ETV Bharat / sitara

৭০০ এপিসোডের মাইলস্টোন পার করল 'রাণী রাসমণি' - ৭০০ এপিসোড

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্য়তম 'রাণী রাসমণি'। ধারাবাহিকের বিষয়বস্তু থেকে শুরু করে শিল্পীদের অভিনয়, সবকিছুই বেশ পছন্দ করেছেন দর্শক। তাই দর্শকের ভালোবাসার জোয়ারে যে কখন ৭০০ এপিসোড পেরিয়ে গেল, ঠাহর করতে পারলেন না কেউই। 'রাণী রাসমণি'-র এই সাফল্যে উচ্ছ্বসিত কলাকুশলীরা।

রানী রাসমণি
author img

By

Published : Jul 1, 2019, 1:40 PM IST

কলকাতা: ২০১৭ সালে শুরু হবার পর থেকে 'রাণী রাসমণি' দর্শককে ভরপুর বিনোদন দিয়ে চলেছে। এই ধারাবাহিকে রাণী রাসমণির চরিত্রে দিতিপ্রিয়া রায়ের অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। শুধু দিতিপ্রিয়াই নয়, মথুরা মোহন হোক বা জগদম্বা, প্রত্যেকেই দর্শক পরিবারের অংশ হয়ে উঠেছেন। সম্প্রতি সম্প্রচারিত হয়েছে ধারাবাহিকের 700 তম এপিসোড। এই উপলক্ষ্যে ধারাবাহিকের সেটে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের, যেখানে ধারাবাহিকের সকল সদস্যরা কেক কেটে বিশেষ দিনটিকে উদযাপন করলেন।

রানী রাসমণি
রাণী রাসমণি-র সেটে
এই প্রসঙ্গে দিতিপ্রিয়া জানালেন, "খুব ভালো লাগছে। আমরা যেন এইভাবে দর্শকের মনোরঞ্জন করে যেতে পারি। এভাবেই যেন তাঁদের ভালোবাসা পেতে পারি।"জগদম্বার চরিত্রে সম্প্রতি ধারাবাহিকে প্রবেশ করেছেন রোশনি। তিনি বললেন, "খুব ভালো লাগছে ধারাবাহিকটির 700 পর্বের বিশেষ দিনে থাকতে পেরে। আশা করব দর্শকের ভালোবাসায় ধারাবাহিকটি হাজার-দেড় হাজার পর্ব পার করে যাবে।"

কলকাতা: ২০১৭ সালে শুরু হবার পর থেকে 'রাণী রাসমণি' দর্শককে ভরপুর বিনোদন দিয়ে চলেছে। এই ধারাবাহিকে রাণী রাসমণির চরিত্রে দিতিপ্রিয়া রায়ের অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। শুধু দিতিপ্রিয়াই নয়, মথুরা মোহন হোক বা জগদম্বা, প্রত্যেকেই দর্শক পরিবারের অংশ হয়ে উঠেছেন। সম্প্রতি সম্প্রচারিত হয়েছে ধারাবাহিকের 700 তম এপিসোড। এই উপলক্ষ্যে ধারাবাহিকের সেটে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের, যেখানে ধারাবাহিকের সকল সদস্যরা কেক কেটে বিশেষ দিনটিকে উদযাপন করলেন।

রানী রাসমণি
রাণী রাসমণি-র সেটে
এই প্রসঙ্গে দিতিপ্রিয়া জানালেন, "খুব ভালো লাগছে। আমরা যেন এইভাবে দর্শকের মনোরঞ্জন করে যেতে পারি। এভাবেই যেন তাঁদের ভালোবাসা পেতে পারি।"জগদম্বার চরিত্রে সম্প্রতি ধারাবাহিকে প্রবেশ করেছেন রোশনি। তিনি বললেন, "খুব ভালো লাগছে ধারাবাহিকটির 700 পর্বের বিশেষ দিনে থাকতে পেরে। আশা করব দর্শকের ভালোবাসায় ধারাবাহিকটি হাজার-দেড় হাজার পর্ব পার করে যাবে।"
Intro:700 পর্ব পার করল করুণাময়ী রানী রাসমণি

অমিত চক্রবর্তী,কলকাতা: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো করুণাময়ী রানী রাসমণি। 2017 সালে শুরু হবার পর থেকে ধারাবাহিকটি দর্শকদের ভরপুর বিনোদন দিয়ে চলেছে।এই ধারাবাহিকে রানী রাসমণি চরিত্রে দিতিপ্রিয়া রায়ের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে। সম্প্রতি সম্প্রচারিত হয়েছে ধারাবাহিকের 700 তম এপিসোড। বাংলা টেলিভিশনে এখন যে ক'টি ধারাবাহিক 700 এপিসোডের মাইলস্টোন ছুয়েছে তার মধ্যে এই ধারাবাহিকটি অন্যতম। 700 এপিসোডের এই বিশেষ সেলিব্রেশন উপলক্ষে গতকাল ধারাবাহিকের সেটে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের, যেখানে ধারাবাহিকের সকল সদস্যরা একসঙ্গে মিলে কেক কেটে বিশেষ দিনটিকে উদযাপন করলেন।

তাদের এই 700 এপিসোড এর মাইলস্টোন প্রসঙ্গে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় জানালেন, খুব ভালো লাগছে। আমরা যেনো এইভাবে দর্শকদের মনোরঞ্জন দিয়ে ভালোবাসা পেতে পারি।

জগদম্বার চরিত্রে অভিনয় দিয়ে ধারাবাহিকে প্রবেশ করা প্রসঙ্গে রোশনি জানালেন,খুব ভালো লাগছে ধারাবাহিকটির 700 পর্বের বিশেষ দিনে থাকতে পেরে। আশা করব দর্শকদের ভালোবাসায় ধারাবাহিকটি হাজার দেড়হাজার পর্ব পার করে যাবে।


Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.