ETV Bharat / sports

ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে ছিটকে গেলেন পারুপল্লী কাস্যপ ও সমীর বর্মা - Indonesia Masters

ইন্দোনেশিয়ার খেলোয়াড় অ্যান্টনি সিনিসুকা কাশ্যপকে হারিয়েছেন স্ট্রেট সেটে ৷ খেলার ফলাফল 21-14 ও 21-12 ৷ মাত্র 38 মিনিটেই শেষ হয়ে যায় কাশ্যপের প্রতিরোধ ৷ বিশ্বের সাত নম্বর শাটলার অ্যান্টনি কাশ্যপকে ম্যাচে ফেরার সুযোগই দেননি ৷

image
পারুপল্লী কাস্যপ ও সমীর বর্মা
author img

By

Published : Jan 22, 2020, 9:42 PM IST

জাকার্তা, 22 জানুয়ারি : ইন্দোনেশিয়া মাস্টার্স 2020-র প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন পারুপল্লী কাশ্যপ ও সমীর বর্মা ৷ বুধবার পুরুষদের সিঙ্গলসে কাশ্যপ হারেন অ্যান্টনি সিনিসুকার কাছে ৷ অন্যদিকে সমীর বর্মা হারেন টমি সুগিয়ার্তো কাছে ৷

ইন্দোনেশিয়ার খেলোয়াড় অ্যান্টনি সিনিসুকা কাশ্যপকে হারিয়েছেন স্ট্রেট সেটে ৷ খেলার ফলাফল 21-14 ও 21-12 ৷ মাত্র 38 মিনিটেই শেষ হয়ে যায় কাশ্যপের প্রতিরোধ ৷ বিশ্বের সাত নম্বর শাটলার অ্যান্টনি কাশ্যপকে ম্যাচে ফেরার সুযোগই দেননি ৷ অন্যদিকে সমীর বর্মা হারেন ইন্দোনেশিয়ান টমি সুগিয়ার্তোর কাছে 17-21, 21-19 ও 10-21 সেটে ৷ পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটিও প্রথম রাউন্ডে ছিটকে যান ৷

যদিও দিনের শুরুতে জাপানের সায়াকা তাকাহাশিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ অন্য ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত, সৌরভ বর্মা ও সাই প্রণীথও প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ৷

জাকার্তা, 22 জানুয়ারি : ইন্দোনেশিয়া মাস্টার্স 2020-র প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন পারুপল্লী কাশ্যপ ও সমীর বর্মা ৷ বুধবার পুরুষদের সিঙ্গলসে কাশ্যপ হারেন অ্যান্টনি সিনিসুকার কাছে ৷ অন্যদিকে সমীর বর্মা হারেন টমি সুগিয়ার্তো কাছে ৷

ইন্দোনেশিয়ার খেলোয়াড় অ্যান্টনি সিনিসুকা কাশ্যপকে হারিয়েছেন স্ট্রেট সেটে ৷ খেলার ফলাফল 21-14 ও 21-12 ৷ মাত্র 38 মিনিটেই শেষ হয়ে যায় কাশ্যপের প্রতিরোধ ৷ বিশ্বের সাত নম্বর শাটলার অ্যান্টনি কাশ্যপকে ম্যাচে ফেরার সুযোগই দেননি ৷ অন্যদিকে সমীর বর্মা হারেন ইন্দোনেশিয়ান টমি সুগিয়ার্তোর কাছে 17-21, 21-19 ও 10-21 সেটে ৷ পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটিও প্রথম রাউন্ডে ছিটকে যান ৷

যদিও দিনের শুরুতে জাপানের সায়াকা তাকাহাশিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ অন্য ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত, সৌরভ বর্মা ও সাই প্রণীথও প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ৷

New Delhi, 22 January, (ANI): Crime Branch of Delhi Police busted a major inter-state cricket betting racket in Delhi. The gang was operating during the One Day International match between India and Australia in Bengaluru, Karnataka. Information was received by Crime Branch that a betting racket is being operated in Delhi. Accordingly, a team of Crime Branch was formed to bust the gang. Based on specific input, the police team raided a house in Ashoka Niketan, Karkardooma when the match was in progress. The team apprehended 11 persons red-handed at the spot. Arrested persons disclosed that bets worth more than Rs 5 crore had already been placed with them. 74 mobile phones, 7 laptops, 2 LCD TVs and 4 briefcases were recovered from the spot. Further investigation is in progress.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.