ETV Bharat / sitara

NOC দিলেন রানা সরকার, তবুও নিশ্চিন্ত নয় আর্টিস্ট ফোরাম - আর্টিস্ট ফোরাম

১৭১জন শিল্পীর বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা ছিল প্রযোজক ও চ্যানেলের। সেই ব্যাপারে কিছুটা নিষ্পত্তি হয়েছে বলে জানাচ্ছে ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টস্ট ফোরাম।

আর্টিস্ট ফোরাম
author img

By

Published : Jun 11, 2019, 3:19 PM IST

Updated : Jun 11, 2019, 4:00 PM IST

কলকাতা :ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কাছে আর্টিস্ট ফোরামের ১৭১জন শিল্পীর বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার জন্য চ্যানেলগুলিকে রানা সরকার যে 'নো অবজেকশন সার্টিফিকেট' দেবেন বলেছিলেন, তা ১০ জুন সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছেন। ৩টি চ্যানেলকেই, অর্থাৎ জ়ি বাংলা, স্টার জলসা ও কালার্স বাংলাকে তিনি সরাসরি চিঠি পাঠিয়েছেন। ফলে, চ্যানেলের তরফ থেকে শিল্পীদের বকেয়া পারিশ্রমিক সরাসরি মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আর কোনও সমস্যা রইল না।"

আর্টিস্ট ফোরাম
রানা সরকার
চ্যানেলগুলির সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে আর্টিস্ট ফোরামের। যত তাড়াতাড়ি সম্ভব, জটিলতাহীনভাবে যাতে সদস্যরা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পেয়ে যান, সেই জট ছাড়ানো হচ্ছে। আর্টিস্ট ফোরামের বিশ্বাস, শিল্পীরা যে চরম আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, তা অচিরেই মিটে যাবে এবার। এই লড়াইয়ে সঙ্ঘবদ্ধ থাকার জন্য তাঁরা গর্বিত।তবে এই খুশির মুহূর্তেও আর্টিস্ট ফোরাম সম্পূর্ণ নিশ্চিত নয়। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এও জানানো হয়েছে, এখনও বহু কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক দাগ ক্রিয়েটিভ মিডিয়া সংক্রান্ত জটিলতায় আটকে আছে। তারা অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট গিল্ড, ফেডারেশন, দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে, যাতে যত শীঘ্র সম্ভব কলাকুশলীদের টাকা মেটানোর ব্যবস্থা করা হয়। এই বিষয়ে খুবই উদ্বিগ্ন তারা ও প্রয়োজনীয় সহযোগিতা করতেও প্রস্তুত।

আরও পড়ুন : "নিজেদের টাকা পেতে ভিক্ষে চাইতে হচ্ছে" : প্রসেনজিৎ



আর্টিস্ট ফোরাম জানিয়েছে, যে শিল্পীরা তাঁদের কাজের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করেন, তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে আর্টিস্ট ফোরাম সত্যিই আনন্দিত ও গর্বিত।

কলকাতা :ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কাছে আর্টিস্ট ফোরামের ১৭১জন শিল্পীর বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার জন্য চ্যানেলগুলিকে রানা সরকার যে 'নো অবজেকশন সার্টিফিকেট' দেবেন বলেছিলেন, তা ১০ জুন সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছেন। ৩টি চ্যানেলকেই, অর্থাৎ জ়ি বাংলা, স্টার জলসা ও কালার্স বাংলাকে তিনি সরাসরি চিঠি পাঠিয়েছেন। ফলে, চ্যানেলের তরফ থেকে শিল্পীদের বকেয়া পারিশ্রমিক সরাসরি মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আর কোনও সমস্যা রইল না।"

