কলকাতা : ইন্দ্রদেব নানাভাবে ছলচাতুরি করার চেষ্টা করে গেছে মনসাকে আটকাতে । কিন্তু তিনি কোনওভাবেই তার কার্যসিদ্ধিতে সার্থক হননি । তাই ইন্দ্রদেব এখন দেবী মনসার সাহায্য চাইছেন ক্ষমতা ফিরে পাওয়ার জন্য । গল্পে ফের একবার নতুন করে আবির্ভূত হয়েছেন তক্ষক নাগ । যার একমাত্র কাজ মনসার বিরোধিতা করা । তাঁর ইচ্ছা নাগ সাম্রাজ্যের রাজা হওয়ার । তবে তাকে প্রতি পদে আটকে চলেন মা মনসা ।
সব মিলিয়ে গল্প এখন কোন দিকে যাচ্ছে তা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গেছিল মনসা ধারাবাহিকের সেটে । কথা হল মনসা ও তক্ষক নাগের সঙ্গে ।