ETV Bharat / sports

BAN vs IND 2nd ODI: মিরাজের সেঞ্চুরিতে সিরিজ হারের ভ্রুকুটি ভারতের সামনে - Mehidy Hasan Miraz

দ্বিতীয় একদিনের ম্যাচে (BAN vs IND 2nd ODI) 50 ওভারের শেষে বাংলাদেশ 7 উইকেট হারিয়ে 271 রান করল (Bangladesh Get 271 Runs Against India) ৷ সেঞ্চুরি করলেন অলরাউন্ডার মেহিদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz Gets Maiden Century) ৷ হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ৷

BAN vs IND 2nd ODI Bangladesh Get 271 Runs Against India as Mehidy Hasan Miraz Gets Maiden Century
BAN vs IND 2nd ODI Bangladesh Get 271 Runs Against India as Mehidy Hasan Miraz Gets Maiden Century
author img

By

Published : Dec 7, 2022, 4:06 PM IST

Updated : Dec 7, 2022, 4:28 PM IST

ঢাকা, 7 ডিসেম্বর: 69 রানে 6 জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর একশো হবে কি না, চিন্তায় ছিল বাংলাদেশ ৷ খেলা ঘোরালেন মেহিদি হাসান মিরাজ ৷ প্রথম ম্যাচের রেশ ধরে দ্বিতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন স্পিনিং অলরাউন্ডার ৷ 50 ওভার শেষে বাংলাদেশ 7 উইকেট হারিয়ে 271 রান তুলল ভারতের বিরুদ্ধে (Bangladesh Get 271 Runs Against India) ৷ মাহমুদুল্লাহ রিয়াদ এবং একদিনের ক্রিকেটে প্রথমবার সেঞ্চুরি করা মেহিদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz Gets Maiden Century) ব্যাটের ভর করে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা ৷ মাহমুদুল্লাহ 96 বলে 77 রান করেছেন ৷ আর প্রথম ম্যাচে অপরাজিত 49 রানের পর, আজও 83 বলে 100 রানে অপরাজিত থাকলেন মেহিদি হাসান মিরাজ ৷

এদিন শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় বোলাররা ৷ শুরুতেই আনামুল হক (11)-কে আউট করে বাংলাদেশকে ঝটকা দেন মহম্মদ সিরাজ ৷ এরপর ভারতীয় পেস বোলিংয়ের সামনে সেভাবে রান তুলতে পারেনি বাংলা টাইগাররা ৷ 10 নম্বর ওভারে ফের সিরাজ জ্বলে ওঠেন ৷ অধিনায়ক লিটন দাস (7)-কে বোল্ড করেন সিরাজ ৷ এখান থেকেই একে একে উইকেটে পতন শুরু হয় ৷ নাজমুল হোসেন শান্ত (21), সাকিব আল হাসান (8), মুশফিকুর রহিম (12) এবং আফিফ হোসেন (0) একের পর এক উইকেট হারায় বাংলাদেশ ৷

সিরাজ, উমরান মালিক এবং ওয়াশিংটন সুন্দরের সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ টপ ও মিডল অর্ডার ৷ কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং প্রথম ম্যাচে ভারতের নিশ্চিত জয়কে হারে পরিণত করা মেহিদি হাসান মিরাজ সপ্তম উইকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক রানের পার্টনারশিপ করেন ৷ দু’জনে মিলে 148 রান তোলেন ৷ মাহমুদুল্লাহ রিয়াদ সাবধানে খেলে বাংলাদেশের ইনিংস সামাল দেন ৷ অন্যদিকে, মেহিদি হাসান মিরাজ কিছুটা আক্রমণে গিয়ে রানের গতি চালু রাখেন ৷ এই দুইয়ের ইংনিসের দৌলতে বাংলাদেশ প্রথম ব্যাট করে 271 রান তোলে ৷

আরও পড়ুন: দিবালাকে ছাড়াই শেষ আটে, তবু রোমা স্ট্রাইকারকে হন্যে হয়ে খুঁজছেন অনুরাগীরা

