ETV Bharat / sports

রণজি ফাইনাল : 425 রানে অল আউট সৌরাষ্ট্র - মনোজ তিওয়ারি

বিশেষজ্ঞরা বলছেন, এবারের রণজি ট্রফির ভাগ্য প্রথম ইনিংসের রানের উপর নির্ভর করতে চলেছে ৷ কারণ, আজ খেলার তৃতীয় দিন ৷ ফলে জয়-হারের সম্ভাবনা কম ৷

আকাশদীপ নিলেন 4 উইকেট
আকাশদীপ নিলেন 4 উইকেট
author img

By

Published : Mar 11, 2020, 12:07 PM IST

Updated : Mar 11, 2020, 1:35 PM IST

রাজকোট, 11 মার্চ : রণজি ট্রফির ফাইনালে প্রথম ইনিংসে 425 রান করল সৌরাষ্ট্র ৷ গতকাল খেলা শেষের সময় সৌরাষ্ট্রের রান ছিল আট উইকেটে 384 ৷ আজ দিনের শুরুতে নবম উইকেট ফেলে দেন আকাশদীপ ৷ কিন্তু, সৌরাষ্ট্রের শেষ দুই ব্যাটসম্যান 38 রান যোগ করেন ৷ শেষপর্যন্ত তাঁদের জুটি ভাঙেন শাহবাজ় আহমেদ ৷ ব্যাট করতে নেমে ধীরে শুরু করেন বাংলার দুই ওপেনার ৷ তবে লাঞ্চের ঠিক আগে দুই ওপেনারই আউট হন ৷ লাঞ্চের সময় বাংলার রান দুই উইকেটে 35 ৷

এবারের রণজি ট্রফিতে বাংলার বোলিং বিভাগ নিয়ে উচ্ছ্বসিত কোচ অরুণ লাল ৷ সেমিফাইনাল পর্যন্ত কোনও দল বাংলার বিরুদ্ধে 250 রানের গণ্ডি পেরোতে পারেনি ৷ কিন্তু, ফাইনালে প্রথম হোঁচট খেলের বাংলার বোলাররা ৷ তবে রণজি ফাইনালের পিচ নিয়ে প্রথম দিন থেকে অসন্তোষ প্রকাশ করেছে বাংলা শিবির ৷

প্রথম দিন সৌরাষ্ট্র 5 উইকেট হারিয়ে 206 রান করেছিল ৷ দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন অর্পিত বাসাভাদা ৷ আর তাঁকে সঙ্গ দিয়ে চেতেশ্বর পূজারা করেন 66 রান ৷ সৌরাষ্ট্রের আরও দুই ব্যাটসম্যান অর্ধ শতরান করেছেন ৷ বাংলার হয়ে 4 উইকেট নিয়েছেন আকাশদীপ ৷ 3 উইকেট পেয়েছেন শাহবাজ় আহমেদ ৷ মুকেশ কুমার দুটি এবং ঈশান পোড়েন একটি উইকেট নিয়েছেন ৷

ব্যাট করতে নেমে ধীরে শুরু করেন বাংলার দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামি ৷ বিশেষজ্ঞরা বলছেন, এবারের রণজি ট্রফির ভাগ্য প্রথম ইনিংসের রানের উপর নির্ভর করতে চলেছে ৷ কারণ, আজ খেলার তৃতীয় দিন ৷ ফলে জয়-হারের সম্ভাবনা কম ৷ সেক্ষেত্রে ম্যাচের ফলাফল প্রথম ইনিংসের রানের উপর নির্ভর করবে ৷ প্রথম ইনিংসে যারা বেশি রান করবে, তারাই চ্যাম্পিয়ন হবে ৷ তাই, বাংলার প্রাথমিক লক্ষ্য 425 রান টপকে যাওয়া ৷ রানের মধ্যে না-থাকা বাংলার প্রথম দিকের ব্যাটসম্যানরা ফাইনালে জ্বলে উঠতে পারেন কি না, তার উপর নির্ভর করছে অনেক কিছু ৷

