ETV Bharat / sitara

টেকনিশিয়ানরা টাকা না পেলে আর্টিস্টরাও পেমেন্ট নেবে না : অরিন্দম গাঙ্গুলি - tollywood

যতক্ষণ না টেকনিশিয়ানদের টাকা মেটানো হচ্ছে, ততক্ষণ কোনও আর্টিস্ট তাঁদের পেমেন্ট নেবেন না। আর্টিস্টদের বকেয়া টাকা মেটানোর প্রসঙ্গে এ কথাই জানালেন অভিনেতা তথা আর্টিস্ট ফোরামের অন্যতম সদস্য অরিন্দম গাঙ্গুলি।

আর্টিস্ট ফোরামের বৈঠকে
author img

By

Published : Jun 1, 2019, 12:49 PM IST

কলকাতা : প্রযোজনা সংস্থা হস্তান্তর হলেও আর্টিস্টরা টাকা পায়নি। এই মর্মে গত ২৫ মে একটি বৈঠক ডেকেছিল আর্টিস্ট ফোরাম। দাগ ক্রিয়েটিভ মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ যে চ্য়ানেল কর্তৃপক্ষকে টাকা দিলেও সেই টাকা আর্টিস্টদের দেওয়ার NOC দেয়নি সংস্থা।

গত বছরও এই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল টলিউডের টেলি জগতকে।৫টি মেগা সিরিয়াল জয় বাবা লোকনাথ, আমি সিরাজের বেগম, খনার বচন, মহাপ্রভু শ্রী চৈতন্য এবং প্রথম প্রতিশ্রুতির অনেকেরই পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগ ওঠে এবার। এই ধারাবাহিকগুলির প্রযোজক হাতবদল হয়। তবে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রতি অভিযোগ, অতীতেও নিয়মিতভাবে পারিশ্রমিক দিতে তারা দেরি করেছে। ফোরামের বক্তব্য, এই বিষয়ে সংশ্লিষ্ট চ্যানেল অন্যান্য প্রযোজকরা, ফেডারেশন, জে সি সি প্রভৃতি সকলেই ওয়াকিবহাল। তবে এ সমস্যার কোনও সমাধান হয়নি।

২৫ মে সাংবাদিক বৈঠকে ফোরামের সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, যে প্রযোজক রানা সরকার যদি এ বিষয়ে সহযোগিতা না করেন, তবে আন্দোলন বড় আকার ধারণ করবে।

তারপরে ইমেইল মারফত রানা সরকার ফোরামকে জানান, "তাঁর পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট জমা পড়ল এই সমস্যা মিটে যাবে।" বলেন, তিনদিনের মধ্যে NOC দিয়ে দেবেন তিনি।

এ ব্যাপারে আর্টিস্ট ফোরামের অন্যতম সদস্য অরিন্দম গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করে ETV Bharat। তিনি বলেন, "রানা সরকারের তরফ থেকে এখনও কোনও NOC আসেনি। তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। টেকনিশিয়ানদের পেমেন্ট আগে না হলে কোনও আর্টিস্টিই পেমেন্ট গ্রহণ করবেন না। সুতরাং, আগে সেইসব টেকনিশিয়ানদের হাতে বকেয়া টাকা তুলে দিতে হবে, যাঁদের দিন আনি দিন খাই। যাঁদের হকের টাকা আটকে রাখা হয়েছে।"

কলকাতা : প্রযোজনা সংস্থা হস্তান্তর হলেও আর্টিস্টরা টাকা পায়নি। এই মর্মে গত ২৫ মে একটি বৈঠক ডেকেছিল আর্টিস্ট ফোরাম। দাগ ক্রিয়েটিভ মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ যে চ্য়ানেল কর্তৃপক্ষকে টাকা দিলেও সেই টাকা আর্টিস্টদের দেওয়ার NOC দেয়নি সংস্থা।

