কলকাতা : 'মহাতীর্থ কালিঘাট'-এ এর আগে দর্শক দেখেছেন, রামপ্রসাদ ও সর্বানির সন্তানরা বড় হয়ে উঠছে । এখন তাদের বেঁচে থাকা ও পড়াশোনার জন্য অনেক টাকার প্রয়োজন । কিন্তু রামপ্রসাদ কোনও কাজ করে না । সে সারাদিন শুধু মায়ের আরাধনা করে । অন্য কোনওদিকে তাঁকে ধ্যান-জ্ঞান থাকে না ।
এখন স্ত্রীর নির্দেশে রামপ্রসাদ কাজ করার কথা ভাবছে । এই সপ্তাহে ধারাবাহিকে দেখা যাবে, সবেমাত্র রামপ্রসাদ ও সর্বানির দীক্ষা শেষ হয়েছে ।
এরপর রামপ্রসাদের সাধনা কোনদিকে যাবে ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল 'মহাতীর্থ কালিঘাট'-র শুটিং ফ্লোরে । কথা হল শ্রীজিতা ও দেবাঞ্জনের সঙ্গে ।