আর্টিস্ট ফোরাম
রানা সরকার
চ্যানেলগুলির সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে আর্টিস্ট ফোরামের। যত তাড়াতাড়ি সম্ভব, জটিলতাহীনভাবে যাতে সদস্যরা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পেয়ে যান, সেই জট ছাড়ানো হচ্ছে। আর্টিস্ট ফোরামের বিশ্বাস, শিল্পীরা যে চরম আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, তা অচিরেই মিটে যাবে এবার। এই লড়াইয়ে সঙ্ঘবদ্ধ থাকার জন্য তাঁরা গর্বিত।তবে এই খুশির মুহূর্তেও আর্টিস্ট ফোরাম সম্পূর্ণ নিশ্চিত নয়। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এও জানানো হয়েছে, এখনও বহু কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক দাগ ক্রিয়েটিভ মিডিয়া সংক্রান্ত জটিলতায় আটকে আছে। তারা অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট গিল্ড, ফেডারেশন, দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে, যাতে যত শীঘ্র সম্ভব কলাকুশলীদের টাকা মেটানোর ব্যবস্থা করা হয়। এই বিষয়ে খুবই উদ্বিগ্ন তারা ও প্রয়োজনীয় সহযোগিতা করতেও প্রস্তুত।

আরও পড়ুন : "নিজেদের টাকা পেতে ভিক্ষে চাইতে হচ্ছে" : প্রসেনজিৎ



আর্টিস্ট ফোরাম জানিয়েছে, যে শিল্পীরা তাঁদের কাজের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করেন, তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে আর্টিস্ট ফোরাম সত্যিই আনন্দিত ও গর্বিত।

Intro:১৭১জন শিল্পীর বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা ছিল প্রযোজক ও চ্যানেলের। কিছুটা নিষ্পত্তি হয়েছে বলে জানাচ্ছে ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টস্ট ফোরাম।


Body:ওয়েস্টবেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘদিন দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কাছে আর্টিস্ট ফোরামের ১৭১জন শিল্পীর বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার জন্য চ্যানেলগুলিকে রানা সরকার যে নো অবজেকশন সার্টিফিকেট দেবেন বলেছিলেন, তা ১০ জুন সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছেন। ৩টি চ্যানেলকেই, অর্থাৎ জি বাংলা, স্টার জলসা ও কালার্স বাংলাকে তিনি সরাসরি চিঠি পাঠিয়েছেন। ফলে, চ্যানেলের তরফ থেকে শিল্পীদের বকেয়া পারিশ্রমিক সরাসরি মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আর কোনও সমস্যা রইল না।

চ্যানেলগুলির সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে আর্টিস্ট ফোরামের। যত তাড়াতাড়ি সম্ভব জটিলতাহীনভাবে যাতে সদস্যরা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পেয়ে যান, সেই জট ছাড়ানো হচ্ছে। আর্টিস্ট ফোরামের বিশ্বাস, শিল্পীরা যে চরম আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, তা অচিরেই মিটে যাবে এবার। এই লড়াইয়ে সঙ্ঘবদ্ধ থাকার জন্য তাঁরা গর্বিত।

তবে এই খুশির মুহূর্তেও আর্টিস্ট ফোরাম সম্পূর্ণ নিশ্চিত নয়। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এও জানানো হয়েছে, বহু কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক এখনও দাগ ক্রিয়েটিভ মিডিয়া সংক্রান্ত জটিলতায় আটকে আছে। তারা অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট গিল্ড, ফেডারেশন, দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে, যাতে যত শীঘ্র সম্ভব কলাকুশলীদের টাকা মেটানোর ব্যবস্থা করা হয়। এই বিষয়ে খুবই উদ্বিগ্ন ও প্রয়োজনীয় সহযোগিতা করতেও প্রস্তুত আছে তারা।








Conclusion:আর্টিস্ট ফোরাম জানিয়েছে, যে শিল্পীরা তাঁদের কাজের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করেন, তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে আর্টিস্ট ফোরাম সত্যিই আনন্দিত ও গর্বিত।
Last Updated : Jun 11, 2019, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.