ETV Bharat / sports

Covid Scare in Bengal Cricket : করোনার থাবা এবার বাংলা ক্রিকেট দলে

বাংলা ক্রিকেট দলেও এবার থাবা বসাল করোনা ৷ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে আক্রান্ত মোট সাত জন (Seven cricketers and staffs tested covid positive in Bengal Cricket team) ৷

Covid Scare in Bengal Cricket
করোনার থাবা এবার বাংলা ক্রিকেট দলে
author img

By

Published : Jan 3, 2022, 7:02 AM IST

কলকাতা, 3 জানুয়ারি : করোনার থাবা এবার বাংলা সিনিয়র ক্রিকেট দলে (cricketers and staffs tested covid positive) । জানা গিয়েছে, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে আক্রান্ত মোট সাতজন । ক্রিকেটারদের করোনার আক্রান্তের কথা জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল । যদিও আক্রান্তের সংখ্যা ও নাম প্রকাশ করা হয়নি ।

প্রেস বিঞ্জপ্তি প্রকাশ করে যুগ্ম-সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মহামারী পরিবেশের কথা চিন্তা করে সতর্কতার জন্য বাংলার ক্রিকেটারদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয় । তাতেই কয়েকজন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে । ইতিমধ্যে সিএবি-র পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । করোনা ভাইরাস তার তৃতীয় ঢেউয়ে গত দু'বারের তুলনায় আরও দুরন্ত গতিতে এগোচ্ছে । সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ছে সংক্রমণ । বাদ পড়েনি ক্রীড়াজগৎও। কয়েকদিন আগে আই লিগের দলগুলোর মধ্যে করোনা থাবা বসিয়েছে । 15 জন ফুটবলার আক্রান্ত হওয়ায় আই লিগ আপাতত বন্ধ রেখেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ।

আরও পড়ুন :দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলন এড়ালেন বিরাট, ঢাল হলেন দ্রাবিড়

এবার বঙ্গের ঘরোয়া ক্রিকেটে করোনার সংক্রমণ । অবস্থা বিচার করতে 4 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার জরুরি অ্যাপেক্স বৈঠক ডেকেছে সিএবি । সেখানে পরিস্থিতি বিচার করার পরেই চলতি ক্রিকেট মরশুমে বল গড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । প্রথম, দ্বিতীয় ডিভিশন এবং জেলার টুর্নামেন্টের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে এদিনের বৈঠকে । ইতিমধ্যে অ্যাপেক্স কাউন্সিলের মিটিং হওয়ার আগে পর্যন্ত সমস্ত স্থানীয় টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি । পাশাপাশি 15 থেকে 18 বছর বয়সিদের টিকাকরণের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 3 জানুয়ারি : করোনার থাবা এবার বাংলা সিনিয়র ক্রিকেট দলে (cricketers and staffs tested covid positive) । জানা গিয়েছে, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে আক্রান্ত মোট সাতজন । ক্রিকেটারদের করোনার আক্রান্তের কথা জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল । যদিও আক্রান্তের সংখ্যা ও নাম প্রকাশ করা হয়নি ।

প্রেস বিঞ্জপ্তি প্রকাশ করে যুগ্ম-সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মহামারী পরিবেশের কথা চিন্তা করে সতর্কতার জন্য বাংলার ক্রিকেটারদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয় । তাতেই কয়েকজন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে । ইতিমধ্যে সিএবি-র পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । করোনা ভাইরাস তার তৃতীয় ঢেউয়ে গত দু'বারের তুলনায় আরও দুরন্ত গতিতে এগোচ্ছে । সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ছে সংক্রমণ । বাদ পড়েনি ক্রীড়াজগৎও। কয়েকদিন আগে আই লিগের দলগুলোর মধ্যে করোনা থাবা বসিয়েছে । 15 জন ফুটবলার আক্রান্ত হওয়ায় আই লিগ আপাতত বন্ধ রেখেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ।

আরও পড়ুন :দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলন এড়ালেন বিরাট, ঢাল হলেন দ্রাবিড়

এবার বঙ্গের ঘরোয়া ক্রিকেটে করোনার সংক্রমণ । অবস্থা বিচার করতে 4 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার জরুরি অ্যাপেক্স বৈঠক ডেকেছে সিএবি । সেখানে পরিস্থিতি বিচার করার পরেই চলতি ক্রিকেট মরশুমে বল গড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । প্রথম, দ্বিতীয় ডিভিশন এবং জেলার টুর্নামেন্টের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে এদিনের বৈঠকে । ইতিমধ্যে অ্যাপেক্স কাউন্সিলের মিটিং হওয়ার আগে পর্যন্ত সমস্ত স্থানীয় টুর্নামেন্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি । পাশাপাশি 15 থেকে 18 বছর বয়সিদের টিকাকরণের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.