কলকাতা : একজন 'ওগো বধূ সুন্দরী', 'তোমায় আমায় মিলে', 'মহাপীঠ তারাপীঠ' কিংবা 'শ্রীময়ী'-র মত ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন । আর অন্যজন 'বাজলো তোমার আলোর বেনু', 'কী করে বলব তোমায়'এর মতো ধারাবাহিকে কাজ করেছেন । প্রথমজন রুশা চ্যাটার্জি এবং পরের জন রাহুল দেব বোস । দর্শকের খুব চেনা এই দুই টেলি তারকা । একসঙ্গে কোনওদিন স্ক্রিনশেয়ার না করলেও এক প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে দু'জনের মধ্যে । খোঁজ নিলাম আমরা ।
বহু বছরের প্রেম রুশা-রাহুলের । কিন্তু এতদিন সেটা ছিল আড়ালে । এখন যা যুগ, প্রায় সবাই সবচেয়ে আগে সোশাল মিডিয়াতে জাহির করে নিজেদের প্রেম । কিন্তু সেই পথে হাঁটেননি রুশা-রাহুল । এত গোপনীয়তা কীসের ? ETV ভারত সিতারাকে খোলসা করলেন রাহুল ।
রাহুল আমাদের বলেন, "আমাদের সম্পর্ক আজকের না । অনেকদিনের পুরোনো । আমরা কেউই এটা নিয়ে ফলাও করে বলতে বিশ্বাসী ছিলাম না । আসলে আমরা কেউই আমাদের ব্যক্তিগত জীবনকে সবার সামনে মেলে ধরতে চাই না । এটা একান্তভাবে আমাদের নিজেদের স্পেস । যত পার্সোনাল থাকবে ততই ভালো ।"
বোঝা গেল, সম্পর্কের ব্যাপারে রুশা ও রাহুল দু'জনেই খুব পরিণত । কথার ফাঁকে প্রেমিকার সম্পর্কে প্রশংসা করতেও ভোলেননি রাহুল । বললেন, "রুশা খুব হনেস্ট ও ভালো মেয়ে । ওঁর পার্সোনালিটি চমৎকার । খুব সিরিয়াস মানুষ । ইন্ডাস্ট্রিতে সবাই ওঁকে খুব পছন্দ করে ।"
অন্তরালেই বেড়ে উঠেছে এই দুই টেলিতারকার প্রেম - Television actress rusha and rahul engaged
তাঁরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি । তাই বলে কি সম্পর্ক তৈরি হবে না ? কথা হচ্ছে রুশা চ্যাটার্জি এবং রাহুল দেব বোসকে নিয়ে । দু'জনের মধ্যে তৈরি হয়েছে নিবিড় সম্পর্ক, অথচ সেভাবে কেউ খবরটি জানতই না । নিজেদের অফস্ক্রিন সম্পর্ক নিয়ে রাহুল কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে ।
![অন্তরালেই বেড়ে উঠেছে এই দুই টেলিতারকার প্রেম Television actress rusha and rahul engaged](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8876498-469-8876498-1600655960369.jpg?imwidth=3840)
কলকাতা : একজন 'ওগো বধূ সুন্দরী', 'তোমায় আমায় মিলে', 'মহাপীঠ তারাপীঠ' কিংবা 'শ্রীময়ী'-র মত ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন । আর অন্যজন 'বাজলো তোমার আলোর বেনু', 'কী করে বলব তোমায়'এর মতো ধারাবাহিকে কাজ করেছেন । প্রথমজন রুশা চ্যাটার্জি এবং পরের জন রাহুল দেব বোস । দর্শকের খুব চেনা এই দুই টেলি তারকা । একসঙ্গে কোনওদিন স্ক্রিনশেয়ার না করলেও এক প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে দু'জনের মধ্যে । খোঁজ নিলাম আমরা ।
বহু বছরের প্রেম রুশা-রাহুলের । কিন্তু এতদিন সেটা ছিল আড়ালে । এখন যা যুগ, প্রায় সবাই সবচেয়ে আগে সোশাল মিডিয়াতে জাহির করে নিজেদের প্রেম । কিন্তু সেই পথে হাঁটেননি রুশা-রাহুল । এত গোপনীয়তা কীসের ? ETV ভারত সিতারাকে খোলসা করলেন রাহুল ।
রাহুল আমাদের বলেন, "আমাদের সম্পর্ক আজকের না । অনেকদিনের পুরোনো । আমরা কেউই এটা নিয়ে ফলাও করে বলতে বিশ্বাসী ছিলাম না । আসলে আমরা কেউই আমাদের ব্যক্তিগত জীবনকে সবার সামনে মেলে ধরতে চাই না । এটা একান্তভাবে আমাদের নিজেদের স্পেস । যত পার্সোনাল থাকবে ততই ভালো ।"
বোঝা গেল, সম্পর্কের ব্যাপারে রুশা ও রাহুল দু'জনেই খুব পরিণত । কথার ফাঁকে প্রেমিকার সম্পর্কে প্রশংসা করতেও ভোলেননি রাহুল । বললেন, "রুশা খুব হনেস্ট ও ভালো মেয়ে । ওঁর পার্সোনালিটি চমৎকার । খুব সিরিয়াস মানুষ । ইন্ডাস্ট্রিতে সবাই ওঁকে খুব পছন্দ করে ।"