কলকাতা : প্রথমে খবর আসে, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর ইমেইল অ্যাকাউন্ট নাকি হ্যাক করা হয়েছে। কিন্তু তা হ্যাক হয়নি বলে জানালেন রুদ্রপ্রসাদ। তাহলে কী হয়েছে বিষয়টা?
উত্তরে রুদ্রপ্রসাদ বললেন, "আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়নি। কোনও এক ব্যক্তি টাকা চেয়ে মেইল পাঠাচ্ছে আমার নাম করে, অন্য একটি অ্যাকাউন্ট থেকে। মেইলের মাধ্যমে আজ পর্যন্ত আমার ১০,০০০ - ১২,০০০ লোকের সঙ্গে যোগাযোগ রয়েছে। সকলের কাছে এই ভুয়ো মেইল গেছে। অন্যান্য নাট্যব্যক্তিত্বদের কাছেও মেইল গেছে। সেই মেইলে বলা হয়েছে, যে আমি টাকা চাইছি। আমার নামে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে এক ব্যক্তি। বলছে, আমার নাকি টাকার খুব প্রয়োজন। কোনও কোনও জায়গায় টাকার অঙ্কও লিখেছে সেই ব্যক্তি।"
এই ঘটনায় বিড়ম্বিত এবং বিরক্ত রুদ্রপ্রসাদ আরও বলেন, "এইসব ভালো লাগে নাকি। আমার দলের ছেলেরা সাইবার ক্রাইমে বিষয়টা জানিয়েছে। সকাল থেকেই সবাই আমাকে ফোন করছে। লোককে হ্যারাস করা বা টাকা চাওয়ার ঘটনা আগে হত। এখানেও তেমনটাই হচ্ছে। আমি খুব বিরক্ত বিষয়টা নিয়ে। খুব বিড়াম্বনায় পড়ে গিয়েছি।"
যেই ভুয়ো মেইলটা রুদ্রপ্রসাদ সেনগুপ্তর নাম করে পাঠানো হয়েছে সেটি তিনি নিজে দেখেননি। বললেন, "আমি নিজে দেখিনি মেইলটা। তবে শুনছি যে অ্যাকাউন্ট থেকে মেইলটা গেছে, সেটা outlook.co.in। আমার আসল ইমেইল অ্যাড্রেসে রয়েছে yahoo.co.in-এ।"