লাহোর, 25 মে: বিরাট কোহলির সঙ্গে তুলনাটা তিনি খুব একটা পছন্দ করেন না । কোহলির মতো অন্যতম সেরা ব্যাটসম্যানের সঙ্গে তার তুলনা একেবারেই করা উচিত নয় । স্পষ্ট করে দিয়েছিলেন সীমিত ওভারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম । কিন্তু অধিনায়ক যাই বলুক পাক কোচ মিসবা উল হকের মতে, বিরাট কোহলি-স্টিভ স্মিথদের লিগে অনায়াসে ফেলা যায় বাবরকে ।
মিসবা বলেছেন, "আমি তুলনা একেবারেই পছন্দ করি না । কিন্তু বাবর হল বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুটদের মানের খুব কাছাকাছি এক ব্যাটসম্যান । তবে বিরাট কোহলিকে ছাপিয়ে যেতে হলে বাবরকে যে অনেক পরিশ্রম করতে হবে তা মানছেন মিসবা ।" তাঁর কথায়, "বাবর পরিশ্রম করে ফল পাওয়ায় বিশ্বাসী । বিরাটকে ছাপিয়ে যেতে হলে ওকে নিজের স্কিল, ফিটনেসের উপর আরও পরিশ্রম করতে হবে । এবং ম্যাচ সচেতনতাও বাড়াতে হবে ।" 25 বছর বয়সি ব্যাটসম্যানের প্রশংসা করতে গিয়ে পাক কোচ আরও বলেছেন, "ওর নিজের একটা জ়োন রয়েছে । ও শুধুমাত্র টিমে থাকতে চায় না । শুধু টাকার জন্য খেলতে চায় না । বাবর সবসময় পাকিস্তানের টপ পারফর্মার হতে চায় । ও নিজেকে কোহলি-স্মিথদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চায় ।"
এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে তালিকার প্রথমদিকে রয়েছেন বিরাট কোহলি, অজ়ি ব্যাটসম্যান স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জো রুটদের মতো নাম । সেই লিগেই ডান হাতি ব্যাটসম্যান বাবর আজমকে ফেলতে চেয়েছেন পাক কোচ । সম্প্রতি সীমিত ওভারে পাক টিমের নেতৃত্ব সামলানোর দায়িত্ব পেয়েছেন বাবর আজম । কিন্তু কোচের এই বিরাট তুলনায় তিনি কতটা খুশি হবেন তা নিয়ে সন্দেহ রয়েছে ।