মুম্বই : জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওারির প্রথম বিয়েটাও ভাঙে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে। ২০০৭ সালে প্রথম স্বামী রাজা চৌধুরিকে ডিভোর্স করে ২০১৩ সালে অভিনব কোহলিকে বিয়ে করেন তিনি। আর এবার শোনা যাচ্ছে, অভিনেত্রীর মেয়ে পালক তিওয়ারি তাঁর 'পালকপিতা' অভিনবর কাছে নির্যাতিত হয়েছেন দিনের পর দিন। সরাসরি যৌন হেনস্থা না করলেও অশ্লীল মন্তব্য ও ইঙ্গিত করেছেন তিনি পালকের সামনে।
![শ্বেতা তিওয়ারি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15623939_168422510303031_4620233690541195264_n_1308newsroom_1565695353_664.jpg)
মুম্বইয়ের কান্দিভালি পুলিস স্টেশনে কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শ্বেতা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, অভিনব মত্ত অবস্থায় বাড়ি এসে পালককে মারধর করেন, গালিগালাজ করেন বলে অভিযোগ আনেন শ্বেতা। তবে এই নির্যাতন শুধুমাত্র পালকের ক্ষেত্রেই করেন তিনি, শ্বেতার সঙ্গে নয়। আজ সোশাল মিডিয়ায় এ কথা পরিষ্কার করে জানান পালক।
![শ্বেতা তিওয়ারি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14295381_580901638761838_27089792_n_1308newsroom_1565695353_605.jpg)
পালক লিখেছেন, "মিডিয়ার কাছে সব তথ্য নেই। থাকা সম্ভবও নয়। আমি, পালক তিওয়ারি তাই এটা জানাচ্ছি যে, আমি বিভিন্ন ক্ষেত্রে গার্হস্থ্য নির্যাতনের শিকার হয়েছি, আমার মা নন। শুধুমাত্র যেদিন আমরা অভিযোগ করেছিলাম সেদিনই আমার মা-কে আঘাত করা হয়েছিল।"
![শ্বেতা তিওয়ারি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4124525_palak.jpg)
পালক এটাও লেখেন, "অভিনব কোহলি কখনও আমার শ্লীলতাহানি করেননি, আমায় খারাপ ভাবে ছোঁননি। তবে একাধিক সময়ে আমার সামনে অশ্লীল মন্তব্য করেছেন, যেটা একজন পুরুষের থেকে আশা করা যায় না।" শ্বেতাও পুলিসে অভিযোগ করার সময় এটা বলিছিলেন যে, ২০১৭ সাল থেকে অভিনব পালককে অশ্লীল ছবি দেখায়। দেখে নিন পালকের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">