নয়াদিল্লি, 18 মার্চ : জামাইকায় করোনার ভ্যাকসিন পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট জায়েন্ট আন্দ্রে রাসেল ৷ যেখানে তাঁর সহৃদয় বার্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় দূতাবাসকে তাঁর অনেক অনেক ধন্যবাদ ৷ রাসেল এও জানিয়েছেন, জামাইকায় ভ্যাকসিন পৌঁছে যাওয়ায়, তাঁরা খুবই উৎসাহিত এবং তিনি বিশ্বকে আবারও সুস্থ এবং সাধারণ পরিস্থিতিতে ফিরে যেতে দেখতে চান ৷
প্রসঙ্গত, মার্চ মাসের শুরুতে জামাইকান সরকার ভারতকে ধন্যবাদ জানিয়েছিল 50 হাজার করোনার ভ্যাকসিন পাঠানোর জন্য ৷ সেবার জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস জানিয়ে ছিলেন, ‘‘আমি অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে জানাচ্ছি যে, গতকাল দুপুরে আমাদের প্রথম ধাপের 50 হাজার অ্যাস্ট্রাজ়েনেকার ভ্যাকসিন ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে ৷ আমরা সরকার এবং ভারতবাসীকে এই অতি প্রয়োজনীয় সাহায্যের জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ৷’’ প্রসঙ্গত, 8 মার্চ ভারতে তৈরি অ্যাস্ট্রাজ়েনেকার ভ্যাকসিন জামাইকাতে পৌঁছেছে ৷
আরও পড়ুন : চিনা ভ্যাকসিন না নিলে ভিসার অনুমোদন নয়, জানাল বেজিং
আর জামাইকান সরকারের পর এবার, আন্দ্রে রাসেল ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠালেন ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় দূতাবাসকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ৷ ভ্যাকসিন এখানে এসে গেছে এবং আমরা খুবই উৎসাহিত ৷ আমি বিশ্বকে আবারও সুস্থ অবস্থায় ফিরে যেতে দেখতে চাই ৷ জামাইকার মানুষ এর প্রশংসা করেছে এবং এটা এই বার্তা দিচ্ছে যে আমরা কতটা কাছে ৷ ভারত এবং জামাইকা দুই ভাইয়ের মতো ৷ আপনারা নিরাপদে থাকবেন ৷’’