ধরমশালা, 7 অক্টোবর: চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম ডাবল হেডার আজ। তৃতীয় দিনের প্রথম ম্যাচ ধর্মশালায়। সেখানে মুখোমুখি সাকিব আল হাসানের বাংলাদেশ এবং হসমতুল্লা শাহিদির আফগানিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শাকিব ব্রিগেড ৷ অন্যদিকে, আজ দিনের দ্বিতীয় ম্যাচ রয়েছে দুপুর 2টো থেকে। সেটি হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সেই ম্যাচে মুখোমুখি হবে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা ৷ যে চার দল আজ বিশ্বকাপের ম্যাচ খেলবে তার মধ্যে মাত্র শ্রীলঙ্কা 1996 সালে বিশ্বকাপ জিতেছিল। এ ছাড়া বাংলাদেশ, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এক বারও বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। এবার দেখার এই চার দলের মধ্যে কোন দুই দল জয় দিয়ে যাত্রা শুরু করতে পারে।
-
ICC Men's Cricket World Cup 2023
— Bangladesh Cricket (@BCBtigers) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Bangladesh 🆚 Afghanistan 🏏
Bangladesh Playing XI 🫶 🇧🇩
Photo Credit: ICC/Getty#BCB | #Cricket | #CWC23 pic.twitter.com/1ORHh9C8YY
">ICC Men's Cricket World Cup 2023
— Bangladesh Cricket (@BCBtigers) October 7, 2023
Bangladesh 🆚 Afghanistan 🏏
Bangladesh Playing XI 🫶 🇧🇩
Photo Credit: ICC/Getty#BCB | #Cricket | #CWC23 pic.twitter.com/1ORHh9C8YYICC Men's Cricket World Cup 2023
— Bangladesh Cricket (@BCBtigers) October 7, 2023
Bangladesh 🆚 Afghanistan 🏏
Bangladesh Playing XI 🫶 🇧🇩
Photo Credit: ICC/Getty#BCB | #Cricket | #CWC23 pic.twitter.com/1ORHh9C8YY
পাহাড়ে ঘেরা সুন্দর ধরমশালা স্টেডিয়ামে বসেছে এই ম্যাচ। সুন্দর মনোরম পরিবেশে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে মরিয়া দুই দল। বিশ্বকাপে নামার আগে এশিয়া কাপে এই দুই দলের সাক্ষাৎ হয়। যদিও সেই ম্যাচের ফলাফল আজ হয়তো কাজে লাগবে না। তবে সেই ম্য়াচ জেতে বাংলাদেশ। বিপক্ষকে বড় রানের টার্গেট দেন শাকিবরা। এবার বিশ্বকাপের মঞ্চ। পরিবেশও আলাদা। অন্যদিকে, আফগানিস্তান দলও প্রস্তুত এশিয়া কাপের বদলা নিতে। তবে শাকিব এবং রশিদদের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। কিন্তু এই ম্যাচে দুই দলই নিজেদের সেরাটা উজার করে দিতে চাইবে। স্বাভাবিকভাবেই আজ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে চলেছে গোটা বিশ্ব। এখন এটাই দেখার কোন দল শেষ হাসি হাসে।
-
ICC Cricket World Cup 2023
— Bangladesh Cricket (@BCBtigers) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Bangladesh 🆚 Afghanistan 🏏
Bangladesh won the toss and decided to bowl first 🇧🇩#BCB | #Cricket | #CWC23 pic.twitter.com/wilY2r9Iav
">ICC Cricket World Cup 2023
— Bangladesh Cricket (@BCBtigers) October 7, 2023
Bangladesh 🆚 Afghanistan 🏏
Bangladesh won the toss and decided to bowl first 🇧🇩#BCB | #Cricket | #CWC23 pic.twitter.com/wilY2r9IavICC Cricket World Cup 2023
— Bangladesh Cricket (@BCBtigers) October 7, 2023
Bangladesh 🆚 Afghanistan 🏏
Bangladesh won the toss and decided to bowl first 🇧🇩#BCB | #Cricket | #CWC23 pic.twitter.com/wilY2r9Iav
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শোরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতুল্লা শাহিদি (অধিনায়ক), মহম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।
আরও পড়ুন: কোচ তো মাঠে নেমে রান করবেন না, আমার দায়িত্ব পাশে থাকা: রাহুল দ্রাবিড়