ETV Bharat / sports

Axar Patel Engagement : জন্মদিনের পার্টিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব, বাগদান সেরে ফেললেন অক্ষর প্যাটেল - জন্মদিনে বাগদান সারলেন অক্ষর প্যাটেল

বান্ধবী মেহাকে বিয়ের প্রস্তাব ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেলের (Axar Patel Engagement) ৷ নিজের 28 তম জন্মদিনের পার্টিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে আংটি পরিয়ে দেন তিনি (Axar Patel Proposes Girlfriend Meha) ৷ মেহাও অক্ষরকে আংটি পরিয়ে তাঁর প্রস্তাবে সম্মতি জানান ৷

Axar Patel Engagement
Axar Patel Engagement
author img

By

Published : Jan 21, 2022, 9:59 AM IST

আমেদাবাদ, 21 জানুয়ারি : 28 তম জন্মদিনে বান্ধবী মেহাকে বিয়ের প্রস্তাব ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেলের (Axar Patel Proposes Girlfriend Meha) ৷ বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করেন অক্ষর ৷ সেখানেই রোম্যান্টিক ভঙ্গিতে মেহাকে বিয়ের প্রস্তাব দেন ভারতীয় বোলিং অলরাউন্ডার (Axar Patel Engagement) ৷ হাঁটু মুড়ে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি ৷ অক্ষরের সেই প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন মেহা ৷ এরপর দু’জনে একে অপরকে আংটি পরিয়ে ষোলোকলা পূর্ণ করেন ৷

অক্ষর এবং মেহা দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেদের এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ৷ তবে, অক্ষরের এনগেজমেন্টের খবর প্রথম প্রকাশ্যে আনেন তাঁর গুজরাত দলের সহ ক্রিকেটার এবং দীর্ঘদিনের বন্ধু চিন্তন গাজা ৷ তিনিই প্রথম নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যুগলের ছবি পোস্ট করে অভিনন্দন জানান ৷

আরও পড়ুন : প্রকাশ্যে টি-20 বিশ্বকাপের সূচি, 23 অক্টোবর মেলবোর্নে ভারত-পাক লড়াই

প্রসঙ্গত, চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের চলতি সফরে বাদ পড়েছেন অক্ষর প্যাটেল ৷ তবে, আশা করা হচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের ভারতীয় দলে ফিরবেন তিনি ৷ তবে, সময়ের সদ্বব্যবহার করলেন এই বাঁ হাতি স্পিনার ৷ আইপিএল-এ অক্ষরকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস ৷ পুরনোদের ধরে রাখা হাতে গোনা কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিও রয়েছেন ৷

আমেদাবাদ, 21 জানুয়ারি : 28 তম জন্মদিনে বান্ধবী মেহাকে বিয়ের প্রস্তাব ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেলের (Axar Patel Proposes Girlfriend Meha) ৷ বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করেন অক্ষর ৷ সেখানেই রোম্যান্টিক ভঙ্গিতে মেহাকে বিয়ের প্রস্তাব দেন ভারতীয় বোলিং অলরাউন্ডার (Axar Patel Engagement) ৷ হাঁটু মুড়ে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি ৷ অক্ষরের সেই প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন মেহা ৷ এরপর দু’জনে একে অপরকে আংটি পরিয়ে ষোলোকলা পূর্ণ করেন ৷

অক্ষর এবং মেহা দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেদের এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ৷ তবে, অক্ষরের এনগেজমেন্টের খবর প্রথম প্রকাশ্যে আনেন তাঁর গুজরাত দলের সহ ক্রিকেটার এবং দীর্ঘদিনের বন্ধু চিন্তন গাজা ৷ তিনিই প্রথম নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যুগলের ছবি পোস্ট করে অভিনন্দন জানান ৷

আরও পড়ুন : প্রকাশ্যে টি-20 বিশ্বকাপের সূচি, 23 অক্টোবর মেলবোর্নে ভারত-পাক লড়াই

প্রসঙ্গত, চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের চলতি সফরে বাদ পড়েছেন অক্ষর প্যাটেল ৷ তবে, আশা করা হচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের ভারতীয় দলে ফিরবেন তিনি ৷ তবে, সময়ের সদ্বব্যবহার করলেন এই বাঁ হাতি স্পিনার ৷ আইপিএল-এ অক্ষরকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস ৷ পুরনোদের ধরে রাখা হাতে গোনা কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিও রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.