ETV Bharat / sports

ICC World Cup 2023: পিঠের ব্যথা নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছি, ম্যাচের পর জানালেন অ্যাডাম জাম্পা - ক্রিকেট বিশ্বকাপ 2023

Australia Leg Spinner Adam Zampa: প্রথম দু’টি ম্যাচ হারার পর সোমবার ক্রিকেট বিশ্বকাপ 2023 এ প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া ৷ লখনউয়ে শ্রীলঙ্কাকে তারা পাঁচ উইকেটে হারিয়েছে ৷ সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ৷ তিনি 47 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন ৷ হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচও ৷

Adam Zampa
Adam Zampa
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 12:17 PM IST

লখনউ, 17 অক্টোবর: চলতি ওয়ান-ডে ক্রিকেট বিশ্বকাপে সোমবার প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ৷ তাঁর নেওয়া চার উইকেট প্যাট কামিন্সদের জয় আরও সহজ করে দেয় লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ৷ জাম্পার দাবি, তিনি পিঠের ব্যথা নিয়ে খেলতে নেমেছিলেন ৷ যদিও সেই ব্যাথা তাঁর পারফরম্যান্সের পথে বাধা হয়ে যে দাঁড়াইনি, তা বলাই বাহুল্য ৷

সোমবারের ম্যাচে প্রথম ফিল্ডিং করে অস্ট্রেলিয়া ৷ শ্রীলঙ্কাকে তারা 209 রানে অল আউট করে দেয় ৷ 31 বছর বয়সী লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নেন 47 রানে 4 উইকেট ৷ তিনিই পেয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার ৷ এই পারফরম্যান্স নিয়ে জাম্পার বক্তব্য, "সত্যি বলতে, আমি খুব একটা ভালো অনুভব করছিলাম না ৷ কারণ, আমার পিঠে একটু ব্যথা ছিল । গত কয়েকদিন ধরে খেলছিলাম । আজকে আমি ভালো অনুভব করেছি, আজ আরও ভালো বোলিং করেছি ।"

ক্যাঙ্গারুদের দেশের এই লেগ স্পিনার আরও বলেন, "ব্যক্তিগতভাবে এটা আমার সেরা পারফরম্যান্স নয় ৷ তবে আগের খেলায় আমি অনুভব করেছি যে আমি আরও ভালো বল করতে পারতাম । এই দলে আমার কাজ হল মিডল অর্ডারে উইকেট নেওয়া । সেটা পুরোপুরি করতে পারিনি এবং ডেথ বোলারদের (যাঁরা ইনিংসের শেষের দিকে বল করেন) উপর চাপ সৃষ্টি করেছি । আজ, আমি ভালো বোধ করছি ৷ কিন্তু আজ জয়ী দলের সদস্য হতে পেরে ভালো লাগছে । ছন্দে ফিরতে একটু সময় লেগেছে, শুধু সেই উইকেট নেওয়ার মনোভাব বজায় রাখতে হবে, আমি কিছু রান দিয়ে দিলেও কিছু যায় আসে না ৷"

এবার অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে চেন্নাইয়ে ৷ ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে তারা হেরে যায় ৷ পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকাও তাদের হারিয়ে দেয় ৷ ফলে দশ দলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের একেবারে শেষে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া ৷ তবে সোমবার তারা জয়ের রাস্তায় ফিরতে পারল ৷ এখনও শেষ চারে জায়গা পাওয়ার সুযোগ তাদের কাছে হারিয়ে যায়নি ৷

এ দিনের জয় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, "হ্যাঁ, আজ খুশি । সম্ভবত কিছুই বলার নেই ৷ এই জয় শুধুমাত্র দু’টি পরাজয়ের পর এসেছে ৷ মাঠে শুরুর দিকে শক্তি এবং বাকি সবকিছু ভালো ছিল ৷"

আরও পড়ুন: জোড়া হারের পর প্রথম জয়! শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে 'অক্সিজেন' পেল অস্ট্রেলিয়া

লখনউ, 17 অক্টোবর: চলতি ওয়ান-ডে ক্রিকেট বিশ্বকাপে সোমবার প্রথম জয় পেয়েছে অস্ট্রেলিয়া ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ৷ তাঁর নেওয়া চার উইকেট প্যাট কামিন্সদের জয় আরও সহজ করে দেয় লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ৷ জাম্পার দাবি, তিনি পিঠের ব্যথা নিয়ে খেলতে নেমেছিলেন ৷ যদিও সেই ব্যাথা তাঁর পারফরম্যান্সের পথে বাধা হয়ে যে দাঁড়াইনি, তা বলাই বাহুল্য ৷

সোমবারের ম্যাচে প্রথম ফিল্ডিং করে অস্ট্রেলিয়া ৷ শ্রীলঙ্কাকে তারা 209 রানে অল আউট করে দেয় ৷ 31 বছর বয়সী লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নেন 47 রানে 4 উইকেট ৷ তিনিই পেয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার ৷ এই পারফরম্যান্স নিয়ে জাম্পার বক্তব্য, "সত্যি বলতে, আমি খুব একটা ভালো অনুভব করছিলাম না ৷ কারণ, আমার পিঠে একটু ব্যথা ছিল । গত কয়েকদিন ধরে খেলছিলাম । আজকে আমি ভালো অনুভব করেছি, আজ আরও ভালো বোলিং করেছি ।"

ক্যাঙ্গারুদের দেশের এই লেগ স্পিনার আরও বলেন, "ব্যক্তিগতভাবে এটা আমার সেরা পারফরম্যান্স নয় ৷ তবে আগের খেলায় আমি অনুভব করেছি যে আমি আরও ভালো বল করতে পারতাম । এই দলে আমার কাজ হল মিডল অর্ডারে উইকেট নেওয়া । সেটা পুরোপুরি করতে পারিনি এবং ডেথ বোলারদের (যাঁরা ইনিংসের শেষের দিকে বল করেন) উপর চাপ সৃষ্টি করেছি । আজ, আমি ভালো বোধ করছি ৷ কিন্তু আজ জয়ী দলের সদস্য হতে পেরে ভালো লাগছে । ছন্দে ফিরতে একটু সময় লেগেছে, শুধু সেই উইকেট নেওয়ার মনোভাব বজায় রাখতে হবে, আমি কিছু রান দিয়ে দিলেও কিছু যায় আসে না ৷"

এবার অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে চেন্নাইয়ে ৷ ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে তারা হেরে যায় ৷ পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকাও তাদের হারিয়ে দেয় ৷ ফলে দশ দলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের একেবারে শেষে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া ৷ তবে সোমবার তারা জয়ের রাস্তায় ফিরতে পারল ৷ এখনও শেষ চারে জায়গা পাওয়ার সুযোগ তাদের কাছে হারিয়ে যায়নি ৷

এ দিনের জয় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, "হ্যাঁ, আজ খুশি । সম্ভবত কিছুই বলার নেই ৷ এই জয় শুধুমাত্র দু’টি পরাজয়ের পর এসেছে ৷ মাঠে শুরুর দিকে শক্তি এবং বাকি সবকিছু ভালো ছিল ৷"

আরও পড়ুন: জোড়া হারের পর প্রথম জয়! শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে 'অক্সিজেন' পেল অস্ট্রেলিয়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.