ETV Bharat / sports

রুটের 75 লড়াইয়ে ফেরাল ইংল্যান্ডকে - england

75 রান করে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরালেন জো রুট ৷ টেস্ট জিততে ইংল্যান্ডের দরকার আরও 202 রান ৷ হাতে রয়েছে 7 উইকেট ৷

অ্যাশেজ়
author img

By

Published : Aug 25, 2019, 6:59 AM IST

লিডস, 25 অগাস্ট : জমে উঠেছে অ্যাশেজ় সিরিজের তৃতীয় টেস্ট ৷ প্রথম ইনিংসের ভরাডুবির ধাক্কা সামলে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড ৷ তৃতীয় দিনের শেষে তাদের সংগ্রহ 3 উইকেট 156 ৷ 75 রানে ক্রিজ়ে রয়েছেন জো রুট ৷ টেস্ট জিততে আরও দরকার 203 রান ৷

6 উইকেটে 171 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ব্যাগি গ্রিন শিবির ৷ শুরুতে ধরে খেললেও প্যাটিনসনকে ফিরিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন জোফ্রা আর্চার ৷ এর পরই দ্রুত প্যাভিলিয়নে ফেরেন অজ়ি ব্যাটসম্যানরা ৷ ব্যক্তিগত 80 রান করে আউট হন মারনাস লাবুসাগনে ৷ 246 রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস ৷ প্রথম ইনিংসের 112 রানের লিডের সুবাদে ইংল্যান্ডের সামনে 359 রানের লক্ষ্য দেয় অজ়ি শিবির ৷

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 15 রানে 2 উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড ৷ এর পর জো ডেনলিকে সঙ্গী করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন জো রুট ৷ রুট-ডেনলি জুটির 126 রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরায় ৷

লিডস, 25 অগাস্ট : জমে উঠেছে অ্যাশেজ় সিরিজের তৃতীয় টেস্ট ৷ প্রথম ইনিংসের ভরাডুবির ধাক্কা সামলে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড ৷ তৃতীয় দিনের শেষে তাদের সংগ্রহ 3 উইকেট 156 ৷ 75 রানে ক্রিজ়ে রয়েছেন জো রুট ৷ টেস্ট জিততে আরও দরকার 203 রান ৷

6 উইকেটে 171 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ব্যাগি গ্রিন শিবির ৷ শুরুতে ধরে খেললেও প্যাটিনসনকে ফিরিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন জোফ্রা আর্চার ৷ এর পরই দ্রুত প্যাভিলিয়নে ফেরেন অজ়ি ব্যাটসম্যানরা ৷ ব্যক্তিগত 80 রান করে আউট হন মারনাস লাবুসাগনে ৷ 246 রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস ৷ প্রথম ইনিংসের 112 রানের লিডের সুবাদে ইংল্যান্ডের সামনে 359 রানের লক্ষ্য দেয় অজ়ি শিবির ৷

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 15 রানে 2 উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড ৷ এর পর জো ডেনলিকে সঙ্গী করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন জো রুট ৷ রুট-ডেনলি জুটির 126 রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরায় ৷


Manama (Bahrain), Aug 24 (ANI): Prime Minister Narendra Modi arrived at Bahrain's capital city Manama on August 24. He met Prince Khalifa bin Salman Al Khalifa, the PM of Bahrain. This is the first-ever visit by an Indian PM to Bahrain. PM Modi is on three nation visit to France, UAE and Bahrain.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.