ETV Bharat / sitara

কাটল না সিরিয়াল জট, জরুরী মিটিংয়ের পরও অধরা সমাধান সূত্র

টাকা না পেলে কাজে ফিরবেন না তিনটি ধারাবাহিকের কলাকুশলীরা। আর্টিস্ট ফোরামের শেষ জরুরী মিটিংয়ের সিদ্ধান্ত এমনই।

বাংলা ধারাবাহিক বন্ধ
author img

By

Published : Aug 29, 2019, 8:30 AM IST

কলকাতা : একের পর এক বৈঠকেও জট কাটল না সিরিয়ালের। প্রযোজক রানা সরকারকে নিয়ে দীর্ঘদিন অশান্তি চলেছে ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়ানদের মধ্যে। সেই সমস্যার কিছুটা সুরাহা হতে হতেই নতুন করে সমস্যা শুরু স্টুডিয়ো পাড়ায়। এবারে সমস্যার কেন্দ্রবিন্দুতে সুব্রত রায় প্রোডাকশন। এই হাউজ়ের অধীনে চলছে 'রানী রাসমণি', 'মনসা' ও 'দেবী চৌধুরানী'। বন্ধ এই তিন ধারাবাহিকের শুটিং। প্রাপ্য টাকা না পেলে শুটিং না করার সিদ্ধান্তে অনড় এই ধারাবাহিকের আর্টিস্ট ও টেকনিশিয়ানরা। এই বিষয়ে গতকাল এক জরুরী মিটিংয়ের আয়োজন করা হয়েছিল টেকনিশিয়ন স্টুডিয়োতে।

বাংলা ধারাবাহিক বন্ধ
মিটিংয়ের আগে শিল্পী ও টেকনিশিয়ানদের জমায়েত

এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অভিনেতা জিৎ, অরিন্দম গাঙ্গুলি সহ উক্ত তিন ধারাবাহিকের কলাকুশলীরা। মিটিংয়ে ঠিক হয় যে, আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হবে যাতে তারা যেন আর্টিস্টদের বকেয়া বেতন মিটিয়ে দেয়। বেতন মিটে গেলে শিল্পীদের কাজ শুরু করতে কোনও অসুবিধা নেই।

বাংলা ধারাবাহিক বন্ধ
মিটিং শেষে বেরিয়ে গেলেন জিৎ...

বেশ কয়েকদিন ধরেই দর্শক এই তিন ধারাবাহিকের কোনও নতুন পর্ব দেখতে পাচ্ছেন না। তার জায়গায় পুরোনো এপিসোড সম্প্রচারিত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই হতাশ দর্শক, কারণ রাসমণি বা মনসার মতো চরিত্র খুবই জনপ্রিয় টেলিভিশনে। কবে এই সমস্যার সমাধান মিলবে? প্রশ্ন সবার...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : একের পর এক বৈঠকেও জট কাটল না সিরিয়ালের। প্রযোজক রানা সরকারকে নিয়ে দীর্ঘদিন অশান্তি চলেছে ধারাবাহিকের শিল্পী ও টেকনিশিয়ানদের মধ্যে। সেই সমস্যার কিছুটা সুরাহা হতে হতেই নতুন করে সমস্যা শুরু স্টুডিয়ো পাড়ায়। এবারে সমস্যার কেন্দ্রবিন্দুতে সুব্রত রায় প্রোডাকশন। এই হাউজ়ের অধীনে চলছে 'রানী রাসমণি', 'মনসা' ও 'দেবী চৌধুরানী'। বন্ধ এই তিন ধারাবাহিকের শুটিং। প্রাপ্য টাকা না পেলে শুটিং না করার সিদ্ধান্তে অনড় এই ধারাবাহিকের আর্টিস্ট ও টেকনিশিয়ানরা। এই বিষয়ে গতকাল এক জরুরী মিটিংয়ের আয়োজন করা হয়েছিল টেকনিশিয়ন স্টুডিয়োতে।

বাংলা ধারাবাহিক বন্ধ
মিটিংয়ের আগে শিল্পী ও টেকনিশিয়ানদের জমায়েত

এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অভিনেতা জিৎ, অরিন্দম গাঙ্গুলি সহ উক্ত তিন ধারাবাহিকের কলাকুশলীরা। মিটিংয়ে ঠিক হয় যে, আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হবে যাতে তারা যেন আর্টিস্টদের বকেয়া বেতন মিটিয়ে দেয়। বেতন মিটে গেলে শিল্পীদের কাজ শুরু করতে কোনও অসুবিধা নেই।

বাংলা ধারাবাহিক বন্ধ
মিটিং শেষে বেরিয়ে গেলেন জিৎ...

