বিশাখাপত্তনম, 19 মার্চ: স্কোরবোর্ডে 117 রান তোলার পর কোনও ভারতীয় সমর্থকই জয়ের আশা করেননি ৷ তবে যে পিচে অজি বোলাররা আগুন ঝরালেন সেই পিচে সিরাজ-শামিরা কী করেন, তা দেখার অপেক্ষায় ছিল ভারতের ফ্যানেরা ৷ কিন্তু অজি ব্যাটাররা দেখালেন পিচে কোনও জুজুই নেই ৷ ফল যা হওয়ার তাই হল, দ্বিতীয় একদিনের ম্যাচে ধরাশায়ী 'মেন ইন ব্লু' ৷ বিশাখাপত্তনমে ভারতকে 10 উইকেটে হারাল অস্ট্রেলিয়া ৷ বল হাতে প্রথমে অজি পেসারদের দুরন্ত পারফরম্যান্সের পর ব্যাট হাতে ঝড় মিচেল মার্শ এবং ট্রেভিস হেডের ৷ ভারতীয় বোলারদের লাইন-লেংথ তছনছ করে মাত্র 11 ওভারে জয়ের জন্য 118 রান তুলে নেয় অস্ট্রেলিয়া (Australia Win by 10 Wickets in 2nd ODI Against India) ৷
বিনা উইকেটে 121 রান তুলে নেয় সফরকারী দল ৷ একইসঙ্গে তিনম্যাচের ওয়ান-ডে সিরিজে সমতা ফেরালেন স্টিভ স্মিথরা ৷ 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মিচেল স্টার্ক ৷ অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামা মিচেল মার্শ এবং ট্রেভিস হেড আজ শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং শুরু করেন ৷ দ্বিতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরি করলেন মিচেল মার্শ (36 বলে 66 রানে অপরাজিত) এবং ট্রাভিস হেড (30 বলে 51 রানে অপরাজিত) ৷ দুই অজি ওপেনারের সামনে এদিন কোনও ভারতীয় বোলারই টিকতে পারেননি ৷ গত ম্যাচে 3 উইকেট নেওয়া মহম্মদ শামি 3 ওভারে 29 রান দিয়েছেন ৷ যার মধ্যে 3টি ওয়াইড বল করেছেন ৷ মহম্মদ সিরাজও 3 ওভারে 37 রান দেন ৷ অক্ষর প্যাটেল 3 ওভারে 25 রান, হার্দিক পান্ডিয়া 1 ওভারে 18 রান এবং কুলদীপ যাদব 1 ওভারে 12 রান দিয়েছেন ৷ ভারতকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া ৷
-
Australia win the second #INDvAUS ODI. #TeamIndia will look to bounce back in the series decider 👍 👍
— BCCI (@BCCI) March 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/dzoJxTO9tc @mastercardindia pic.twitter.com/XnYYXtefNr
">Australia win the second #INDvAUS ODI. #TeamIndia will look to bounce back in the series decider 👍 👍
— BCCI (@BCCI) March 19, 2023
Scorecard ▶️ https://t.co/dzoJxTO9tc @mastercardindia pic.twitter.com/XnYYXtefNrAustralia win the second #INDvAUS ODI. #TeamIndia will look to bounce back in the series decider 👍 👍
— BCCI (@BCCI) March 19, 2023
Scorecard ▶️ https://t.co/dzoJxTO9tc @mastercardindia pic.twitter.com/XnYYXtefNr
আরও পড়ুন: স্টার্কের পেসে ছারখার ভারতের টপ-অর্ডার ব্যাটিং, সমতা ফেরাতে অজিদের দরকার 118
উল্লেখ্য, এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান স্টিভ স্মিথ ৷ আর শুরু থেকেই ভারতীয় বোলারদের উপরে দাপিয়ে বেরিয়েছেন অজি পেসাররা ৷ বিশেষত মিচেল স্টার্ক ৷ তিনি রোহিত শর্মা (13), শুভমন গিল (0), সূর্যকুমার যাদব (0), কেএল রাহুল (9) এবং মহম্মদ সিরাজ (0)-এর উইকেট নেনে ৷ মাঝে বিরাট কোহলি একমাত্র 31 রানের ইনিংস খেলেন ৷ আর লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেল 29 রানে অপরাজিত ছিলেন ৷ এর বাইরে কোনও ভারতীয় ব্যাটার প্রতিরোধ তৈরি করতে পারেননি ৷ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে আগামী 22 মার্চ বুধবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে ৷