ETV Bharat / sitara

রবীন্দ্রনাথকে বিশেষ শ্রদ্ধা 'বালার্ক' নাট্যদলের - balarko rabindrajayanti lockdown corona ETV Bharat

রবীন্দ্রনাথের জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য বালার্ক নাট্যদলের ।

balarko rabindrajayanti
balarko rabindrajayanti
author img

By

Published : May 8, 2020, 10:48 PM IST

Updated : May 8, 2020, 11:23 PM IST

কলকাতা : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে তাঁকে বিশেষভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল 'বালার্ক' নাট্যদল । সদস্যরা বাড়িতে বসেই ভিডিয়ো তৈরি করেছেন । ETV ভারত সিতারা কথা বলল নীলাঞ্জন হালদার সঙ্গে ।

balarko rabindrajayanti
একসঙ্গে

নীলাঞ্জন আমাদের বলেন, "লকডাউনে আমরা প্রত্যেকে নিজের বাড়িতে বন্দী অবস্থায় রয়েছি । শারীরিকভাবে বন্দী হলেও, মানসিকভাবে যাতে বন্দী থাকতে না হয়, সেজন্য কবিগুরুর জন্মদিনে কিছু করতে চেয়েছিলাম । আমরা মাথায় রেখেছিলাম আউশউইৎজ়ের ঘটনাকে, যেখানে জার্মানী কনসেনট্রেশন ক্যাম্পে মৃত্যুরকোলে ঢলে পড়ার আগে বাচ্চাদের 'ডাকঘর' নাটকটা করানো হয়েছিল ।"

নীলাঞ্জন আরও বললেন, "আজ পৃথিবীর সেরকমই একটি দুঃসময়ে দাঁড়িয়ে আছে । সেই সময় দাঁড়িয়ে আমরা বাঙালির প্রাণের ঠাকুর রবিঠাকুরকে স্মরণ করার চেষ্টা করেছি ।"

balarko rabindrajayanti
কবিগুরুর উদ্দেশে

দলের প্রত্যেকে নিজেদের মতো করে নাচ-গান-কবিতার মাধ্যমে কবিগুরুকে স্মরণ করেছেন ।

কলকাতা : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে তাঁকে বিশেষভাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল 'বালার্ক' নাট্যদল । সদস্যরা বাড়িতে বসেই ভিডিয়ো তৈরি করেছেন । ETV ভারত সিতারা কথা বলল নীলাঞ্জন হালদার সঙ্গে ।

balarko rabindrajayanti
একসঙ্গে

নীলাঞ্জন আমাদের বলেন, "লকডাউনে আমরা প্রত্যেকে নিজের বাড়িতে বন্দী অবস্থায় রয়েছি । শারীরিকভাবে বন্দী হলেও, মানসিকভাবে যাতে বন্দী থাকতে না হয়, সেজন্য কবিগুরুর জন্মদিনে কিছু করতে চেয়েছিলাম । আমরা মাথায় রেখেছিলাম আউশউইৎজ়ের ঘটনাকে, যেখানে জার্মানী কনসেনট্রেশন ক্যাম্পে মৃত্যুরকোলে ঢলে পড়ার আগে বাচ্চাদের 'ডাকঘর' নাটকটা করানো হয়েছিল ।"

নীলাঞ্জন আরও বললেন, "আজ পৃথিবীর সেরকমই একটি দুঃসময়ে দাঁড়িয়ে আছে । সেই সময় দাঁড়িয়ে আমরা বাঙালির প্রাণের ঠাকুর রবিঠাকুরকে স্মরণ করার চেষ্টা করেছি ।"

balarko rabindrajayanti
কবিগুরুর উদ্দেশে

দলের প্রত্যেকে নিজেদের মতো করে নাচ-গান-কবিতার মাধ্যমে কবিগুরুকে স্মরণ করেছেন ।

Last Updated : May 8, 2020, 11:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.