ETV Bharat / sports

"তুমি দেশের গর্ব", সিন্ধুকে বললেন মোদি

দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু । সঙ্গে ছিলেন দীর্ঘদিনের কোচ পুল্লেল্লা গোপীচাঁদ । সিন্ধুর সঙ্গে সাক্ষাতের পর টুইটারে ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী ।

"তুমি দেশের গর্ব", সিন্ধুকে বললেন মোদি
author img

By

Published : Aug 27, 2019, 5:33 PM IST

দিল্লি, 27 অগাস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু । বিশ্বজয় করে আজ ভোরেই দেশে ফেরেন ব্যাডমিন্টন কুইন । এরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান । সঙ্গে ছিলেন দীর্ঘদিনের কোচ পুল্লেল্লা গোপীচাঁদ । সিন্ধুর সঙ্গে সাক্ষাতের পর ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, "সিন্ধু তুমি দেশের গর্ব । নতুন বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে আজ দেখা করলাম । সিন্ধুকে তাঁর এই জয়ের জন্য অভিনন্দন জানাই । তাঁর ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল হোক, এই প্রার্থনা করি ।"

G-7-এর বৈঠকে ব্যস্ত থাকা সত্ত্বেও সিন্ধুর বিশ্বজয়ের পরমুহূর্তেই টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । এবার দু'জনেই দেশে ফিরেছেন । তাই সিন্ধুকে সামনাসামনি অভিনন্দন জানাতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । সিন্ধুকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুও ।

প্রথম ভারতীয় হিসাবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে দেশে ফিরতেই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বহু সাধারণ মানুষ । 25 অগাস্ট বাসেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নজ়োমি ওকুহারাকে স্ট্রেট সেটে হারান ভারতীয় এই শাটলার ।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পি ভি সিন্ধু বলেন, "ভারতীয় হওয়ায় গর্ববোধ করছি । বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় সংগীত শুনতে শুনতে যখন ভারতীয় পতাকাকে সবার উপরে উঠতে দেখেছিলাম, তখন আমি কেঁদে ফেলি ।"

দিল্লি, 27 অগাস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু । বিশ্বজয় করে আজ ভোরেই দেশে ফেরেন ব্যাডমিন্টন কুইন । এরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান । সঙ্গে ছিলেন দীর্ঘদিনের কোচ পুল্লেল্লা গোপীচাঁদ । সিন্ধুর সঙ্গে সাক্ষাতের পর ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, "সিন্ধু তুমি দেশের গর্ব । নতুন বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে আজ দেখা করলাম । সিন্ধুকে তাঁর এই জয়ের জন্য অভিনন্দন জানাই । তাঁর ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল হোক, এই প্রার্থনা করি ।"

G-7-এর বৈঠকে ব্যস্ত থাকা সত্ত্বেও সিন্ধুর বিশ্বজয়ের পরমুহূর্তেই টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । এবার দু'জনেই দেশে ফিরেছেন । তাই সিন্ধুকে সামনাসামনি অভিনন্দন জানাতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । সিন্ধুকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুও ।

প্রথম ভারতীয় হিসাবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে দেশে ফিরতেই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বহু সাধারণ মানুষ । 25 অগাস্ট বাসেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নজ়োমি ওকুহারাকে স্ট্রেট সেটে হারান ভারতীয় এই শাটলার ।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পি ভি সিন্ধু বলেন, "ভারতীয় হওয়ায় গর্ববোধ করছি । বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় সংগীত শুনতে শুনতে যখন ভারতীয় পতাকাকে সবার উপরে উঠতে দেখেছিলাম, তখন আমি কেঁদে ফেলি ।"

New Delhi, Aug 27 (ANI): Prime Minister Narendra Modi met shuttler PV Sindhu on August 27. Sindhu became the first-Indian to win a BWF World Championships gold medal. She defeated Japan's Nozomi Okuhara in finals of tournament on Aug 25. She returned to nation on August 27 morning. PM Modi also tweeted about the meet and called her 'India's pride'.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.