ETV Bharat / sitara

ক্ষমতাহীন ইন্দ্রদেব কি নতুন কোনও ষড়যন্ত্রের জাল বুনতে পারবেন ? - ETv

মনসা ধারাবাহিকের গল্পে ইতিমধ্যেই দর্শকরা দেখে ফেলেছেন এতদিন মনসা দেবিত্ব অর্জনের যে লড়াই করছিলেন তা সম্পূর্ণ হয়েছে । মনসা এখন দেবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে ।

মনসা ধারাবাহিকের শুটিং
author img

By

Published : Jun 27, 2019, 9:41 AM IST

Updated : Jun 27, 2019, 9:49 AM IST

কলকাতা : ইন্দ্রদেব নানাভাবে ছলচাতুরি করার চেষ্টা করে গেছে মনসাকে আটকাতে । কিন্তু তিনি কোনওভাবেই তার কার্যসিদ্ধিতে সার্থক হননি । তাই ইন্দ্রদেব এখন দেবী মনসার সাহায্য চাইছেন ক্ষমতা ফিরে পাওয়ার জন্য । গল্পে ফের একবার নতুন করে আবির্ভূত হয়েছেন তক্ষক নাগ । যার একমাত্র কাজ মনসার বিরোধিতা করা । তাঁর ইচ্ছা নাগ সাম্রাজ্যের রাজা হওয়ার । তবে তাকে প্রতি পদে আটকে চলেন মা মনসা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সব মিলিয়ে গল্প এখন কোন দিকে যাচ্ছে তা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গেছিল মনসা ধারাবাহিকের সেটে । কথা হল মনসা ও তক্ষক নাগের সঙ্গে ।

কলকাতা : ইন্দ্রদেব নানাভাবে ছলচাতুরি করার চেষ্টা করে গেছে মনসাকে আটকাতে । কিন্তু তিনি কোনওভাবেই তার কার্যসিদ্ধিতে সার্থক হননি । তাই ইন্দ্রদেব এখন দেবী মনসার সাহায্য চাইছেন ক্ষমতা ফিরে পাওয়ার জন্য । গল্পে ফের একবার নতুন করে আবির্ভূত হয়েছেন তক্ষক নাগ । যার একমাত্র কাজ মনসার বিরোধিতা করা । তাঁর ইচ্ছা নাগ সাম্রাজ্যের রাজা হওয়ার । তবে তাকে প্রতি পদে আটকে চলেন মা মনসা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সব মিলিয়ে গল্প এখন কোন দিকে যাচ্ছে তা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গেছিল মনসা ধারাবাহিকের সেটে । কথা হল মনসা ও তক্ষক নাগের সঙ্গে ।

Intro:ক্ষমতাহীন ইন্দ্রদেব কি নতুন কোন ষড়যন্ত্রের জাল বুনতে পারবে

অমিত চক্রবর্তী,কলকাতা: মনসা ধারাবাহিকের গল্পে ইতিমধ্যেই দর্শকরা দেখে ফেলেছেন এতদিন মনসা দেবিত অর্জনের যে লড়াই ছিল সেটা আজ সম্পূর্ণ হয়েছে। মনসা এখন দেবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু এরই পাশাপাশি ইন্দ্রদেব নানাভাবে ছলচাতুরি করার চেষ্টা করে গেছে মনসার দেবীর আটকাতে।কিন্তু তিনি কোনোভাবেই তার কার্যসিদ্ধিতে সার্থক হন নি। তাই ক্ষমতাহীন ইন্দ্রদেব এখন দেবী মনসার সাহায্য চেয়েছেন তাঁর ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। এবং এর পাশাপাশি গল্পে ফের একবার নতুন করে আবির্ভূত হয়েছেন তক্ষক নাগ। যার একমাত্র কাজ মনসার বিরোধিতা করা। কারণ তার ইচ্ছা নাগ সাম্রাজ্যের রাজা হতে আর তাকে প্রতি পদে আটকে চলে মা মনসা। সব মিলিয়ে গল্প এখন কোন দিকে যাচ্ছে সেটা জানতে ইটিভি ভারত পৌছে গেছিল মনসা ধারাবাহিকের শুটিং ফ্লোরে যেখানে গিয়ে আমরা কথা বলেছিলাম মনসা ও তক্ষক নাগ এর সঙ্গে।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jun 27, 2019, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.