কলকাতা : নিজের লেখা বইয়ের গল্প দিয়েই হিন্দিতে শর্ট ফিল্ম তৈরি করছেন পরিচালক রামকমল মুখার্জি।
ETV Bharatকে রামকমল বললেন, "এটি বইটির সবথেকে জনপ্রিয় গল্প। সিনেমাজগতের অনেকেই গল্পটির প্রশংসা করেছেন। বইটির প্রত্যেকটি গল্পকে আমি ওয়েব সিরিজ়ে রূপান্তরিত করতে চেয়েছিলাম। সেই মতো একটি বিখ্যাত প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু শেষমেশ কাজটা আর এগোয়নি।"
ফিল্মটি নিয়ে গল্প জানতে চাওয়ায় রামকমল বললেন, "অনেক বছর বিয়ে হয়েছে এমন এক হ্যাপি কাপলকে নিয়ে গল্প। তাঁদের বিবাহবার্ষিকীর রাতে এমন একটি ঘটনা ঘটে যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আমার মনে হয় স্বল্প দৈর্ঘ্যের ছবিগুলি মানুষের অনুভুতিকে কেন্দ্র করেই তৈরি হয়। অল্প সময়ের মধ্যে এমন গল্প বলতে হবে, যা দর্শককে রোমাঞ্চিত করবে। এই গল্পটির মধ্যে সেই সম্ভাবনা রয়েছে। শুধু সিনেমার ভাষাকে মাথায় রেখে ছবিটা তৈরি করতে হবে।"
ছবিটি প্রযোজনা করছেন অরিত্র দাস, গৌরব দাগা এবং শৈলেন্দ্র কুমার। কলকাতায় বর্ষার মরশুমে শুরু হবে ছবির শুটিং। অ্যাসর্টেড মোশন পিকচার্সের প্রযোজক অরিত্র দাস বললেন, "আমার মনে আছে সিনেমাজগতের সেলিব্রেটিরা কীভাবে রামদার এই গল্পটি পড়ে প্রশংসা করেছিলেন। এটি একটি অসম্ভব রোমান্টিক গল্প। যার সঙ্গে চমকও আছে। ছবির কাস্ট খুব শিগগিরই আপনাদের জানাব। এখনও চূড়ান্ত বাছাই চলছে।"
ছবির আরেক প্রযোজক গৌরব দাগা বললেন, "যবে থেকে অরিত্র ও রামকমলের 'কেকওয়াক' ছবিটি দেখেছি, তবে থেকেই তাঁদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। এরা দু'জনেই অল্প বয়সি এবং এদের বিষয়বস্তু খুব ইন্টারেস্টিং। ব্রোকেন ফ্রেম গল্পটা খুব ভালো লেগেছে আমার।"
তৃতীয় প্রযোজক শৈলেন্দ্র কুমার এই ছবিটির সংগীত পরিচালক হয়ে কাজ করবেন। তিনি বলেন, "এটা আমাদের একসঙ্গে চার নম্বর কাজ। 'কেকওয়াক', 'সিজনস গ্রিটিংস' এবং 'রিক্সাওয়ালা'র পর এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। রামকমলদার উপর ভরসা আছে। উনি যখন আমাকে গল্পটা পড়ে শুনিয়েছিলেন, সত্যিই ভালো লেগেছিল। ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখছেন সমীর সতিজা। টিজার পোস্টার ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য।"