ETV Bharat / sports

মনোজ-শাহবাজের দুরন্ত লড়াই, রণজির কোয়ার্টারে বাংলা

author img

By

Published : Feb 14, 2020, 4:53 PM IST

Updated : Feb 14, 2020, 5:59 PM IST

বাংলার বিরুদ্ধে রণজি ট্রফির ম্যাচ জিততে হলে 190 রানের প্রয়োজন ছিল পঞ্জাবের ৷ কিন্তু শাহবাজ আহমেদের ঘূর্ণিতে চতুর্থ ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পঞ্জাবে ইনিংস ৷ পাতিয়ালায় পঞ্জাবকে হারিয়ে নক আউট পর্বে জায়গা করে নিল বঙ্গ ব্রিগেড ৷

bengal
রনজির কোয়ার্টারে বাংলা

পাতিয়ালা, 14 ফেব্রুয়ারি: পঞ্জাবের বিরুদ্ধে 48 রানের নাটকীয় জয় ৷ ছয় পয়েন্ট নিয়ে রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠে গেল বাংলা ৷ দুটি ইনিংসেই ব্যাট হাতে অবদান রাখলেন মনোজ তিওয়ারি ৷ ম্যাচ সেরাও হয়েছেন তিনি ৷ অন্যদিকে বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহবাজ আহমেদ ৷

পাতিয়ালার পিচে বাংলা ও পঞ্জাব দুটি টিমেরই ব্যাটিং বিভাগ ডাহা ফেল ৷ একমাত্র উজ্জ্বল ছিলেন প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ 73 রানের ইনিংস খেলেন তিনি ৷ প্রথম ইনিংসে বাংলা 138 রান তুললেও বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদের 7 উইকেটে লড়াইয়ে ফিরেছিল বঙ্গ ব্রিগেড ৷ শাহবাজ এবং আকাশদীপ 155 রানে গুটিয়ে দেয় পঞ্জাবকে ৷ 13 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু করেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে অভিমন্যু ঈশ্বরনের দল ৷ মনোজ তিওয়ারির 65 এবং অর্ণব নন্দীর 51 রানের সুবাদে 202 রান তোলে তারা ৷

শুক্রবার নয় উইকেটে 199 রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলা ৷ তবে বেশিক্ষণ টানতে পারেনি ৷ 202 রানেই গুটিয়ে যায় বাংলার ইনিংস ৷ ম্যাচ জিততে হলে 190 রান তুলতে হত পঞ্জাবকে ৷ কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তিন পয়েন্ট প্রয়োজন ছিল মনোজ তিওয়ারিদের ৷ এই অবস্থায় বোলিং ব্রিগেডের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না ৷ সেই ভরসার মান রাখলেন শাহবাজ-আকাশদীপরা ৷ 47.3 ওভারে 141 রানেই চতুর্থ ইনিংসের সমাপ্তি হয় মনদীপ সিং ব্রিগেডের ৷ প্রথম ইনিংসে 7টি উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও 44 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন শাহবাজ ৷ দুটি উইকেট নেন আকাশদীপ ৷ 48 রানে জয় ছিনিয়ে নিয়ে রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠে বঙ্গ ব্রিগেড ৷ আট ম্যাচে তাদের পয়েন্ট এখন 32 ৷

Shahbaz
দ্বিতীয় ইনিংসে 4টি উইকেট নিলেন শাহবাজ

দলের এই সাফল্যে খুশি কোচ অরুণ লাল ৷ ম্যাচের পর তিনি বলছেন, এই সাফল্য পুরো দলের ৷

পাতিয়ালা, 14 ফেব্রুয়ারি: পঞ্জাবের বিরুদ্ধে 48 রানের নাটকীয় জয় ৷ ছয় পয়েন্ট নিয়ে রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠে গেল বাংলা ৷ দুটি ইনিংসেই ব্যাট হাতে অবদান রাখলেন মনোজ তিওয়ারি ৷ ম্যাচ সেরাও হয়েছেন তিনি ৷ অন্যদিকে বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহবাজ আহমেদ ৷

পাতিয়ালার পিচে বাংলা ও পঞ্জাব দুটি টিমেরই ব্যাটিং বিভাগ ডাহা ফেল ৷ একমাত্র উজ্জ্বল ছিলেন প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি ৷ 73 রানের ইনিংস খেলেন তিনি ৷ প্রথম ইনিংসে বাংলা 138 রান তুললেও বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদের 7 উইকেটে লড়াইয়ে ফিরেছিল বঙ্গ ব্রিগেড ৷ শাহবাজ এবং আকাশদীপ 155 রানে গুটিয়ে দেয় পঞ্জাবকে ৷ 13 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু করেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে অভিমন্যু ঈশ্বরনের দল ৷ মনোজ তিওয়ারির 65 এবং অর্ণব নন্দীর 51 রানের সুবাদে 202 রান তোলে তারা ৷

শুক্রবার নয় উইকেটে 199 রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলা ৷ তবে বেশিক্ষণ টানতে পারেনি ৷ 202 রানেই গুটিয়ে যায় বাংলার ইনিংস ৷ ম্যাচ জিততে হলে 190 রান তুলতে হত পঞ্জাবকে ৷ কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তিন পয়েন্ট প্রয়োজন ছিল মনোজ তিওয়ারিদের ৷ এই অবস্থায় বোলিং ব্রিগেডের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না ৷ সেই ভরসার মান রাখলেন শাহবাজ-আকাশদীপরা ৷ 47.3 ওভারে 141 রানেই চতুর্থ ইনিংসের সমাপ্তি হয় মনদীপ সিং ব্রিগেডের ৷ প্রথম ইনিংসে 7টি উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও 44 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন শাহবাজ ৷ দুটি উইকেট নেন আকাশদীপ ৷ 48 রানে জয় ছিনিয়ে নিয়ে রণজি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠে বঙ্গ ব্রিগেড ৷ আট ম্যাচে তাদের পয়েন্ট এখন 32 ৷

Shahbaz
দ্বিতীয় ইনিংসে 4টি উইকেট নিলেন শাহবাজ

দলের এই সাফল্যে খুশি কোচ অরুণ লাল ৷ ম্যাচের পর তিনি বলছেন, এই সাফল্য পুরো দলের ৷

Last Updated : Feb 14, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.