জাকার্তা, 22 জানুয়ারি : ইন্দোনেশিয়া মাস্টার্স 2020-র প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন পারুপল্লী কাশ্যপ ও সমীর বর্মা ৷ বুধবার পুরুষদের সিঙ্গলসে কাশ্যপ হারেন অ্যান্টনি সিনিসুকার কাছে ৷ অন্যদিকে সমীর বর্মা হারেন টমি সুগিয়ার্তো কাছে ৷
ইন্দোনেশিয়ার খেলোয়াড় অ্যান্টনি সিনিসুকা কাশ্যপকে হারিয়েছেন স্ট্রেট সেটে ৷ খেলার ফলাফল 21-14 ও 21-12 ৷ মাত্র 38 মিনিটেই শেষ হয়ে যায় কাশ্যপের প্রতিরোধ ৷ বিশ্বের সাত নম্বর শাটলার অ্যান্টনি কাশ্যপকে ম্যাচে ফেরার সুযোগই দেননি ৷ অন্যদিকে সমীর বর্মা হারেন ইন্দোনেশিয়ান টমি সুগিয়ার্তোর কাছে 17-21, 21-19 ও 10-21 সেটে ৷ পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটিও প্রথম রাউন্ডে ছিটকে যান ৷
যদিও দিনের শুরুতে জাপানের সায়াকা তাকাহাশিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ অন্য ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত, সৌরভ বর্মা ও সাই প্রণীথও প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ৷