ম্যাঞ্চেস্টার, 23 জুলাই : ইংল্যান্ডের 14 জনের দলে ফিরলেন জোফ্রে আর্চার ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ টেস্টের জন্য 14 সদস্যের ফাইনাল দল ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ আগামীকাল থেকে কোরোনা পরবর্তী প্রথম সিরিজ় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন জো রুটের ইংল্যান্ড ৷
কোরোনা পরবর্তী প্রথম ক্রিকেট সিরিজ়ের বায়ো সিকিয়র প্রটোকল ভাঙেন জোফ্রে আর্চার ৷ তারপরই দ্বিতীয় টেস্টে দলে জায়গা পাননি ইংল্যান্ডের 25 বছরের অন্যতম সেরা বোলার ৷ সাউদাম্পটনে প্রথম ম্যাচ শেষ হওয়ার পর নিজের বাড়ি যান আর্চার ৷ তৃতীয় টেস্টে তাঁর দলে অন্তর্ভুক্তি নিয়েও সন্দেহ দেখা যায় ৷ তিনি নিজেই জানিয়েছিলেন, মানসিকভাবে তৃতীয় টেস্ট খেলার জায়গায় নেই ৷ কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাঁকে 14 জনের দলে রেখেছেন ৷
আরও পড়ুন :-যখন "কুল" থাকেননি ক্যাপ্টেন ধোনি
তিনি ম্যাচের টেস্ট সিরিজ়ে প্রথম ম্যাচে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ় ৷ দ্বিতীয় ম্যাচে দলে ফেরেন অধিনায়ক জো রুট ৷ দ্বিতীয় ম্যাচে পরিচিত ইংল্যান্ডকে পাওয়া যায় ৷ ওপেনার সিবলে ও অলরাউন্ডার বেন স্টোকস শতরান করেন ৷ দুরন্ত বোলিং করেন ব্রড ৷ দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের 113 রানে হারিয়ে সিরিজ় সমতায় ফেরে ব্রিটিশরা ৷ আগামীকাল থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ৷