ETV Bharat / sports

ICC World Cup 2023: শারদোৎসবের আবহে বিশ্বকাপ-পুজো, ইডেন যেন মায়াপুরী - আইসিসি

New Looks of Eden Gardens Before Cricket World Cup match: 28 অক্টোবর ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নতুন রূপে সেজে উঠেছে ইডেন গার্ডেন্স ৷ কেমন হল সেই নতুন রূপ, আসুন দেখে নেওয়া যাক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 6:58 PM IST

শারদোৎসবের আবহে বিশ্বকাপ-পুজো

কলকাতা, 6 অক্টোবর: কথায় বলে, 'উলটে দেখুন পালটে গিয়েছে' ৷ নতুন ইডেন গার্ডেন্সের স্লোগান, 'এসে দেখুন বদলে গিয়েছে' ৷ ঐতিহ্য ও আধুনিকতা এখানে পাশাপাশি অবস্থান করছে ৷ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে সংস্কারের পর নবরূপে আবির্ভূত হওয়া ইডেন দেখে মনে হবে যেন মায়াপুরী ৷

আইসিসির নানা নির্দেশ সিএবি-কে:

ভার্টিক্যাল গার্ডেন থেকে দর্শক স্বাচ্ছন্দ্যে জোর বিশ্বকাপের ইডেনে ৷ বিশ্বকাপের আগে সেজে ওঠা ইডেন দেখে মায়াপুরী মনে হতে পারে ৷ বিরাট কোহলি-রোহিত শর্মারা যখন এই নতুন ইডেনকে দেখবেন, তখন অবাক হতে বাধ্য ৷ যদি তারা চেনা মুখকে ডেকে জিজ্ঞেস করেন, ‘কোথায় এলাম ! এ সত্যিই ইডেন তো !’ তাহলেও বিস্ময়ের কিছু নেই ৷ কারণ, তাঁদের এই অভিব্যক্তিটাই স্বাভাবিক ৷ বছরের পর বছর একই রূপে দেখতে অভ্যস্ত ইডেন এবার মেকওভার করেছে নিজেকে ৷ ওয়ান-ডে বিশ্বকাপের আগে বদলে গিয়েছে অনেক কিছু ৷

শুধু সেজে উঠে সুন্দর হওয়াই নয়, আইসিসি-র প্রতিনিধিদের দেওয়া নির্দেশাবলী মেনে দর্শক স্বাচ্ছন্দ্য, ব্রডকাস্টিং, গ্যালারির সঙ্গে ভার্টিক্যাল গার্ডেন, ধারাভাষ্যকারদের জন্য আরও দু’টি বিশেষ কমেন্ট্রি বক্স ও বিশ্বকাপের টিভি সম্প্রচারের জন্য বড় জায়গা সব তৈরি ৷ এল, সি এই সব বক্লের নিচে দেওয়াল জুড়ে সবুজ ঘাসে মুড়ে ভার্টিক্যাল গার্ডেন করা হয়েছে ৷ যা গ্যালারির নীচের সেই ম্যাড়ম্যাড়ে দেওয়াল একেবারে বদলে দিয়েছে ৷

এক নজরে ইডেনের আইসিসি-র কিছু নির্দেশ

  • দু’টি অতিরিক্ত কমেন্ট্রি বক্স ৷
  • ব্রডকাস্টিংয়র জন্য আরও জায়গা ৷
  • গ্যালারির নীচের দেওয়াল জুড়ে ভার্টিক্যাল গার্ডেন ৷
  • মহিলাদের আধুনিক শৌচালয় ও প্রত্যেক ব্লকে বায়ো-টয়লেট ৷
  • ফুড কোর্টে থাকবে ব্র্যান্ডেড স্টল ৷
  • ক্লাব হাউসে এক্সেলেটর ও লিফট (যা হচ্ছে না) ৷
  • ফেন্সিংয়ের কাঁটাতার বাড়ানো ৷
  • অন্তত তিন সপ্তাহ আগে উইকেটের পুরো দায়িত্ব আইসিসি-র হাতে তুলে দেওয়া ৷
  • আন্তর্জাতিক মানের মিডিয়া নেটওয়ার্ক ও ইডেনের বাইরে আইসিসি-র টিকিট কিয়স্ক ৷

সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে দর্শক স্বাচ্ছন্দ্য ৷ মহিলাদের জন্য আলাদা শৌচালয় করতেই হবে এই নির্দেশ আগেই ছিল ৷ সেই সঙ্গে প্রত্যেক ফ্লোরে বায়ো-টয়লেট ৷ কিন্তু, জায়গার অভাবের কারণে ইডেনের ক্লাব হাউসে বায়ো-টয়লেট তৈরি করা যায়নি ৷ দর্শকদের খাওয়া-দাওয়ার ব্যবস্থার জন্য প্রতিবারই টেন্ডার ডাকা হয় ৷ বিশ্বকাপেও একই ব্যবস্থা করা হয়েছে ৷ নির্দেশ অনুযায়ী, নামী ব্র্যান্ড ছাড়া টেন্ডারে অংশ নিতে দেওয়া যাবে না ৷ অন্যদিকে, তিন সপ্তাহ আগে ইডেনের উইকেটের দায়িত্ব আইসিসি-র হাতে তুলে দেওয়ার বিষয়টিও থমকে রয়েছে ৷ বৃষ্টির কারণে সেইভাবে পিচ তৈরির কাজ এগোনো যায়নি ৷ তবে, এর জন্য কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন: বিশ্বকাপ আয়োজনে চমক দিতে তৈরি ক্রিকেট ইতিহাস সমৃদ্ধ একানা স্টেডিয়াম

ইডেন সংস্কার ও অন্যান্য কাজের জন্য প্রায় 125 কোটি টাকা দিয়েছে বিসিসিআই ৷ তার যে সঠিক ব্যবহার হয়েছে তা ইডেনে পা দিলেই বুঝতে পারা যাচ্ছে ৷ বাইরে থেকে ঝাঁ-চকচকে করার পাশাপাশি, অন্দরসজ্জাতেও আমূল পরিবর্তন ৷ প্রধান প্রবেশদ্বার পেরিয়ে ঢুকে দর্শকরা ডান কিংবা বাঁ-দিকে তাকালে দেওয়ালগুলিতে অতীতের নানান মুহূর্ত ৷ যার একদিকে বাংলা দলের অধিনায়কদের ছবি ৷ আর সেই সঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কদের ছবি ৷ সঙ্গে নানান আন্তর্জাতিক ম্যাচের মুহূর্ত তুলে ধরা হয়েছে ৷ কোনও বছরে, কত তারিখে কোনও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে ইডেন ? সেই সব উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন: ক্রিকেটের ফাইনালে ভারত, তিরন্দাজিতে ব্রোঞ্জ পেল মেয়েরা

রয়েছে পেলে থেকে নেলসন ম্যান্ডেলার ছবি ৷ রয়েছে রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীদের ইডেনের অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি ৷ এককথায় নতুন রূপে সেজে ওঠা ইডেন দর্শকদের ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দেবে ৷ দোতলায় সিএবি কর্তাদের ঘরও নতুন করে সাজানো হয়েছে ৷ সেখানেও অন্দরসজ্জায় বদল এসেছে ৷ দোতলায় উঠতেই ছাদ জোড়া ঝাড়বাতি নজর টানবে ৷ তিনতলায় কনফারেন্স রুম ও মিডিয়া সেন্টারের ভোলবদল চমক দেবে সকলকে ৷ সবার উপরে প্রেসবক্সও নতুন সাজে সেজে উঠেছে ৷ দুর্গাপুজোর পরেই লক্ষীপুজো ৷ আর সেদিনই ইডেনে ‘বিশ্বকাপ পুজো’র শুরু ৷ সেমি-ফাইনাল-সহ পাঁচটি ম্যাচ কলকাতায় আয়োজিত হচ্ছে ৷ তার সঠিক আয়োজনের জন্য তৈরি ক্রিকেটের ‘নন্দনকানন’ ৷

