মুম্বই : তাঁদের গাওয়া 'শুকরান আল্লাহ' খুবই জনপ্রিয় একটি গান । এবার নতুন গান নিয়ে ফের ভক্তদের মন জয় করতে আসছেন সেলিম মার্চেন্ট ও শ্রেয়া ঘোষাল ।
গতকাল সেলিম ইনস্টাগ্রামে পোস্ট করেন, "শ্রেয়ার সঙ্গে দুর্দান্ত একটি রেকর্ডিং সেশন কাটালাম । বরাবরের মতো অবিশ্বাস্য গান । মুক্তির জন্য আর অপেক্ষা করতে পারছি না ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই পোস্টের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সেলিম । সেখানে দেখা যাচ্ছে, তাঁর ভাই সুলেমানের সঙ্গে গভীর আলোচনায় ব্যস্ত শ্রেয়া ঘোষাল ।
সেলিমের পোস্টের উত্তরে শ্রেয়া লেখেন, "খুব উত্তেজিত ।"