অন্যদিকে, ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর 3টি, মহম্মদ সিরাজ এবং উমরান মালিক 2টি করে উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, আজ ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক রোহিত স্লিপে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান ৷ তাঁর আঙুল থেকে রক্ত বের হতে দেখা যায় ৷ বিসিসিআই জানিয়েছে, রোহিত শর্মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, স্ক্যান করানোর জন্য ৷ সিরিজে সমতা ফেরাতে আপাতত ভারতের ভরসা রোহিতহীন ব্যাটিং লাইন-আপ ৷

ঢাকা, 7 ডিসেম্বর: 69 রানে 6 জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর একশো হবে কি না, চিন্তায় ছিল বাংলাদেশ ৷ খেলা ঘোরালেন মেহিদি হাসান মিরাজ ৷ প্রথম ম্যাচের রেশ ধরে দ্বিতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন স্পিনিং অলরাউন্ডার ৷ 50 ওভার শেষে বাংলাদেশ 7 উইকেট হারিয়ে 271 রান তুলল ভারতের বিরুদ্ধে (Bangladesh Get 271 Runs Against India) ৷ মাহমুদুল্লাহ রিয়াদ এবং একদিনের ক্রিকেটে প্রথমবার সেঞ্চুরি করা মেহিদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz Gets Maiden Century) ব্যাটের ভর করে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা ৷ মাহমুদুল্লাহ 96 বলে 77 রান করেছেন ৷ আর প্রথম ম্যাচে অপরাজিত 49 রানের পর, আজও 83 বলে 100 রানে অপরাজিত থাকলেন মেহিদি হাসান মিরাজ ৷

এদিন শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় বোলাররা ৷ শুরুতেই আনামুল হক (11)-কে আউট করে বাংলাদেশকে ঝটকা দেন মহম্মদ সিরাজ ৷ এরপর ভারতীয় পেস বোলিংয়ের সামনে সেভাবে রান তুলতে পারেনি বাংলা টাইগাররা ৷ 10 নম্বর ওভারে ফের সিরাজ জ্বলে ওঠেন ৷ অধিনায়ক লিটন দাস (7)-কে বোল্ড করেন সিরাজ ৷ এখান থেকেই একে একে উইকেটে পতন শুরু হয় ৷ নাজমুল হোসেন শান্ত (21), সাকিব আল হাসান (8), মুশফিকুর রহিম (12) এবং আফিফ হোসেন (0) একের পর এক উইকেট হারায় বাংলাদেশ ৷

সিরাজ, উমরান মালিক এবং ওয়াশিংটন সুন্দরের সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ টপ ও মিডল অর্ডার ৷ কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং প্রথম ম্যাচে ভারতের নিশ্চিত জয়কে হারে পরিণত করা মেহিদি হাসান মিরাজ সপ্তম উইকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক রানের পার্টনারশিপ করেন ৷ দু’জনে মিলে 148 রান তোলেন ৷ মাহমুদুল্লাহ রিয়াদ সাবধানে খেলে বাংলাদেশের ইনিংস সামাল দেন ৷ অন্যদিকে, মেহিদি হাসান মিরাজ কিছুটা আক্রমণে গিয়ে রানের গতি চালু রাখেন ৷ এই দুইয়ের ইংনিসের দৌলতে বাংলাদেশ প্রথম ব্যাট করে 271 রান তোলে ৷

আরও পড়ুন: দিবালাকে ছাড়াই শেষ আটে, তবু রোমা স্ট্রাইকারকে হন্যে হয়ে খুঁজছেন অনুরাগীরা

অন্যদিকে, ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর 3টি, মহম্মদ সিরাজ এবং উমরান মালিক 2টি করে উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, আজ ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক রোহিত স্লিপে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান ৷ তাঁর আঙুল থেকে রক্ত বের হতে দেখা যায় ৷ বিসিসিআই জানিয়েছে, রোহিত শর্মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, স্ক্যান করানোর জন্য ৷ সিরিজে সমতা ফেরাতে আপাতত ভারতের ভরসা রোহিতহীন ব্যাটিং লাইন-আপ ৷

Last Updated : Dec 7, 2022, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.