ETV Bharat / sports

Nasser Hussain on Bazball: 'বাজবল' হল পরিস্থিতিকে খেলা, ব্রিটিশ ব্যাটারদের অ্যাপ্রোচে ক্ষুব্ধ নাসের হুসেন - ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া

অ্যাসেজের দ্বিতীয় টেস্টেও কার্যত হারের মুখে ইংল্যান্ড ৷ আর তাই এবার বাজবল থিয়োরি ও তার প্রয়োগ নিয়ে সরব হলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ৷ পরিস্থিতি না-বুঝে খেলার নিয়ে ইংল্যান্ড ব্যাটারদের তুলোধনা করলেন নাসের হুসেন ৷

Nasser Hussain on Bazball ETV BHARAT
Nasser Hussain on Bazball
author img

By

Published : Jul 1, 2023, 2:01 PM IST

লন্ডন, 1 জুলাই: ইংল্যান্ডের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে এবার সরব হলেন, প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ৷ ‘বাজবল’ থিয়োরি আসলে কী ? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন নাসের ৷ অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে ইংল্যান্ড দল ৷ মূলত ব্রিটিশদের ব্যাটিং ব্যর্থতার জেরেই এই অবস্থা বলে সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়েছেন তিনি ৷ নাসের হুসেন জানিয়েছেন, বেন স্টোকসরা পরিস্থিতি অনুযায়ী খেলেননি ৷

এবারের অ্যাসেজে জোর চর্চায় ‘বাজবল থিয়োরি’ ৷ কিন্তু, কী এই ‘বাজবল থিয়োরি’ ? এই থিয়োরি ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্র্যান্ডল ম্যাককুলা অর্থাৎ, বাজের থিয়োরি ৷ অর্থাৎ, তিনি নিউজিল্যান্ডের অধিনায়ক থাকাকালীন যে ভঙ্গিমায় টেস্ট ম্যাচ খেলেছিলেন, সেই ধরনটি ব্রিটিশ ক্রিকেটে নিয়ে এসেছেন ৷ এককথায় বলতে গেলে, ‘ওয়ান-ডে ফরম্যাটে টেস্ট ম্যাচ’ ৷ কিন্তু, এই ‘বাজবল থিয়োরি’ পুরোপুরি ব্যর্থ অ্যাসেজ সিরিজে ৷ আর সেই নিয়েই ইংল্যান্ড দলের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুললেন তাদের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ৷

নাসের সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, ‘‘সবাই ‘বাজবল’ নিয়ে কথা বলছে ৷ কিন্তু, আমি ‘বাজবল’ বলতে যা বুঝি, তা হল পরিস্থিতি অনুযায়ী খেলা ৷ যা তাঁরা পাকিস্তানে ও গত গ্রীষ্মে করেছিল ৷ যদি, তোমার হুক শটের জন্য চারজন ফিল্ডারকে বাইরে রাখা হয়, তাহলে পরিস্থিতি তোমার অনুকূলে কখনই নয় ৷ আর তা সত্ত্বেও যদি আপনি হুক বা পুল শট খেলেন, তাহলে প্রতিপক্ষকে নিজের উইকেট দিয়ে আসেবন ৷ আর সেটাই ইংল্যান্ড ব্যাটাররা করেছেন ৷’’

আরও পড়ুন: বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান

অর্থাৎ, নাসের হুসেনের কথায় পরিস্থিতি অনুযায়ী খেলাটাই বুদ্ধিমানের কাজ হবে টেস্ট ক্রিকেটে ৷ তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ৷ নাসের বলেন, ‘‘ইংল্যান্ড এজবাস্টনে প্রথম টেস্ট হেরে 0-1 এ সিরিজে পিছিয়ে রয়েছে ৷ কিন্তু, তার পরেও দ্বিতীয় টেস্টেও দল একই ফর্মুলা নিল অজিদের বিরুদ্ধে, যা গত ম্যাচে কাজে আসেনি ৷’’ নাসের জানান, দ্বিতীয় দিনের শেষবেলা থেকেই ইংল্যান্ড ম্যাচ থেকে দূরে সরে গিয়েছিল ৷ যখন হ্যারি ব্রুক এবং অধিনায়ক বেন স্টোকস লাগাতার প্যাট কামিন্সদের বাউন্সারে হুক ও পুল শট খেলতে যাচ্ছিলেন ৷ যা তৃতীয় দিনের সকালে করতে গিয়ে দ্রুত 5 উইকেট হারায় থ্রি-লায়ন্সরা ৷