গত বছরও এই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল টলিউডের টেলি জগতকে।৫টি মেগা সিরিয়াল জয় বাবা লোকনাথ, আমি সিরাজের বেগম, খনার বচন, মহাপ্রভু শ্রী চৈতন্য এবং প্রথম প্রতিশ্রুতির অনেকেরই পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগ ওঠে এবার। এই ধারাবাহিকগুলির প্রযোজক হাতবদল হয়। তবে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রতি অভিযোগ, অতীতেও নিয়মিতভাবে পারিশ্রমিক দিতে তারা দেরি করেছে। ফোরামের বক্তব্য, এই বিষয়ে সংশ্লিষ্ট চ্যানেল অন্যান্য প্রযোজকরা, ফেডারেশন, জে সি সি প্রভৃতি সকলেই ওয়াকিবহাল। তবে এ সমস্যার কোনও সমাধান হয়নি।

২৫ মে সাংবাদিক বৈঠকে ফোরামের সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, যে প্রযোজক রানা সরকার যদি এ বিষয়ে সহযোগিতা না করেন, তবে আন্দোলন বড় আকার ধারণ করবে।

তারপরে ইমেইল মারফত রানা সরকার ফোরামকে জানান, "তাঁর পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট জমা পড়ল এই সমস্যা মিটে যাবে।" বলেন, তিনদিনের মধ্যে NOC দিয়ে দেবেন তিনি।

এ ব্যাপারে আর্টিস্ট ফোরামের অন্যতম সদস্য অরিন্দম গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করে ETV Bharat। তিনি বলেন, "রানা সরকারের তরফ থেকে এখনও কোনও NOC আসেনি। তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। টেকনিশিয়ানদের পেমেন্ট আগে না হলে কোনও আর্টিস্টিই পেমেন্ট গ্রহণ করবেন না। সুতরাং, আগে সেইসব টেকনিশিয়ানদের হাতে বকেয়া টাকা তুলে দিতে হবে, যাঁদের দিন আনি দিন খাই। যাঁদের হকের টাকা আটকে রাখা হয়েছে।"

Intro:গত ২৫ মে টেকনিশিয়ান স্টুডিওতে একটি জরুরি সাংবাদিক বৈঠক ডাকে আর্টিস্ট ফোরাম। বিষয় একটাই। বকেয়া টাকা উদ্ধার। গত বছরও এই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল টলিউডের টেলি জগতকে। অভিযোগ ওঠে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার বিরুদ্ধে। এই সংস্থার প্রযোজিত ৫টি মেগা সিরিয়াল জয় বাবা লোকনাথ, আমি সিরাজের বেগম, খনার বচন, মহাপ্রভু শ্রী চৈতন্য এবং প্রথম প্রতিশ্রুতির অনেকেরই পারিশ্রমিক বকেয়া রয়েছে।




Body:এই ধারাবাহিকগুলির প্রযোজক হাতবদল হয়। তবে দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রতি অভিযোগ, অতীতেও নিয়মিতভাবে পারিশ্রমিক দিতে তারা দেরি করেছে। ফোরামের বক্তব্য, এই বিষয়ে সংশ্লিষ্ট চ্যানেল অন্যান্য প্রযোজকরা, ফেডারেশন, জে সি সি প্রভৃতি সকলেই ওয়াকিবহাল। তবে এ সমস্যার কোনও সমাধান হয়নি।

২৫ মে সাংবাদিক বৈঠকে ফোরামের সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, যে প্রযোজক রানা সরকার যদি এ বিষয়ে সহযোগিতা না করেন, তবে আন্দোলন বড় আকার ধারণ করবে।

তারপরে ইমেইল মারফত রানা সরকার ফোরামকে জানান, "তাঁর পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট জমা পড়ল এই সমস্যা মিটে যাবে।" বলেন, তিনদিনের মধ্যে NOC দিয়ে দেবেন তিনি।




Conclusion:এব্যাপারে আর্টিস্ট ফোরামের অন্যতম সদস্য অরিন্দম গাঙ্গুলীর সঙ্গে যোগাযোগ করে ETV Bharat। তিনি জানান, "রানা সরকারের তরফ থেকে এখনও কোনও NOC আসেনি। তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। টেকনিশিয়ানদের পেমেন্ট আগে না হলে কোনও আর্টিস্টিই পেমেন্ট গ্রহণ করবেন না। সুতরাং, আগে সেইসব টেকনিশিয়ানদের হাতে বকেয়া টাকা তুলে দিতে হবে, যাঁদের দিন আনি দিন খাই। যাঁদের হকের টাকা আটকে রাখা হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.