ETV Bharat / sports

লাদাখ সমস্যার প্রভাব পড়তে পারে IPL-এ

ভারত-চিন সীমান্ত সমস্যার প্রভাব পড়তে পারে ভারতীয় ক্রিকেটে ৷ কারণ লাদাখে 20 জন জওয়ানের মৃত্যুর পরই চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে ৷

IPL-এ পড়তে পারে লাদাখ সমস্যার প্রভাব
IPL-এ পড়তে পারে লাদাখ সমস্যার প্রভাব
author img

By

Published : Jun 18, 2020, 1:31 PM IST

দিল্লি, 18 জুন: এবছর IPL আয়োজনে বড় ধাক্কা খেতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ কারণ ভারত-চিন সীমান্ত সমস্যার প্রভাব পড়তে পারে ভারতীয় ক্রিকেটে ৷ বিশেষ করে IPL-এ ৷

গালওয়ান ভ্যালিতে চিনা সেনার হামলায় নিহত হয়েছেন 20 ভারতীয় জওয়ান ৷ তারপর থেকেই ফুঁসছে গোটা দেশ ৷ দেশ জুড়ে চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে ৷ টুইটারে ট্রেন্ডিং #HindiCheeniByeBye, #BharatVsChina ৷ আর এতেই মনে হচ্ছে যে দুই দেশের মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়তে পারে চলতি বছরের IPL-এ ৷ IPL-এর টাইটেল স্পনসর একটি চিনা স্মার্টফোন কম্পানি ৷ এখানেই শেষ নয় ৷ টুর্নামেন্ট চলাকালীন এই কম্পানি সবচেয়ে বেশি বিজ্ঞাপন দিয়ে থাকে ৷ 2 হাজার 199 কোটি টাকার বিনিময়ে 2018 সালে এই চিনা মোবাইল সংস্থার সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে ৷ যদিও কোরোনা সংক্রমণের জেরে এবছর এখনও পর্যন্ত IPL অনুষ্ঠিত হয়নি ৷ তবুও এই সমস্যার মধ্যে IPL-এর টাইটেল স্পনসরকে নিয়ে অস্বস্তিতে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷

চলতি বছরে IPL আয়োজনের সবরকম চেষ্টা চালাচ্ছে BCCI ৷ ইতিমধ্যেই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্য সংস্থাগুলিকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন ৷ তার মধ্যেই সীমান্ত সমস্যা ও দেশবাসীর চিনা পণ্য বয়কটের ডাক ভারতীয় বোর্ডকে ভাবতে বাধ্য করবে বলে মনে করছেন অনেকে ৷

দিল্লি, 18 জুন: এবছর IPL আয়োজনে বড় ধাক্কা খেতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ কারণ ভারত-চিন সীমান্ত সমস্যার প্রভাব পড়তে পারে ভারতীয় ক্রিকেটে ৷ বিশেষ করে IPL-এ ৷

গালওয়ান ভ্যালিতে চিনা সেনার হামলায় নিহত হয়েছেন 20 ভারতীয় জওয়ান ৷ তারপর থেকেই ফুঁসছে গোটা দেশ ৷ দেশ জুড়ে চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে ৷ টুইটারে ট্রেন্ডিং #HindiCheeniByeBye, #BharatVsChina ৷ আর এতেই মনে হচ্ছে যে দুই দেশের মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব পড়তে পারে চলতি বছরের IPL-এ ৷ IPL-এর টাইটেল স্পনসর একটি চিনা স্মার্টফোন কম্পানি ৷ এখানেই শেষ নয় ৷ টুর্নামেন্ট চলাকালীন এই কম্পানি সবচেয়ে বেশি বিজ্ঞাপন দিয়ে থাকে ৷ 2 হাজার 199 কোটি টাকার বিনিময়ে 2018 সালে এই চিনা মোবাইল সংস্থার সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে ৷ যদিও কোরোনা সংক্রমণের জেরে এবছর এখনও পর্যন্ত IPL অনুষ্ঠিত হয়নি ৷ তবুও এই সমস্যার মধ্যে IPL-এর টাইটেল স্পনসরকে নিয়ে অস্বস্তিতে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷

চলতি বছরে IPL আয়োজনের সবরকম চেষ্টা চালাচ্ছে BCCI ৷ ইতিমধ্যেই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্য সংস্থাগুলিকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন ৷ তার মধ্যেই সীমান্ত সমস্যা ও দেশবাসীর চিনা পণ্য বয়কটের ডাক ভারতীয় বোর্ডকে ভাবতে বাধ্য করবে বলে মনে করছেন অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.