ETV Bharat / sports

Bengal Win in Ranji Trophy: হায়দরাবাদকে হারিয়ে কার্যত নক-আউটে বাংলা

author img

By

Published : Feb 27, 2022, 9:33 PM IST

রঞ্জি ট্রফিতে হায়দরাবাদকে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলা । সেই সঙ্গে কার্যত নক-আউটে পৌঁছে গেল অভিমন্যু ঈশ্বরনের দল ৷ শাহবাজের ব্যাটে ভর করেই হায়দরাবাদের বিরুদ্ধে জয় পায় বাংলা। ম্যাচ জেতাতে বড় ভূমিকা নেয় বঙ্গ ক্রিকেটের অমর-আকবর-অ্যান্টনি জুটি তথা ঈশান পোড়েল, মুকেশ কুমার ও আকাশদীপ (Bengal Cricket Team Beat Hyderabad) ।

Bengal Win In Ranji Trophy
রঞ্জি ট্রফিতে 72 রানে হায়দরাবাদের কাছে জয় বাংলার

কটক, 27 ফেব্রুয়ারি: শোনা যায় ক্রিকেটে পেস বলাররা সাধারাণত জুটিতে আসেন (Bengal Cricket Team Beat Hyderabad)। এমনকী পরিসংখ্যানবিদরাও সে কথা বলেন । তবে বাংলা জয় পেল ত্রিফলা পেস বোলিংয়ে । বাংলার দল এখন পেস বোলিং আক্রমণ জুটিতে নয়, ত্রিফলায় নির্ভরশীল । এঁরা হলেন ঈশান পোড়েল, মুকেশ কুমার ও আকাশদীপ । 235 রানে তাড়া করতে নেমে হায়দরাবাদ প্রথম থেকেই বঙ্গ পেসারদের সামলাতে পারেনি । 16 রানে তিন উইকেট হারিয়ে তৃতীয় দিনের শেষেই চাপে পড়ে গিয়েছিল তারা । শেষ দিনে তাদের ইনিংস 166 রানে শেষ । রবিবার হায়দরাবাদকে 72 রানে হারিয়ে রঞ্জি ট্রফির নক-আউটে কার্যত পৌঁছে গেল বাংলা ৷

আরও পড়ুন: IND vs SL 2nd T20I : সিরিজ জয় নিশ্চিত করতে টস জিতে ফিল্ডিং ভারতের

বরোদার পরে হায়দরাবাদ, পরপর দুটো রুদ্ধশ্বাস জয় । হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে বাংলার তিন পেসার এবং অলরাউন্ডার শাহবাজ আমেদকে কৃতিত্ব দিতেই হবে । ব্যাটের পরে বল হাতেও শাহবাজের পারফরম্যান্স নিঃসন্দেহে কুর্নিস যোগ্য । প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ভাঙার কাজ শুরু করেছিলেন মুকেশ কুমার । দ্বিতীয় ইনিংসে হায়দরাবাদকে দুমড়ে দেওয়ার কাজটি করেন আকাশদীপ । তাঁর 41 রানে চার উইকেটের পাশে যোগ্য সঙ্গত শাহবাজ আহমেদের । তাঁর ঝুলিতে তিন উইকেট । মুকেশ কুমার দু'টি এবং ইশান পোড়েল একটি করে উইকেট নিয়েছেন (Bengal Cricket Team Beat Hyderabad)।

আরও পড়ুন: IND vs SL 2nd T20I : শ্রেয়স-জাদেজার ব্যাটিং বিস্ফোরণে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

যদিও বঙ্গ বোলিং আক্রমনের কাছে মাথা নত না-করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিলক ভার্মা (Bengal Win In Ranji Trophy)। 152 বলে ন'টি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কায় সাজানো তাঁর 90 রানের ইনিংস দলকে জেতাতে ব্যর্থ হয় ৷ ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সকারী শাহবাজ আহমেদ বলছেন, "প্রথম ইনিংসের তুলনায় পিচের অবস্থা খারাপ ছিল । অভিষেক পোড়েল প্রথম ইনিংসে ভাল ব্যাট করেছিল । আমি বড় রান করার জন্য খাটব । প্রত্যেকের পারফরম্যান্স দলের জয়ে বড় ভূমিকা নিয়েছে । স্পিনারদের জন্য পিচে সেভাবে কিছু ছিল না । তা সত্ত্বেও তিন উইকেট পেয়েছি, তাতে খুশি ।"