বেশ কয়েকদিন ধরেই দর্শক এই তিন ধারাবাহিকের কোনও নতুন পর্ব দেখতে পাচ্ছেন না। তার জায়গায় পুরোনো এপিসোড সম্প্রচারিত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই হতাশ দর্শক, কারণ রাসমণি বা মনসার মতো চরিত্র খুবই জনপ্রিয় টেলিভিশনে। কবে এই সমস্যার সমাধান মিলবে? প্রশ্ন সবার...

দেখে নিন ভিডিয়ো...
Intro:টাকা না পেলে কাজে ফিরবেনা তিনটে ধারাবাহিকের কলাকুশলীরা,আর্টিস্ট ফোরামের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত


আমিত চক্রবর্তী, কলকাতা: একের পর এক বৈঠকেও জট কাটল না বাংলা টেলিভিশনের বকেয়া পাওনা নিয়ে শিল্পী ও টেকনিশিয়ানদের আন্দোলনের। একটা সময় প্রযোজক রানা সরকারের নামে অভিযোগ ছিল যে তিনি দীর্ঘদিন ধরে তার প্রযোজিত ধারাবাহিকের শিল্পীদের বকেয়া পারিশ্রমিক দিতে টালবাহানা করছেন। সেই সমস্যার কিছুটা সুরাহা হলেও, ফের একবার নতুন করে স্টুডিও পাড়ায় দেখা দিয়েছে বকেয়া পারিশ্রমিকের সমস্যা। আর এবারের সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে সুব্রত রায় প্রোডাকশন। যার হাতে ইতিমধ্যেই তিনটি ধারাবাহিকের কাজ চলছে।তার অন্যতম রানী রাসমণি, মনসা ও দেবী চৌধুরানী। সময়মতো টেকনিশিয়ান ও আর্টিস্টরা তাদের প্রাপ্য টাকা না পেয়ে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই সমস্যার সূত্রপাত হয়েছিল গত 23 তারিখ যখন সকলে একত্রিত হয়ে কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেন।তারপরে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে বহুবার যোগাযোগ করার চেষ্টা হয় সুব্রত রায় প্রোডাকশনের কর্মকর্তাদের সঙ্গে, কিন্তু কোন কিছুতেই শুটিং চালু করা যায়নি।

তাই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে যেন ধারাবাহিকের শুটিং শুরু হয়, সে উপলক্ষে এদিন টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি জরুরী ও আপৎকালীন বৈঠকের ডাক দেওয়া হয়েছিল।যেখানে এই তিনটে ধারাবাহিকের কলাকুশলী আমন্ত্রণ জানানো হয়েছিল। এদিনের আর্টিস্ট ফোরামের বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা জিৎ,অরিন্দম গাঙ্গুলী সহ আরো অনেকে।

ঐদিনের বৈঠকে মূল যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলি হল,শিল্পীরা যতদিন না তাদের প্রাপ্য টাকা ফেরত পাচ্ছেন ততদিন কোন কাজ হবে না এই তিনটি ধারাবাহিকের। কাজ বন্ধ থাকা এটা একদমই কাম্য নয়, তাই সেহেতু আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট দুটি চ্যানেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হবে যে তারা যেন আর্টিস্টদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার বিষয়ে যদি চিন্তা ভাবনা করেন। যদি চ্যানেল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে বকেয়া বেতন দিতে সম্মত হন, তাহলে কাল থেকেই এই তিনটি ধারাবাহিকের শুটিং শুরু হবে
যদিওবা বেতনের পাশাপাশি গত এক বছর ধরে শিল্পীদের পারিশ্রমিক থেকে টিডিএস এর টাকা কাটা হলেও তা সংশ্লিষ্ট আয়কর দপ্তরে জমা পড়েনি। আর বেশ কয়েকদিন ধরে শুটিং বন্ধ থাকার দরুন দর্শকরাও এই তিনটি ধারাবাহিক এর নতুন কোন পর্ব দেখতে পাচ্ছেন না। তার জায়গায় পুরানো পর্ব সম্প্রচারিত হচ্ছে। এখন দেখার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে চ্যানেল কর্তৃপক্ষের কাছে যে অনুরোধ করা হচ্ছে সেটা কতদূর বাস্তবসম্মতভাবে চ্যানেল কর্তৃপক্ষ মেনে নেন।



Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.