মুম্বই, 8 জুন : একদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারত ৷ অন্যদিকে একই সময়ে ভারতের আরও একটি দল শ্রীলঙ্কার মাটিতে একদিনের ও টি-20 সিরিজ খেলবে ৷ সেই সিরিজ়ের সূচি প্রকাশ হল সোমবার ৷ 3 ম্যাচে ওয়ান ডে সিরিজ় শুরু হবে 13 জুলাই ৷ অন্যদিকে 3 ম্যাচের টি-20 সিরিজ় শুরু হবে 21 জুলাই ৷
তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (Board of Control for Cricket in India) এখনও পর্যন্ত এই সিরিজ়ের জন্য দল নির্বাচন করেনি ৷ যদিও এটি নিশ্চিত যে, শ্রীলঙ্কা সফরে দলের কোচের দায়িত্বে থাকবেন রাহুল দ্রাবিড়(Rahul Dravid) ৷ কারণ ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী তখন ইংল্যান্ড সফরকারী দলের সঙ্গে থাকবেন ৷
এই সিরিজ়ের ব্রডকাস্টার সংস্থা সোনি স্পোর্টস টুইট করে সূচি জানায় ৷ টুইটে সোনি স্পোর্টস লেখে, ‘‘ ভারতীয় ঢেউ শ্রীলঙ্কার তীরে আছড়ে পড়তে চলেছে ৷’’
শ্রীলঙ্কা সফরে কোন দল যাবে, তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে ৷ তবে শিখর ধাওয়ান, হার্দিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চহাল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, নভদীপ সাইনি ও কুলদীপ যাদবরা প্রায় নিশ্চিত ৷ তবে দলের অধিনায়ক কে হবে, তা নিয়ে ব্যস্ত ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ভক্তরা ৷ মুম্বই, 8 জুন : একদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারত ৷ অন্যদিকে একই সময়ে ভারতের আরও একটি দল শ্রীলঙ্কার মাটিতে একদিনের ও টি-20 সিরিজ খেলবে ৷ সেই সিরিজ়ের সূচি প্রকাশ হল সোমবার ৷ 3 ম্যাচে ওয়ান ডে সিরিজ় শুরু হবে 13 জুলাই ৷ অন্যদিকে 3 ম্যাচের টি-20 সিরিজ় শুরু হবে 21 জুলাই ৷
তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও পর্যন্ত এই সিরিজ়ের জন্য দল নির্বাচন করেনি ৷ যদিও এটি নিশ্চিত যে, শ্রীলঙ্কা সফরে দলের কোচের দায়িত্বে থাকবেন রাহুল দ্রাবিড় ৷ কারণ ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী তখন ইংল্যান্ড সফরকারী দলের সঙ্গে থাকবেন ৷
আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?
এই সিরিজ়ের ব্রডকাস্টার সংস্থা সোনি স্পোর্টস টুইট করে সূচি জানায় ৷ টুইটে সোনি স্পোর্টস লেখে, ‘‘ ভারতীয় ঢেউ শ্রীলঙ্কার তীরে আছড়ে পড়তে চলেছে ৷’’
শ্রীলঙ্কা সফরে কোন দল যাবে, তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে ৷ তবে শিখর ধাওয়ান, হার্দিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চহাল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, নভদীপ সাইনি ও কুলদীপ যাদবরা প্রায় নিশ্চিত ৷ তবে দলের অধিনায়ক কে হবে, তা নিয়ে ব্যস্ত ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ভক্তরা ৷