ICC Media (@ICCMediaComms) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Front foot no ball technology to be used in ICC World Test Championship series featuring England and Pakistan, with the support of both teams. Performance of the technology in these Tests will be reviewed before any decisions taken on its future use in Test cricket. pic.twitter.com/9j9N9Jows2
— ICC Media (@ICCMediaComms) August 5, 2020Front foot no ball technology to be used in ICC World Test Championship series featuring England and Pakistan, with the support of both teams. Performance of the technology in these Tests will be reviewed before any decisions taken on its future use in Test cricket. pic.twitter.com/9j9N9Jows2
— ICC Media (@ICCMediaComms) August 5, 2020
ওয়ান ডে ফরম্যাটে আগেই ফ্রন্ট ফুট নো বল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে ৷ চলতি বছরে টি-20 বিশ্বকাপেও এই নিয়মের ব্যবহার হয়েছে ৷ যদিও পরীক্ষামূলকভাবেই এর ব্যবহার হয়েছে ৷ টি-20 বিশ্বকাপে ফ্রন্ট ফুট নো বল প্রযুক্তির ব্যবহার সফল হওয়ায় খুশি ICC ৷ এবার টেস্টেও পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার করে দেখে নিতে চাইছে ICC ৷