ETV Bharat / sports

India vs Australia 3rd Test: ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে 9 উইকেটে বড় জয় অস্ট্রেলিয়ার

author img

By

Published : Mar 3, 2023, 10:57 AM IST

Updated : Mar 3, 2023, 11:30 AM IST

ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে হার ভারতের (India vs Australia 3rd Test) ৷ তৃতীয় দিন সকালে দেড় ঘণ্টার মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা ৷ ম্যাচের সেরা হয়েছেন নাথন লায়ন ৷

India vs Australia 3rd Test ETV BHARAT
India vs Australia 3rd Test

ইন্দোর, 3 মার্চ: ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় হার ভারতের (Australia Beat India in 3rd Test) ৷ তৃতীয় দিনের সকালে 9 উইকেটে ভারতকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র প্রথম জয় পেল অজিরা ৷ আজ সকালে মাত্র 76 রান তাড়া করতে নেমে শুরুতে কিছু সমস্যায় পড়লেও ট্রাভিস হেড (49 অপরাজিত) এবং মার্নস লাবুশেন (28 অপরাজিত) পরিস্থিতি সামলে খেলতে শুরু করেন ৷ ক্রিজে সেট হয়ে যাওয়ার পর ট্রাভিস হেড আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম জয় ছিনিয়ে নেন ৷ সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করল অস্ট্রেলিয়া ৷ মাত্র 13 ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল ইন্দোর টেস্ট।

এদিন সকালে প্রথম ওভারে ওপেনার উসমান খোয়াজাকে শূন্যতে আউট করে রবিচন্দ্রন অশ্বিন ৷ এরপর টার্নিং ট্র্যাকে লাবুশেন এবং হেড সমস্যায় পড়লেও, তাঁদের আউট করতে ব্যর্থ হন ভারতীয় স্পিনারা ৷ এদিন ম্যাচের বল নিয়ে অসন্তোষ প্রকাশ করেত দেখা যায় অশ্বিনকে ৷ তিনি আম্পায়ারের কাছে বারবার বল বদল করার আবেদন জানান ৷ কিন্তু ফিল্ড আম্পায়াররা বল বদল করেননি ৷ আর সেখান থেকেই ম্যাচ অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে যায় ৷ অশ্বিনকে প্রতিআক্রমণে যান ট্রাভিস হেড ৷

উল্লেখ্য, ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথমদিনে ভারত মাত্র 109 রানে অল আউট হয়ে যায় ৷ অজি স্পিনারদের সামনে ভারতের কোনও ব্যাটার ক্রিজে টিকতে পারেননি ৷ জবাবে উসমান খোয়াজা (60) এবং মার্নস লাবুশেন (31) ভারতের থেকে ম্যাচ অনেক দূরে নিয়ে চলে যান ৷ প্রথম ইনিংসে অজিরা 197 রান তোলে ৷ যা ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচে যথেষ্ঠ ভালো স্কোর বলেই মত বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন: পিঠের অস্ত্রোপচারে বুমরাকে বিদেশ পাঠাচ্ছে বিসিসিআই

দ্বিতীয় ইনিংসে ভারত 88 রান পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ৷ তবে, দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় ভারতের টপ-অর্ডার ৷ আক্রমণাত্মক শট খেলতে গিয়ে নিজেদের উইকেট দিয়ে আসেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল ৷ একমাত্র চেতেশ্বর পূজারা (59) কিছুটা প্রতিরোধ তৈরি করেন ৷ মাঝে শ্রেয়াস আইয়ারের সঙ্গে মিলে কিছুটা প্রতিরোধ তৈরি করেন পূজারা ৷ তবে, তা যথেষ্ঠ ছিল না ভারতের জন্য ৷ মাত্র 163 রানে অল আউট হয়ে যায় ভারত ৷ ফলে জয়ের জন্য অজিদের সামনে চতুর্থ ইনিংসে টার্গেট ছিল মাত্র 76 রান ৷ প্রথম ইনিংসে 3 ও দ্বিতীয় ইনিংসে 8 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নাথন লায়ন ৷

ইন্দোর, 3 মার্চ: ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় হার ভারতের (Australia Beat India in 3rd Test) ৷ তৃতীয় দিনের সকালে 9 উইকেটে ভারতকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র প্রথম জয় পেল অজিরা ৷ আজ সকালে মাত্র 76 রান তাড়া করতে নেমে শুরুতে কিছু সমস্যায় পড়লেও ট্রাভিস হেড (49 অপরাজিত) এবং মার্নস লাবুশেন (28 অপরাজিত) পরিস্থিতি সামলে খেলতে শুরু করেন ৷ ক্রিজে সেট হয়ে যাওয়ার পর ট্রাভিস হেড আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম জয় ছিনিয়ে নেন ৷ সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করল অস্ট্রেলিয়া ৷ মাত্র 13 ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল ইন্দোর টেস্ট।

এদিন সকালে প্রথম ওভারে ওপেনার উসমান খোয়াজাকে শূন্যতে আউট করে রবিচন্দ্রন অশ্বিন ৷ এরপর টার্নিং ট্র্যাকে লাবুশেন এবং হেড সমস্যায় পড়লেও, তাঁদের আউট করতে ব্যর্থ হন ভারতীয় স্পিনারা ৷ এদিন ম্যাচের বল নিয়ে অসন্তোষ প্রকাশ করেত দেখা যায় অশ্বিনকে ৷ তিনি আম্পায়ারের কাছে বারবার বল বদল করার আবেদন জানান ৷ কিন্তু ফিল্ড আম্পায়াররা বল বদল করেননি ৷ আর সেখান থেকেই ম্যাচ অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে যায় ৷ অশ্বিনকে প্রতিআক্রমণে যান ট্রাভিস হেড ৷

উল্লেখ্য, ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথমদিনে ভারত মাত্র 109 রানে অল আউট হয়ে যায় ৷ অজি স্পিনারদের সামনে ভারতের কোনও ব্যাটার ক্রিজে টিকতে পারেননি ৷ জবাবে উসমান খোয়াজা (60) এবং মার্নস লাবুশেন (31) ভারতের থেকে ম্যাচ অনেক দূরে নিয়ে চলে যান ৷ প্রথম ইনিংসে অজিরা 197 রান তোলে ৷ যা ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচে যথেষ্ঠ ভালো স্কোর বলেই মত বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন: পিঠের অস্ত্রোপচারে বুমরাকে বিদেশ পাঠাচ্ছে বিসিসিআই

দ্বিতীয় ইনিংসে ভারত 88 রান পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ৷ তবে, দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় ভারতের টপ-অর্ডার ৷ আক্রমণাত্মক শট খেলতে গিয়ে নিজেদের উইকেট দিয়ে আসেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল ৷ একমাত্র চেতেশ্বর পূজারা (59) কিছুটা প্রতিরোধ তৈরি করেন ৷ মাঝে শ্রেয়াস আইয়ারের সঙ্গে মিলে কিছুটা প্রতিরোধ তৈরি করেন পূজারা ৷ তবে, তা যথেষ্ঠ ছিল না ভারতের জন্য ৷ মাত্র 163 রানে অল আউট হয়ে যায় ভারত ৷ ফলে জয়ের জন্য অজিদের সামনে চতুর্থ ইনিংসে টার্গেট ছিল মাত্র 76 রান ৷ প্রথম ইনিংসে 3 ও দ্বিতীয় ইনিংসে 8 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নাথন লায়ন ৷

Last Updated : Mar 3, 2023, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.