দিল্লি, 27 অগাস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু । বিশ্বজয় করে আজ ভোরেই দেশে ফেরেন ব্যাডমিন্টন কুইন । এরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান । সঙ্গে ছিলেন দীর্ঘদিনের কোচ পুল্লেল্লা গোপীচাঁদ । সিন্ধুর সঙ্গে সাক্ষাতের পর ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, "সিন্ধু তুমি দেশের গর্ব । নতুন বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে আজ দেখা করলাম । সিন্ধুকে তাঁর এই জয়ের জন্য অভিনন্দন জানাই । তাঁর ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল হোক, এই প্রার্থনা করি ।"
G-7-এর বৈঠকে ব্যস্ত থাকা সত্ত্বেও সিন্ধুর বিশ্বজয়ের পরমুহূর্তেই টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । এবার দু'জনেই দেশে ফিরেছেন । তাই সিন্ধুকে সামনাসামনি অভিনন্দন জানাতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । সিন্ধুকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুও ।
প্রথম ভারতীয় হিসাবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে দেশে ফিরতেই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বহু সাধারণ মানুষ । 25 অগাস্ট বাসেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নজ়োমি ওকুহারাকে স্ট্রেট সেটে হারান ভারতীয় এই শাটলার ।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পি ভি সিন্ধু বলেন, "ভারতীয় হওয়ায় গর্ববোধ করছি । বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় সংগীত শুনতে শুনতে যখন ভারতীয় পতাকাকে সবার উপরে উঠতে দেখেছিলাম, তখন আমি কেঁদে ফেলি ।"