শারদোৎসবের আবহে বিশ্বকাপ-পুজো

কলকাতা, 6 অক্টোবর: কথায় বলে, 'উলটে দেখুন পালটে গিয়েছে' ৷ নতুন ইডেন গার্ডেন্সের স্লোগান, 'এসে দেখুন বদলে গিয়েছে' ৷ ঐতিহ্য ও আধুনিকতা এখানে পাশাপাশি অবস্থান করছে ৷ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে সংস্কারের পর নবরূপে আবির্ভূত হওয়া ইডেন দেখে মনে হবে যেন মায়াপুরী ৷

আইসিসির নানা নির্দেশ সিএবি-কে:

ভার্টিক্যাল গার্ডেন থেকে দর্শক স্বাচ্ছন্দ্যে জোর বিশ্বকাপের ইডেনে ৷ বিশ্বকাপের আগে সেজে ওঠা ইডেন দেখে মায়াপুরী মনে হতে পারে ৷ বিরাট কোহলি-রোহিত শর্মারা যখন এই নতুন ইডেনকে দেখবেন, তখন অবাক হতে বাধ্য ৷ যদি তারা চেনা মুখকে ডেকে জিজ্ঞেস করেন, ‘কোথায় এলাম ! এ সত্যিই ইডেন তো !’ তাহলেও বিস্ময়ের কিছু নেই ৷ কারণ, তাঁদের এই অভিব্যক্তিটাই স্বাভাবিক ৷ বছরের পর বছর একই রূপে দেখতে অভ্যস্ত ইডেন এবার মেকওভার করেছে নিজেকে ৷ ওয়ান-ডে বিশ্বকাপের আগে বদলে গিয়েছে অনেক কিছু ৷

শুধু সেজে উঠে সুন্দর হওয়াই নয়, আইসিসি-র প্রতিনিধিদের দেওয়া নির্দেশাবলী মেনে দর্শক স্বাচ্ছন্দ্য, ব্রডকাস্টিং, গ্যালারির সঙ্গে ভার্টিক্যাল গার্ডেন, ধারাভাষ্যকারদের জন্য আরও দু’টি বিশেষ কমেন্ট্রি বক্স ও বিশ্বকাপের টিভি সম্প্রচারের জন্য বড় জায়গা সব তৈরি ৷ এল, সি এই সব বক্লের নিচে দেওয়াল জুড়ে সবুজ ঘাসে মুড়ে ভার্টিক্যাল গার্ডেন করা হয়েছে ৷ যা গ্যালারির নীচের সেই ম্যাড়ম্যাড়ে দেওয়াল একেবারে বদলে দিয়েছে ৷

এক নজরে ইডেনের আইসিসি-র কিছু নির্দেশ

  • দু’টি অতিরিক্ত কমেন্ট্রি বক্স ৷
  • ব্রডকাস্টিংয়র জন্য আরও জায়গা ৷
  • গ্যালারির নীচের দেওয়াল জুড়ে ভার্টিক্যাল গার্ডেন ৷
  • মহিলাদের আধুনিক শৌচালয় ও প্রত্যেক ব্লকে বায়ো-টয়লেট ৷
  • ফুড কোর্টে থাকবে ব্র্যান্ডেড স্টল ৷
  • ক্লাব হাউসে এক্সেলেটর ও লিফট (যা হচ্ছে না) ৷
  • ফেন্সিংয়ের কাঁটাতার বাড়ানো ৷
  • অন্তত তিন সপ্তাহ আগে উইকেটের পুরো দায়িত্ব আইসিসি-র হাতে তুলে দেওয়া ৷
  • আন্তর্জাতিক মানের মিডিয়া নেটওয়ার্ক ও ইডেনের বাইরে আইসিসি-র টিকিট কিয়স্ক ৷

সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে দর্শক স্বাচ্ছন্দ্য ৷ মহিলাদের জন্য আলাদা শৌচালয় করতেই হবে এই নির্দেশ আগেই ছিল ৷ সেই সঙ্গে প্রত্যেক ফ্লোরে বায়ো-টয়লেট ৷ কিন্তু, জায়গার অভাবের কারণে ইডেনের ক্লাব হাউসে বায়ো-টয়লেট তৈরি করা যায়নি ৷ দর্শকদের খাওয়া-দাওয়ার ব্যবস্থার জন্য প্রতিবারই টেন্ডার ডাকা হয় ৷ বিশ্বকাপেও একই ব্যবস্থা করা হয়েছে ৷ নির্দেশ অনুযায়ী, নামী ব্র্যান্ড ছাড়া টেন্ডারে অংশ নিতে দেওয়া যাবে না ৷ অন্যদিকে, তিন সপ্তাহ আগে ইডেনের উইকেটের দায়িত্ব আইসিসি-র হাতে তুলে দেওয়ার বিষয়টিও থমকে রয়েছে ৷ বৃষ্টির কারণে সেইভাবে পিচ তৈরির কাজ এগোনো যায়নি ৷ তবে, এর জন্য কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন: বিশ্বকাপ আয়োজনে চমক দিতে তৈরি ক্রিকেট ইতিহাস সমৃদ্ধ একানা স্টেডিয়াম

ইডেন সংস্কার ও অন্যান্য কাজের জন্য প্রায় 125 কোটি টাকা দিয়েছে বিসিসিআই ৷ তার যে সঠিক ব্যবহার হয়েছে তা ইডেনে পা দিলেই বুঝতে পারা যাচ্ছে ৷ বাইরে থেকে ঝাঁ-চকচকে করার পাশাপাশি, অন্দরসজ্জাতেও আমূল পরিবর্তন ৷ প্রধান প্রবেশদ্বার পেরিয়ে ঢুকে দর্শকরা ডান কিংবা বাঁ-দিকে তাকালে দেওয়ালগুলিতে অতীতের নানান মুহূর্ত ৷ যার একদিকে বাংলা দলের অধিনায়কদের ছবি ৷ আর সেই সঙ্গে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কদের ছবি ৷ সঙ্গে নানান আন্তর্জাতিক ম্যাচের মুহূর্ত তুলে ধরা হয়েছে ৷ কোনও বছরে, কত তারিখে কোনও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে ইডেন ? সেই সব উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন: ক্রিকেটের ফাইনালে ভারত, তিরন্দাজিতে ব্রোঞ্জ পেল মেয়েরা

রয়েছে পেলে থেকে নেলসন ম্যান্ডেলার ছবি ৷ রয়েছে রাজ্যের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীদের ইডেনের অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি ৷ এককথায় নতুন রূপে সেজে ওঠা ইডেন দর্শকদের ইতিহাসের সামনে দাঁড় করিয়ে দেবে ৷ দোতলায় সিএবি কর্তাদের ঘরও নতুন করে সাজানো হয়েছে ৷ সেখানেও অন্দরসজ্জায় বদল এসেছে ৷ দোতলায় উঠতেই ছাদ জোড়া ঝাড়বাতি নজর টানবে ৷ তিনতলায় কনফারেন্স রুম ও মিডিয়া সেন্টারের ভোলবদল চমক দেবে সকলকে ৷ সবার উপরে প্রেসবক্সও নতুন সাজে সেজে উঠেছে ৷ দুর্গাপুজোর পরেই লক্ষীপুজো ৷ আর সেদিনই ইডেনে ‘বিশ্বকাপ পুজো’র শুরু ৷ সেমি-ফাইনাল-সহ পাঁচটি ম্যাচ কলকাতায় আয়োজিত হচ্ছে ৷ তার সঠিক আয়োজনের জন্য তৈরি ক্রিকেটের ‘নন্দনকানন’ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.