একইসঙ্গে যোগ করেন, "দলে নিজের ভূমিকা যথেষ্ট উপভোগ করছি । দীর্ঘদিন ধরে অলরাউন্ডারের ভূমিকা পালন করছি । নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি সবসময় । সাত নম্বরে ব্যাটিং করা গুরুত্বপূর্ণ । তা করতে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে খুশি । এই পারফরম্যান্স দলকে পরের ম্যাচে ভাল করতে আত্মবিশ্বাসী ক‍রে তুলবে ।"

রঞ্জি ট্রফিতে পরপর দুটো রুদ্ধশ্বাস জয়ের পরে সিএবি-তে খুশির হাওয়া । প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলার ক্রিকেট দলকে ।

কটক, 27 ফেব্রুয়ারি: শোনা যায় ক্রিকেটে পেস বলাররা সাধারাণত জুটিতে আসেন (Bengal Cricket Team Beat Hyderabad)। এমনকী পরিসংখ্যানবিদরাও সে কথা বলেন । তবে বাংলা জয় পেল ত্রিফলা পেস বোলিংয়ে । বাংলার দল এখন পেস বোলিং আক্রমণ জুটিতে নয়, ত্রিফলায় নির্ভরশীল । এঁরা হলেন ঈশান পোড়েল, মুকেশ কুমার ও আকাশদীপ । 235 রানে তাড়া করতে নেমে হায়দরাবাদ প্রথম থেকেই বঙ্গ পেসারদের সামলাতে পারেনি । 16 রানে তিন উইকেট হারিয়ে তৃতীয় দিনের শেষেই চাপে পড়ে গিয়েছিল তারা । শেষ দিনে তাদের ইনিংস 166 রানে শেষ । রবিবার হায়দরাবাদকে 72 রানে হারিয়ে রঞ্জি ট্রফির নক-আউটে কার্যত পৌঁছে গেল বাংলা ৷

আরও পড়ুন: IND vs SL 2nd T20I : সিরিজ জয় নিশ্চিত করতে টস জিতে ফিল্ডিং ভারতের

বরোদার পরে হায়দরাবাদ, পরপর দুটো রুদ্ধশ্বাস জয় । হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে বাংলার তিন পেসার এবং অলরাউন্ডার শাহবাজ আমেদকে কৃতিত্ব দিতেই হবে । ব্যাটের পরে বল হাতেও শাহবাজের পারফরম্যান্স নিঃসন্দেহে কুর্নিস যোগ্য । প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ভাঙার কাজ শুরু করেছিলেন মুকেশ কুমার । দ্বিতীয় ইনিংসে হায়দরাবাদকে দুমড়ে দেওয়ার কাজটি করেন আকাশদীপ । তাঁর 41 রানে চার উইকেটের পাশে যোগ্য সঙ্গত শাহবাজ আহমেদের । তাঁর ঝুলিতে তিন উইকেট । মুকেশ কুমার দু'টি এবং ইশান পোড়েল একটি করে উইকেট নিয়েছেন (Bengal Cricket Team Beat Hyderabad)।

আরও পড়ুন: IND vs SL 2nd T20I : শ্রেয়স-জাদেজার ব্যাটিং বিস্ফোরণে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

যদিও বঙ্গ বোলিং আক্রমনের কাছে মাথা নত না-করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিলক ভার্মা (Bengal Win In Ranji Trophy)। 152 বলে ন'টি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কায় সাজানো তাঁর 90 রানের ইনিংস দলকে জেতাতে ব্যর্থ হয় ৷ ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সকারী শাহবাজ আহমেদ বলছেন, "প্রথম ইনিংসের তুলনায় পিচের অবস্থা খারাপ ছিল । অভিষেক পোড়েল প্রথম ইনিংসে ভাল ব্যাট করেছিল । আমি বড় রান করার জন্য খাটব । প্রত্যেকের পারফরম্যান্স দলের জয়ে বড় ভূমিকা নিয়েছে । স্পিনারদের জন্য পিচে সেভাবে কিছু ছিল না । তা সত্ত্বেও তিন উইকেট পেয়েছি, তাতে খুশি ।"

একইসঙ্গে যোগ করেন, "দলে নিজের ভূমিকা যথেষ্ট উপভোগ করছি । দীর্ঘদিন ধরে অলরাউন্ডারের ভূমিকা পালন করছি । নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি সবসময় । সাত নম্বরে ব্যাটিং করা গুরুত্বপূর্ণ । তা করতে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে খুশি । এই পারফরম্যান্স দলকে পরের ম্যাচে ভাল করতে আত্মবিশ্বাসী ক‍রে তুলবে ।"

রঞ্জি ট্রফিতে পরপর দুটো রুদ্ধশ্বাস জয়ের পরে সিএবি-তে খুশির হাওয়া । প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলার ক্রিকেট দলকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.