আর প্রথম দিকের ব্যাটসম্যানরা ফের ব্যর্থ হলে তাকিয়ে থাকতে হবে সেই অনুষ্টুপ মজুমদারের দিকে ৷ কারণ, বাংলা বিপদে পড়লে তাঁর ব্যাটই যে ত্রাতা হয়ে দেখা দিয়েছে ৷

রাজকোট, 11 মার্চ : রণজি ট্রফির ফাইনালে প্রথম ইনিংসে 425 রান করল সৌরাষ্ট্র ৷ গতকাল খেলা শেষের সময় সৌরাষ্ট্রের রান ছিল আট উইকেটে 384 ৷ আজ দিনের শুরুতে নবম উইকেট ফেলে দেন আকাশদীপ ৷ কিন্তু, সৌরাষ্ট্রের শেষ দুই ব্যাটসম্যান 38 রান যোগ করেন ৷ শেষপর্যন্ত তাঁদের জুটি ভাঙেন শাহবাজ় আহমেদ ৷ ব্যাট করতে নেমে ধীরে শুরু করেন বাংলার দুই ওপেনার ৷ তবে লাঞ্চের ঠিক আগে দুই ওপেনারই আউট হন ৷ লাঞ্চের সময় বাংলার রান দুই উইকেটে 35 ৷

এবারের রণজি ট্রফিতে বাংলার বোলিং বিভাগ নিয়ে উচ্ছ্বসিত কোচ অরুণ লাল ৷ সেমিফাইনাল পর্যন্ত কোনও দল বাংলার বিরুদ্ধে 250 রানের গণ্ডি পেরোতে পারেনি ৷ কিন্তু, ফাইনালে প্রথম হোঁচট খেলের বাংলার বোলাররা ৷ তবে রণজি ফাইনালের পিচ নিয়ে প্রথম দিন থেকে অসন্তোষ প্রকাশ করেছে বাংলা শিবির ৷

প্রথম দিন সৌরাষ্ট্র 5 উইকেট হারিয়ে 206 রান করেছিল ৷ দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন অর্পিত বাসাভাদা ৷ আর তাঁকে সঙ্গ দিয়ে চেতেশ্বর পূজারা করেন 66 রান ৷ সৌরাষ্ট্রের আরও দুই ব্যাটসম্যান অর্ধ শতরান করেছেন ৷ বাংলার হয়ে 4 উইকেট নিয়েছেন আকাশদীপ ৷ 3 উইকেট পেয়েছেন শাহবাজ় আহমেদ ৷ মুকেশ কুমার দুটি এবং ঈশান পোড়েন একটি উইকেট নিয়েছেন ৷

ব্যাট করতে নেমে ধীরে শুরু করেন বাংলার দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামি ৷ বিশেষজ্ঞরা বলছেন, এবারের রণজি ট্রফির ভাগ্য প্রথম ইনিংসের রানের উপর নির্ভর করতে চলেছে ৷ কারণ, আজ খেলার তৃতীয় দিন ৷ ফলে জয়-হারের সম্ভাবনা কম ৷ সেক্ষেত্রে ম্যাচের ফলাফল প্রথম ইনিংসের রানের উপর নির্ভর করবে ৷ প্রথম ইনিংসে যারা বেশি রান করবে, তারাই চ্যাম্পিয়ন হবে ৷ তাই, বাংলার প্রাথমিক লক্ষ্য 425 রান টপকে যাওয়া ৷ রানের মধ্যে না-থাকা বাংলার প্রথম দিকের ব্যাটসম্যানরা ফাইনালে জ্বলে উঠতে পারেন কি না, তার উপর নির্ভর করছে অনেক কিছু ৷

আর প্রথম দিকের ব্যাটসম্যানরা ফের ব্যর্থ হলে তাকিয়ে থাকতে হবে সেই অনুষ্টুপ মজুমদারের দিকে ৷ কারণ, বাংলা বিপদে পড়লে তাঁর ব্যাটই যে ত্রাতা হয়ে দেখা দিয়েছে ৷

Last Updated : Mar 11, 2020, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.