ETV Bharat / sitara

লীনা-শৈবালের 'খড়কুটো'-তে নেই কোনও ভিলেন - leena saibal

এ প্রসঙ্গে লীনা বলেন, "আমাদের নতুন ধারাবাহিক 'খড়কুটো'-তে কোনও ভিলেন নেই । আমাদের ইচ্ছে হয়নি তাই রাখিনি । আপাতত কেউ ভিলেন নয় । তাছাড়া ওরকম পরিকল্পনা করে একজন ভিলেনকে সবসময় আনা যায় না । যে গল্পর যা ডিমান্ড ।"

োে্
োে্
author img

By

Published : Aug 11, 2020, 10:51 PM IST

কলকাতা : ভিলেন ছাড়া সিরিয়াল হয় নাকি ? পরিবারের একাধিক চরিত্রকে তুলে ধরা হয়ে সেখানে । সৎ ও ভালো মানুষের পাশাপাশি সেখানে দেখা যায় ভিলেনকেও । তাই একটা ধারাবাহিকের ক্ষেত্রে দুটো চরিত্রই খুবই গুরুত্বপূর্ণ । এই মুহূর্তে বাংলা ধারাবাহিকে যে ভিলেন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, সে হল জুন আন্টি । বিভিন্ন মিছিলেও তাকে নিয়ে প্ল্যাকার্ড তৈরি হয়েছে । এই চরিত্রটির স্রষ্টা লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জি । সম্প্রতি 'শ্রীময়ী' ধারাবাহিক এই চরিত্রটির কারণে অনেকটা জনপ্রিয়তা পেয়েছে ।

এদিকে সম্প্রচারিত হতে চলেছে লীনা ও শৈবালের নতুন ধারাবাহিক 'খড়কুটো'। সেই ধারাবাহিকে নাকি কোনও ভিলেনই নেই । তবে একটা ধারাবাহিক কীভাবে ভিলেন ছাড়া চলবে ? ETV ভারতের তরফে এই প্রশ্ন করা হয়েছিল লীনাকে ।

লীনা ও শৈবালে মানেই বাংলা ধারাবাহিকের জমাটি গল্প । সেই গল্পে থাকে এক যৌথ পরিবার । সেই পরিবারে একাধিক চরিত্র । তাঁদের চমৎকার অভিনয় এবং অবশ্যই সংলাপের জোরে ধারাবাহিকগুলি হিট । এগুলোই লীনা-শৈবালের সিরিয়ালের USP । আরও একটি USP তাঁদের তৈরি ভিলেন ।

তবে লীনা-শৈবালের নতুন ধারাবাহিক 'খড়কুটো'-তে নেই কোনও ভিলেন । এ প্রসঙ্গে লীনা বলেন, "আমাদের নতুন ধারাবাহিক 'খড়কুটো'-তে কোনও ভিলেন নেই । আমাদের ইচ্ছে হয়নি তাই রাখিনি । আপাতত কেউ ভিলেন নয় । তাছাড়া ওরকম পরিকল্পনা করে একজন ভিলেনকে সবসময় আনা যায় না । যে গল্পর যা ডিমান্ড ।"

লীনা-শৈবালের অন্যান্য ধারাবাহিকের গল্পগুলোর মতই 'খড়কুটো' বলবে পারিবারিক গল্পের কথা । সেখানেও একটি যৌথ পরিবার । এবং সেই যৌথ পরিবার বেশ মজার । মুখ্যচরিত্রে রয়েছেন কৌশিক রায় এবং তৃণা সাহা ।

কলকাতা : ভিলেন ছাড়া সিরিয়াল হয় নাকি ? পরিবারের একাধিক চরিত্রকে তুলে ধরা হয়ে সেখানে । সৎ ও ভালো মানুষের পাশাপাশি সেখানে দেখা যায় ভিলেনকেও । তাই একটা ধারাবাহিকের ক্ষেত্রে দুটো চরিত্রই খুবই গুরুত্বপূর্ণ । এই মুহূর্তে বাংলা ধারাবাহিকে যে ভিলেন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, সে হল জুন আন্টি । বিভিন্ন মিছিলেও তাকে নিয়ে প্ল্যাকার্ড তৈরি হয়েছে । এই চরিত্রটির স্রষ্টা লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জি । সম্প্রতি 'শ্রীময়ী' ধারাবাহিক এই চরিত্রটির কারণে অনেকটা জনপ্রিয়তা পেয়েছে ।

এদিকে সম্প্রচারিত হতে চলেছে লীনা ও শৈবালের নতুন ধারাবাহিক 'খড়কুটো'। সেই ধারাবাহিকে নাকি কোনও ভিলেনই নেই । তবে একটা ধারাবাহিক কীভাবে ভিলেন ছাড়া চলবে ? ETV ভারতের তরফে এই প্রশ্ন করা হয়েছিল লীনাকে ।

লীনা ও শৈবালে মানেই বাংলা ধারাবাহিকের জমাটি গল্প । সেই গল্পে থাকে এক যৌথ পরিবার । সেই পরিবারে একাধিক চরিত্র । তাঁদের চমৎকার অভিনয় এবং অবশ্যই সংলাপের জোরে ধারাবাহিকগুলি হিট । এগুলোই লীনা-শৈবালের সিরিয়ালের USP । আরও একটি USP তাঁদের তৈরি ভিলেন ।

তবে লীনা-শৈবালের নতুন ধারাবাহিক 'খড়কুটো'-তে নেই কোনও ভিলেন । এ প্রসঙ্গে লীনা বলেন, "আমাদের নতুন ধারাবাহিক 'খড়কুটো'-তে কোনও ভিলেন নেই । আমাদের ইচ্ছে হয়নি তাই রাখিনি । আপাতত কেউ ভিলেন নয় । তাছাড়া ওরকম পরিকল্পনা করে একজন ভিলেনকে সবসময় আনা যায় না । যে গল্পর যা ডিমান্ড ।"

লীনা-শৈবালের অন্যান্য ধারাবাহিকের গল্পগুলোর মতই 'খড়কুটো' বলবে পারিবারিক গল্পের কথা । সেখানেও একটি যৌথ পরিবার । এবং সেই যৌথ পরিবার বেশ মজার । মুখ্যচরিত্রে রয়েছেন কৌশিক রায় এবং তৃণা সাহা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.