ETV Bharat / sports

নতুন ফর্ম্যাটে পুরানো ডিভিলিয়ার্সের ঝলক - কাগিসো রাবাডা

মাত্র 24 বলে 61 রানের ইনিংস খেললেন ডিভিলিয়ার্স ৷ 21 বলেই অর্ধশতরান করলেন তিনি ৷ ফুট কাইটস ও কিংফিশার দলের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন তিনি ৷ তাঁর ব্যাটিং বিক্রমে নির্ধারিত 12 ওভারে 4 উইকেটে 160 রান তুলল ইগলসরা ৷

image
3TC cricket
author img

By

Published : Jul 18, 2020, 9:03 PM IST

সেঞ্চুরিয়ান, 18 জুলাই : সলিডারিটি কাপের হাত ধরে কোরোনা পরবর্তী পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট ফিরল ৷ একই সঙ্গে দেখা গেল মিস্টার 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্সের পুরানো ব্যাটিং ঝলক ৷ 3 টিম ক্রিকেটের উদ্ধোধনী ইগলসদের হয়ে সমস্ত লাইম লাইট কেড়ে নিলেন এবিডি ৷

ইগলস দলের অধিনায়ক এবি ডিভিলিয়ার্স ৷ মাত্র 24 বল খেললেন 61 রানের ইনিংস ৷ 21 বলেই অর্ধশতরান পূর্ণ করলেন তিনি ৷ ফুট কাইটস ও কিংফিশার দলের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন তিনি ৷ তাঁর ব্যাটিং বিক্রমে নির্ধারিত 12 ওভারে 4 উইকেটে 160 রান তুলল ইগলসরা ৷

11 তম ওভারে নৎজের বলে আউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক নিজের ট্রেডমার্ক শটে সবার মনোরঞ্জন করেন ৷ মাঠের প্রায় প্রতিটা প্রান্তে শট নিতে দেখা যায় তাঁকে ৷

3 টিম ক্রিকেট সলিডারিটি কাপ মোট 36 ওভারের খেলা ৷ একসঙ্গে তিনটি দল অংশ নিয়েছিল খেলায় ৷ এক দিনের এই টুর্নামেন্টের সংগৃহীত অর্থ তাদের সাহাযার্থে ব্যবহার করা হবে, ক্রিকেটের সঙ্গে যুক্ত যারা কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে অর্থনৈতিকভাবে সমস্যায় পড়েছেন ৷

আরও পড়ুন :- আউটের পর আম্পায়ারকে ধমক, নতুন করে স্ট্যান্স নেন ডাঃ গ্রেস

প্রথমে তিন টিমের এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য 27 জুন দিন ধার্য করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ কিন্তু, কোরোনা ভাইরাসের প্রকোপের জন্য তা পরিবর্তিত হয় ৷ সমস্ত প্রয়োজনীয় অনুমোদন ও সমস্ত ট্রেনিং প্রোটকল মেনে আজ এই টুর্নামেন্ট হয় ৷

সোমবারই ক্রিকেটাররা অনুশীলনের জন্য মাঠে ফেরেন ৷ এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার জন্মদিনে এই খেলার দিন ধার্য করা হয় ৷ দক্ষিণ আফ্রিকার প্রথম সারির 24 জন ক্রিকেটার তিনটি দলে ভাগ করা হয় ৷ একটি ম্যাচের দুটি অর্ধে খেলা হয় ৷

প্রতিটি দলই দুই প্রতিপক্ষের 6 ওভার করে মোট 12 ওভার করে ব্যাটিং করে ৷ একজন বোলার মাত্র তিন ওভার বোলিং করতে পারবে ৷ এবি ডিভিলিয়ার্স ছাড়াও অপর দুই দলের নেতৃত্ব দেন রেজ়া হেন্ড্রিকস ও টোম্বা বভুমা ৷ প্রথমে কাগিসো রাবাডা ও কুইন্টন ডি ককের অধিনায়কত্ব করার কথা থাকলেও শেষ মুহূর্তে শারিরীক অসুস্থতার জন্য নাম প্রত্যাহার করেন দু’জনে ৷

সেঞ্চুরিয়ান, 18 জুলাই : সলিডারিটি কাপের হাত ধরে কোরোনা পরবর্তী পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট ফিরল ৷ একই সঙ্গে দেখা গেল মিস্টার 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্সের পুরানো ব্যাটিং ঝলক ৷ 3 টিম ক্রিকেটের উদ্ধোধনী ইগলসদের হয়ে সমস্ত লাইম লাইট কেড়ে নিলেন এবিডি ৷

ইগলস দলের অধিনায়ক এবি ডিভিলিয়ার্স ৷ মাত্র 24 বল খেললেন 61 রানের ইনিংস ৷ 21 বলেই অর্ধশতরান পূর্ণ করলেন তিনি ৷ ফুট কাইটস ও কিংফিশার দলের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন তিনি ৷ তাঁর ব্যাটিং বিক্রমে নির্ধারিত 12 ওভারে 4 উইকেটে 160 রান তুলল ইগলসরা ৷

11 তম ওভারে নৎজের বলে আউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক নিজের ট্রেডমার্ক শটে সবার মনোরঞ্জন করেন ৷ মাঠের প্রায় প্রতিটা প্রান্তে শট নিতে দেখা যায় তাঁকে ৷

3 টিম ক্রিকেট সলিডারিটি কাপ মোট 36 ওভারের খেলা ৷ একসঙ্গে তিনটি দল অংশ নিয়েছিল খেলায় ৷ এক দিনের এই টুর্নামেন্টের সংগৃহীত অর্থ তাদের সাহাযার্থে ব্যবহার করা হবে, ক্রিকেটের সঙ্গে যুক্ত যারা কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে অর্থনৈতিকভাবে সমস্যায় পড়েছেন ৷

আরও পড়ুন :- আউটের পর আম্পায়ারকে ধমক, নতুন করে স্ট্যান্স নেন ডাঃ গ্রেস

প্রথমে তিন টিমের এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য 27 জুন দিন ধার্য করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ কিন্তু, কোরোনা ভাইরাসের প্রকোপের জন্য তা পরিবর্তিত হয় ৷ সমস্ত প্রয়োজনীয় অনুমোদন ও সমস্ত ট্রেনিং প্রোটকল মেনে আজ এই টুর্নামেন্ট হয় ৷

সোমবারই ক্রিকেটাররা অনুশীলনের জন্য মাঠে ফেরেন ৷ এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার জন্মদিনে এই খেলার দিন ধার্য করা হয় ৷ দক্ষিণ আফ্রিকার প্রথম সারির 24 জন ক্রিকেটার তিনটি দলে ভাগ করা হয় ৷ একটি ম্যাচের দুটি অর্ধে খেলা হয় ৷

প্রতিটি দলই দুই প্রতিপক্ষের 6 ওভার করে মোট 12 ওভার করে ব্যাটিং করে ৷ একজন বোলার মাত্র তিন ওভার বোলিং করতে পারবে ৷ এবি ডিভিলিয়ার্স ছাড়াও অপর দুই দলের নেতৃত্ব দেন রেজ়া হেন্ড্রিকস ও টোম্বা বভুমা ৷ প্রথমে কাগিসো রাবাডা ও কুইন্টন ডি ককের অধিনায়কত্ব করার কথা থাকলেও শেষ মুহূর্তে শারিরীক অসুস্থতার জন্য নাম প্রত্যাহার করেন দু’জনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.