ETV Bharat / sitara

কাহিনিতে নতুন মোড়, ওকালতি পড়ছে যুবতী ফিরকি

কোরোনা উত্তর পরিস্থিতিতে দশ বছরের নিচে কোনও শিশু শিল্পী অভিনয় করার অনুমতি পায়নি । তাই এক ধাক্কায় বয়স বেড়েছে 'ফিরকি'-র । এবার সে আইনের ছাত্রী ।

বাংলা ধারাবাহিক ফিরকি
বাংলা ধারাবাহিক ফিরকি
author img

By

Published : Jul 23, 2020, 8:12 PM IST

কলকাতা : এক ট্রান্সজেন্ডার মহিলা ও এক অনাথ বাচ্চা মেয়ের গল্প নিয়ে ধারাবাহিক 'ফিরকি' । তাঁদের মধ্যে রয়েছে এক গভীর সম্পর্ক । পরিত্যক্তা বাচ্চা মেয়ে ফিরকিকে মাতৃস্নেহে মানুষ করতে থাকে ট্রান্সজেন্ডার লক্ষ্মী । অনেক বাধা বিপত্তিরও সম্মুখীন হয় তারা । এবার সেই ফিরকিই বড় হয়ে উঠেছে । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


লকডাউন শিথিল হওয়ার পর মিটিং করে ঠিক হয় ১০ বছর বা তার চেয়ে অল্প বয়সী শিশু শিল্পীরা শুটিং করতে পারবে না । সেই কারণে ধারাবাহিকের শিশুশিল্পীদের বয়স এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে । 'প্রথমা কাদম্বিনী'র বিনি যেমন বড় হয়েছে, তেমনই 'ফিরকি' ধারাবাহিকের ফিরকিও বড় হয়েছে । মা লক্ষ্মীও খুব খুশি । মেয়েকে মানুষের মতো মানুষ করতে পেরেছে সে ।

বাংলা ধারাবাহিক ফিরকি
যুবতী ফিরকি..
ছোটো ফিরকির চরিত্রে অভিনয় করেছিলেন একরত্তি মাহি সিং, যাকে দর্শক প্রাণভরে ভালোবেসেছে । বড় ফিরকির চরিত্রে অভিনয় করছেন সম্প্রীতি পোদ্দার । তাঁকে দেখা যাবে আইনের ছাত্রী হিসেবে । তাঁর বিপরীতে রয়েছেন সায়ন মুখার্জি । এই ধারাবাহিকেই সায়ন প্রথম লিড চরিত্রে অভিনয় করছেন । এর আগে 'ইরাবতীর চুপকথা' মেগাসিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । 'ফিরকি'তে ফিরকির ছোটোবেলার বন্ধু নীলাদ্রির চরিত্রে দেখা যাবে তাঁকে । তিনিই ধারাবাহিকের হিরো ।
বাংলা ধারাবাহিক ফিরকি
বিশেষ মুহূর্তে..
ট্রান্সজেন্ডার মানুষদের লড়াইয়ের কথা তুলে ধরে 'ফিরকি' ধারাবাহিকটি । এখনও আমাদের সমাজ তাঁদের ভালোভাবে গ্রহণ করতে পারে না । ফিরকি কি তাঁদের লড়াইকে সহজ করে দিতে পারবে ? এদিকে নীলাদ্রি ও ফিরকি কি বিয়ে করবে ? নীলাদ্রির পরিবার কি তাকে গ্রহণ করবে ? এসবের উত্তর মিলবে 27 জুলাইয়ে পর থেকে ।

কলকাতা : এক ট্রান্সজেন্ডার মহিলা ও এক অনাথ বাচ্চা মেয়ের গল্প নিয়ে ধারাবাহিক 'ফিরকি' । তাঁদের মধ্যে রয়েছে এক গভীর সম্পর্ক । পরিত্যক্তা বাচ্চা মেয়ে ফিরকিকে মাতৃস্নেহে মানুষ করতে থাকে ট্রান্সজেন্ডার লক্ষ্মী । অনেক বাধা বিপত্তিরও সম্মুখীন হয় তারা । এবার সেই ফিরকিই বড় হয়ে উঠেছে । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


লকডাউন শিথিল হওয়ার পর মিটিং করে ঠিক হয় ১০ বছর বা তার চেয়ে অল্প বয়সী শিশু শিল্পীরা শুটিং করতে পারবে না । সেই কারণে ধারাবাহিকের শিশুশিল্পীদের বয়স এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে । 'প্রথমা কাদম্বিনী'র বিনি যেমন বড় হয়েছে, তেমনই 'ফিরকি' ধারাবাহিকের ফিরকিও বড় হয়েছে । মা লক্ষ্মীও খুব খুশি । মেয়েকে মানুষের মতো মানুষ করতে পেরেছে সে ।

বাংলা ধারাবাহিক ফিরকি
যুবতী ফিরকি..
ছোটো ফিরকির চরিত্রে অভিনয় করেছিলেন একরত্তি মাহি সিং, যাকে দর্শক প্রাণভরে ভালোবেসেছে । বড় ফিরকির চরিত্রে অভিনয় করছেন সম্প্রীতি পোদ্দার । তাঁকে দেখা যাবে আইনের ছাত্রী হিসেবে । তাঁর বিপরীতে রয়েছেন সায়ন মুখার্জি । এই ধারাবাহিকেই সায়ন প্রথম লিড চরিত্রে অভিনয় করছেন । এর আগে 'ইরাবতীর চুপকথা' মেগাসিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । 'ফিরকি'তে ফিরকির ছোটোবেলার বন্ধু নীলাদ্রির চরিত্রে দেখা যাবে তাঁকে । তিনিই ধারাবাহিকের হিরো ।
বাংলা ধারাবাহিক ফিরকি
বিশেষ মুহূর্তে..
ট্রান্সজেন্ডার মানুষদের লড়াইয়ের কথা তুলে ধরে 'ফিরকি' ধারাবাহিকটি । এখনও আমাদের সমাজ তাঁদের ভালোভাবে গ্রহণ করতে পারে না । ফিরকি কি তাঁদের লড়াইকে সহজ করে দিতে পারবে ? এদিকে নীলাদ্রি ও ফিরকি কি বিয়ে করবে ? নীলাদ্রির পরিবার কি তাকে গ্রহণ করবে ? এসবের উত্তর মিলবে 27 জুলাইয়ে পর থেকে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.