আরও পড়ুন: নির্বাচকদের বেতন বাড়াতে চলেছে বিসিসিআই

এই মুহূর্তে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 130 রান তুলেছে ৷ ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা (58) এবং স্টিভ স্মিথ (6) ৷ ইংল্যান্ড প্রথম ইনিংসে 325 রানে অলআউট হয়ে যায় ৷ ফলে প্রথম ইনিংসে অজিরা 91 রানের লিড নিয়েছে ৷ আর দ্বিতীয় ইনিংসে 130 রান আরও যোগ করে মোট 221 রানের লিডে রয়েছে প্যাট কামিন্সের দল ৷

লন্ডন, 1 জুলাই: ইংল্যান্ডের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে এবার সরব হলেন, প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ৷ ‘বাজবল’ থিয়োরি আসলে কী ? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন নাসের ৷ অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে ইংল্যান্ড দল ৷ মূলত ব্রিটিশদের ব্যাটিং ব্যর্থতার জেরেই এই অবস্থা বলে সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়েছেন তিনি ৷ নাসের হুসেন জানিয়েছেন, বেন স্টোকসরা পরিস্থিতি অনুযায়ী খেলেননি ৷

এবারের অ্যাসেজে জোর চর্চায় ‘বাজবল থিয়োরি’ ৷ কিন্তু, কী এই ‘বাজবল থিয়োরি’ ? এই থিয়োরি ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্র্যান্ডল ম্যাককুলা অর্থাৎ, বাজের থিয়োরি ৷ অর্থাৎ, তিনি নিউজিল্যান্ডের অধিনায়ক থাকাকালীন যে ভঙ্গিমায় টেস্ট ম্যাচ খেলেছিলেন, সেই ধরনটি ব্রিটিশ ক্রিকেটে নিয়ে এসেছেন ৷ এককথায় বলতে গেলে, ‘ওয়ান-ডে ফরম্যাটে টেস্ট ম্যাচ’ ৷ কিন্তু, এই ‘বাজবল থিয়োরি’ পুরোপুরি ব্যর্থ অ্যাসেজ সিরিজে ৷ আর সেই নিয়েই ইংল্যান্ড দলের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুললেন তাদের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ৷

নাসের সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, ‘‘সবাই ‘বাজবল’ নিয়ে কথা বলছে ৷ কিন্তু, আমি ‘বাজবল’ বলতে যা বুঝি, তা হল পরিস্থিতি অনুযায়ী খেলা ৷ যা তাঁরা পাকিস্তানে ও গত গ্রীষ্মে করেছিল ৷ যদি, তোমার হুক শটের জন্য চারজন ফিল্ডারকে বাইরে রাখা হয়, তাহলে পরিস্থিতি তোমার অনুকূলে কখনই নয় ৷ আর তা সত্ত্বেও যদি আপনি হুক বা পুল শট খেলেন, তাহলে প্রতিপক্ষকে নিজের উইকেট দিয়ে আসেবন ৷ আর সেটাই ইংল্যান্ড ব্যাটাররা করেছেন ৷’’

আরও পড়ুন: বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান

অর্থাৎ, নাসের হুসেনের কথায় পরিস্থিতি অনুযায়ী খেলাটাই বুদ্ধিমানের কাজ হবে টেস্ট ক্রিকেটে ৷ তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ৷ নাসের বলেন, ‘‘ইংল্যান্ড এজবাস্টনে প্রথম টেস্ট হেরে 0-1 এ সিরিজে পিছিয়ে রয়েছে ৷ কিন্তু, তার পরেও দ্বিতীয় টেস্টেও দল একই ফর্মুলা নিল অজিদের বিরুদ্ধে, যা গত ম্যাচে কাজে আসেনি ৷’’ নাসের জানান, দ্বিতীয় দিনের শেষবেলা থেকেই ইংল্যান্ড ম্যাচ থেকে দূরে সরে গিয়েছিল ৷ যখন হ্যারি ব্রুক এবং অধিনায়ক বেন স্টোকস লাগাতার প্যাট কামিন্সদের বাউন্সারে হুক ও পুল শট খেলতে যাচ্ছিলেন ৷ যা তৃতীয় দিনের সকালে করতে গিয়ে দ্রুত 5 উইকেট হারায় থ্রি-লায়ন্সরা ৷

আরও পড়ুন: নির্বাচকদের বেতন বাড়াতে চলেছে বিসিসিআই

এই মুহূর্তে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 130 রান তুলেছে ৷ ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা (58) এবং স্টিভ স্মিথ (6) ৷ ইংল্যান্ড প্রথম ইনিংসে 325 রানে অলআউট হয়ে যায় ৷ ফলে প্রথম ইনিংসে অজিরা 91 রানের লিড নিয়েছে ৷ আর দ্বিতীয় ইনিংসে 130 রান আরও যোগ করে মোট 221 রানের লিডে রয়েছে প্যাট কামিন্সের দল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.